ETV Bharat / state

আমফান শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় : আলাপন বন্দ্যোপাধ্যায়

আমফানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর 24 পরগনা ৷ বিশেষ করে বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ ও মিনাখাঁ ৷ আজ সেইসব এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

Alapan Bandapadhyay comments on damage in Cyclone Amphan
k
author img

By

Published : May 28, 2020, 8:06 PM IST

বসিরহাট , 28 : আমফান ঘূর্ণিঝড় এই শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় । বৃহস্পতিবার বসিরহাটে ঝড়ের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে আজ তিনি প্রশাসনিক বৈঠকও করেন ।

ঘূর্ণিঝড় আমফানে বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ ও মিনাখাঁয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সেই প্রসঙ্গে রাজ‍্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ‍্যোপাধ‍্যায় বলেন , এই বিপর্যয় শতাব্দীর বড় বিপর্যয় । বসিরহাট মহকুমার পাঁচটি ব্লকের প্রায় 500টি এলাকায় নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে । ইতিমধ্যে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য 11 লাখ জলের পাউচের ব‍্যবস্থা করা হয়েছে । পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবারেরও ব্যবস্থা করা হয়েছে । আগামী 3 জুন ভরা কোটালের আগে জল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে । যেখানে জল সরবরাহ নেই , সেখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে । ইতিমধ্যে বসিরহাট , টাকির মতো শহরের পৌরসভাগুলিতে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যার সমাধান হয়েছে ।'

স্বরাষ্ট্র সচিব আরও বলেন , বারাসত থেকে হেমনগর পর্যন্ত প্রায় 130 কিলোমিটারের উপর রাস্তায় গাছ ও বিদ্যুতের খুঁটি পড়েছিল । সেগুলি পরিষ্কার করা হয়েছে । এখন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে । ইতিমধ্যে জলে ডুবে ও জলবাহিত রোগে মহকুমায় শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে ।

ক্ষতিপূরণ প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বলেন , ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে । আজ রাতের মধ্যে কত বাড়ি ক্ষতি হয়েছে , তার চূড়ান্ত তালিকা আমরা পেয়ে যাব । ধাপে ধাপে সেগুলি মেরামতের ব‍্যবস্থা করা হবে । রাজ‍্যের মধ‍্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসিরহাট । স্বরাষ্ট্র সচিব ছাড়া আজ এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি সৌমেন বন্দ্যোপাধ্যায় , উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী , বসিরহাটের পুলিশ সুপার কংকরপ্রসাদ বারুই , উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল ও বসিরহাটের মহকুমা শাসক বিবেক ভস্মে-সহ জেলার স্বাস্থ্য , সেচ ও পূর্ত‍ আধিকারিকরা ।

বসিরহাট , 28 : আমফান ঘূর্ণিঝড় এই শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় । বৃহস্পতিবার বসিরহাটে ঝড়ের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে আজ তিনি প্রশাসনিক বৈঠকও করেন ।

ঘূর্ণিঝড় আমফানে বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ ও মিনাখাঁয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সেই প্রসঙ্গে রাজ‍্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ‍্যোপাধ‍্যায় বলেন , এই বিপর্যয় শতাব্দীর বড় বিপর্যয় । বসিরহাট মহকুমার পাঁচটি ব্লকের প্রায় 500টি এলাকায় নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে । ইতিমধ্যে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য 11 লাখ জলের পাউচের ব‍্যবস্থা করা হয়েছে । পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবারেরও ব্যবস্থা করা হয়েছে । আগামী 3 জুন ভরা কোটালের আগে জল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে । যেখানে জল সরবরাহ নেই , সেখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে । ইতিমধ্যে বসিরহাট , টাকির মতো শহরের পৌরসভাগুলিতে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যার সমাধান হয়েছে ।'

স্বরাষ্ট্র সচিব আরও বলেন , বারাসত থেকে হেমনগর পর্যন্ত প্রায় 130 কিলোমিটারের উপর রাস্তায় গাছ ও বিদ্যুতের খুঁটি পড়েছিল । সেগুলি পরিষ্কার করা হয়েছে । এখন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে । ইতিমধ্যে জলে ডুবে ও জলবাহিত রোগে মহকুমায় শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে ।

ক্ষতিপূরণ প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বলেন , ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে । আজ রাতের মধ্যে কত বাড়ি ক্ষতি হয়েছে , তার চূড়ান্ত তালিকা আমরা পেয়ে যাব । ধাপে ধাপে সেগুলি মেরামতের ব‍্যবস্থা করা হবে । রাজ‍্যের মধ‍্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসিরহাট । স্বরাষ্ট্র সচিব ছাড়া আজ এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি সৌমেন বন্দ্যোপাধ্যায় , উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী , বসিরহাটের পুলিশ সুপার কংকরপ্রসাদ বারুই , উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল ও বসিরহাটের মহকুমা শাসক বিবেক ভস্মে-সহ জেলার স্বাস্থ্য , সেচ ও পূর্ত‍ আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.