ETV Bharat / state

Manipur Landslide: মণিপুর ধসে মৃত বসিরহাটের জওয়ানের দেহ ফিরল বাড়িতে, গান স্যালুট দিয়ে জানানো হল শেষ শ্রদ্ধা - মণিপুর ধসে মৃত বসিরহাটের জওয়ান

মণিপুর ধসে নিহত জওয়ানের কফিনবন্দী দেহ পৌঁছল বসিরহাটের গ্রামের বাড়িতে (Deadbody of Basirhat Army Who Died in Manipur landslide Returns to Village)। সামরিক মর্যাদা ও গান স্যালুটের মাধ্যমে নিহতকে শেষ বিদায় জানানো হল সেনাবাহিনীর তরফে।

Manipur Landslide
মণিপুর ধসে মৃত বসিরহাটের জওয়ানের দেহ ফিরল বাড়িতে
author img

By

Published : Jul 3, 2022, 11:02 PM IST

বসিরহাট, 3 জুলাই: মণিপুরের ভূমিধসে নিহত সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের কফিনবন্দী দেহ পৌঁছল বসিরহাটের মাটিয়ার ঘোড়ারাসের বাড়িতে। সেনাবাহিনীর গাড়িতে রবিবার বিকেলে ওই জওয়ানের দেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে (Deadbody of Basirhat Army Who Died in Manipur landslide Returns to Village)।

সেখানে গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছিল আগে থেকেই। এদিন কফিনবন্দী দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন নিহত সেনা জওয়ানের পরিবারের লোকজন। সামরিক মর্যাদা এবং গান স‍্যালুটের মাধ্যমে নিহত সেনা জওয়ানকে শেষ বিদায় জানানো হয় সেনাবাহিনীর তরফে। পরে, ধর্মীয় রীতি মেনে গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানা গিয়েছে পরিবার সূত্রে।

প্রসঙ্গত,মণিপুরে ভয়াবহ ধসের 2 দিনের মাথায় নিখোঁজ ওই সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার হয় ধসের স্তূপ থেকে। সেই দুঃসংবাদ শনিবার এসে পৌঁছয় বসিরহাটের গ্রামের বাড়িতে। তারপর থেকেই বিষণ্ণতা গোটা গ্রামে। শোকার্ত জওয়ানের পরিবারে উঠেছে শুধুই কান্নার রোল।

গান স্যালুট দিয়ে জানানো হল শেষ শ্রদ্ধা

আরও পড়ুন : মণিপুরের ধসে থমকে ইজেই নদীর গতিপথ, প্লাবনের আশঙ্কা; দুর্ঘটনায় মৃত বেড়ে 14

মণিপুরে ভূমিধসের ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন এই রাজ্যের বসিরহাটের বাসিন্দা, সেনা জওয়ান শেখ মহিউদ্দিন । স্ত্রী ছাড়াও নিহত জওয়ানের দেড় বছরের এক সন্তান রয়েছে । ধসের ঘটনা ঘটার আগে পরিবারের সঙ্গে ওই সেনা জওয়ানের শেষ কথা হয়েছিল বুধবার সন্ধ্যায় । তারপর থেকেই কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের লোকেদের । তখন থেকেই চরম উৎকণ্ঠার দিন কাটছিল সেনা জওয়ানের পরিবারে ।

বসিরহাট, 3 জুলাই: মণিপুরের ভূমিধসে নিহত সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের কফিনবন্দী দেহ পৌঁছল বসিরহাটের মাটিয়ার ঘোড়ারাসের বাড়িতে। সেনাবাহিনীর গাড়িতে রবিবার বিকেলে ওই জওয়ানের দেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে (Deadbody of Basirhat Army Who Died in Manipur landslide Returns to Village)।

সেখানে গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছিল আগে থেকেই। এদিন কফিনবন্দী দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন নিহত সেনা জওয়ানের পরিবারের লোকজন। সামরিক মর্যাদা এবং গান স‍্যালুটের মাধ্যমে নিহত সেনা জওয়ানকে শেষ বিদায় জানানো হয় সেনাবাহিনীর তরফে। পরে, ধর্মীয় রীতি মেনে গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানা গিয়েছে পরিবার সূত্রে।

প্রসঙ্গত,মণিপুরে ভয়াবহ ধসের 2 দিনের মাথায় নিখোঁজ ওই সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার হয় ধসের স্তূপ থেকে। সেই দুঃসংবাদ শনিবার এসে পৌঁছয় বসিরহাটের গ্রামের বাড়িতে। তারপর থেকেই বিষণ্ণতা গোটা গ্রামে। শোকার্ত জওয়ানের পরিবারে উঠেছে শুধুই কান্নার রোল।

গান স্যালুট দিয়ে জানানো হল শেষ শ্রদ্ধা

আরও পড়ুন : মণিপুরের ধসে থমকে ইজেই নদীর গতিপথ, প্লাবনের আশঙ্কা; দুর্ঘটনায় মৃত বেড়ে 14

মণিপুরে ভূমিধসের ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন এই রাজ্যের বসিরহাটের বাসিন্দা, সেনা জওয়ান শেখ মহিউদ্দিন । স্ত্রী ছাড়াও নিহত জওয়ানের দেড় বছরের এক সন্তান রয়েছে । ধসের ঘটনা ঘটার আগে পরিবারের সঙ্গে ওই সেনা জওয়ানের শেষ কথা হয়েছিল বুধবার সন্ধ্যায় । তারপর থেকেই কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের লোকেদের । তখন থেকেই চরম উৎকণ্ঠার দিন কাটছিল সেনা জওয়ানের পরিবারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.