ETV Bharat / state

পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় মনমরা, যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার - chottu

সকালে বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম ছট্টু গুপ্তা (১৮)। ঘটনাটি বসিরহাটের সংগ্রামপুরের। মৃত যুবক বিরামনগর হাইস্কুলের এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। অন্যদিকে প্রশ্নপত্র কঠিন হওয়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা করল আরও এক যুবক। নাম স্বপন মণ্ডল।

ছট্টু
author img

By

Published : Feb 26, 2019, 9:53 PM IST

বসিরহাট, ২৬ ফেব্রুয়ারি : সকালে বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম ছট্টু গুপ্তা (১৮)। ঘটনাটি বসিরহাটের সংগ্রামপুরের। মৃত যুবক বিরামনগর হাইস্কুলের এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। অন্যদিকে প্রশ্নপত্র কঠিন হওয়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা করল আরও এক যুবক। নাম স্বপন মণ্ডল।

সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বাড়ির লোকেরা ডাকাডাকি শুরু করে। কোনও সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে দেখা যায় গলায় গামছার ফাঁসে ঝুলছে ছট্টুর দেহ। খবর পেয়ে আসে বসিরহাট থানার পুলিশ। পুলিশ এসে মৃতের দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ার হতাশা থেকে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে। মৃতের বাবা সহদেব গুপ্তা বলেন, "বেশ কয়েকদিন ধরে ছট্টু মনমরা ছিল।"

অন্যদিকে, প্রশ্নপত্র কঠিন হবে এই ভয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল গাইঘাটার এক পরীক্ষার্থী। ছাত্রের নাম স্বপন মণ্ডল। সে রামচন্দ্রপুর পল্লিমঙ্গল বিদ্যাপীঠের বিজ্ঞান শাখার ছাত্র। পরিবারের অভিযোগ, সহপাঠীরা তাকে অঙ্ক প্রশ্ন কঠিন হবে বলে ভয় দেখাত। আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে বিষ খেয়ে সে আত্মহত্যার চেষ্টা করে।

undefined

বসিরহাট, ২৬ ফেব্রুয়ারি : সকালে বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম ছট্টু গুপ্তা (১৮)। ঘটনাটি বসিরহাটের সংগ্রামপুরের। মৃত যুবক বিরামনগর হাইস্কুলের এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। অন্যদিকে প্রশ্নপত্র কঠিন হওয়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা করল আরও এক যুবক। নাম স্বপন মণ্ডল।

সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বাড়ির লোকেরা ডাকাডাকি শুরু করে। কোনও সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে দেখা যায় গলায় গামছার ফাঁসে ঝুলছে ছট্টুর দেহ। খবর পেয়ে আসে বসিরহাট থানার পুলিশ। পুলিশ এসে মৃতের দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ার হতাশা থেকে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে। মৃতের বাবা সহদেব গুপ্তা বলেন, "বেশ কয়েকদিন ধরে ছট্টু মনমরা ছিল।"

অন্যদিকে, প্রশ্নপত্র কঠিন হবে এই ভয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল গাইঘাটার এক পরীক্ষার্থী। ছাত্রের নাম স্বপন মণ্ডল। সে রামচন্দ্রপুর পল্লিমঙ্গল বিদ্যাপীঠের বিজ্ঞান শাখার ছাত্র। পরিবারের অভিযোগ, সহপাঠীরা তাকে অঙ্ক প্রশ্ন কঠিন হবে বলে ভয় দেখাত। আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে বিষ খেয়ে সে আত্মহত্যার চেষ্টা করে।

undefined
Intro:ফের আগুন লাগল সোদপুর বাজারে পুড়ে ছাই হলো প্রায় কুড়িটি ঘরবাড়ি ব্যাপক ক্ষতির আশঙ্কা ঘটনাস্থলে দমকলের 33 এলাকায় চাঞ্চল্য


Body:ণতযমমম


Conclusion:মযরদদদদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.