ETV Bharat / state

তৃণমূলে 'ফেরা' কাউন্সিলরদের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে : জ্যোতিপ্রিয়

যে সমস্ত কাউন্সিলর BJPতে গিয়ে পুনরায় তৃণমূলে ফিরে এসেছেন তাঁদের পৌরসভার নির্বাচনে টিকিট দেওয়া হবে কী না সেটা দল ঠিক করবে ৷ তবে 90 শতাংশ তাঁদের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে ৷ বললেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ প্রসঙ্গত গত বছর BJP-র দিল্লি সদর দপ্তরে গিয়ে যোগ দেন উত্তর 24 পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন কাউন্সিলর । কিন্তু পরে অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে ।

Jyotipriya Mallick
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jan 18, 2020, 11:52 PM IST

দমদম, 18 জানুয়ারি : পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে বর্তমান কাউন্সিলরদের কথা আগে বিবেচনা করা হবে । এমনকী যে সমস্ত কাউন্সিলর BJP-তে গিয়ে ফের তৃণমূলে ফিরে এসেছেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে তাঁদের কথাও আগে বিবেচনা করা হবে ৷ তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল ৷ দমদম পৌরসভা হলে একটি দলীয় সমাবেশে এসে জানালেন তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

শুক্রবার উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তী 27 টি পৌরসভার মধ্যে 24 টি পৌরসভার সংরক্ষিত তালিকা প্রকাশ করেন । ডিলিমিটেশনের ফলে বর্তমান অনেক কাউন্সিলর তাঁদের পছন্দের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না । তাঁদের দমদমের কর্মিসভা থেকে আশ্বস্ত করেন জ্যোতিপ্রিয় মল্লিক । টিকিট বণ্টন নিয়ে তিনি জানান, "দল ঠিক করবে কাকে টিকিট দেওয়া হবে ৷ বর্তমান কাউন্সিলরদেরও আমরা টিকিট দিই ৷ টিকিট না দেওয়ার কোন প্রশ্ন নেই, যদি না তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ থাকে ৷

পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে বর্তমান কাউন্সিলরদের কথা আগে বিবেচনা করা হবে

প্রসঙ্গত গত বছর BJP-র দিল্লি সদর দপ্তরে গিয়ে যোগ দেন উত্তর 24 পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন কাউন্সিলর । কিন্তু পরে অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে । BJP-তে যারা গিয়ে ফের তৃণমূলের ফিরে এসেছেন তাঁদের কী আসন্ন পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তাঁদের টিকিট দেওয়া হবে কী হবে না সেটা দল ঠিক করবে ৷ 90 শতাংশ তাঁদের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে৷ তবে সেটি দল ঠিক করবে ৷"

দমদম, 18 জানুয়ারি : পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে বর্তমান কাউন্সিলরদের কথা আগে বিবেচনা করা হবে । এমনকী যে সমস্ত কাউন্সিলর BJP-তে গিয়ে ফের তৃণমূলে ফিরে এসেছেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে তাঁদের কথাও আগে বিবেচনা করা হবে ৷ তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল ৷ দমদম পৌরসভা হলে একটি দলীয় সমাবেশে এসে জানালেন তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

শুক্রবার উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তী 27 টি পৌরসভার মধ্যে 24 টি পৌরসভার সংরক্ষিত তালিকা প্রকাশ করেন । ডিলিমিটেশনের ফলে বর্তমান অনেক কাউন্সিলর তাঁদের পছন্দের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না । তাঁদের দমদমের কর্মিসভা থেকে আশ্বস্ত করেন জ্যোতিপ্রিয় মল্লিক । টিকিট বণ্টন নিয়ে তিনি জানান, "দল ঠিক করবে কাকে টিকিট দেওয়া হবে ৷ বর্তমান কাউন্সিলরদেরও আমরা টিকিট দিই ৷ টিকিট না দেওয়ার কোন প্রশ্ন নেই, যদি না তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ থাকে ৷

পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে বর্তমান কাউন্সিলরদের কথা আগে বিবেচনা করা হবে

প্রসঙ্গত গত বছর BJP-র দিল্লি সদর দপ্তরে গিয়ে যোগ দেন উত্তর 24 পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন কাউন্সিলর । কিন্তু পরে অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে । BJP-তে যারা গিয়ে ফের তৃণমূলের ফিরে এসেছেন তাঁদের কী আসন্ন পৌরসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তাঁদের টিকিট দেওয়া হবে কী হবে না সেটা দল ঠিক করবে ৷ 90 শতাংশ তাঁদের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে৷ তবে সেটি দল ঠিক করবে ৷"

Intro:পুরসভা নির্বাচনে বর্তমান কাউন্সিলরদের টিকিটের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এমনকি বিজেপিতে গিয়ে যারা ফের ফিরে এসেছেন তৃণমূলে তাদের টিকিটের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দমদম পুরসভা হলে একটি দলীয় সেমিনারে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। Body:শুক্রবার উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তী২৭টি পুরসভার মধ্যে ২৪ টি পুরসভার সংরক্ষিত তালিকা প্রকাশ করেন। ডিলিমিটেশনের ফলে বর্তমান ওয়ার্ডে অনেক কাউন্সিলর দাঁড়াতে পারবেন না। তাদের কপালে ইতিমধ্যে চিন্তার ভাঁজ। তাদের দমদমের এক কর্মিসভা থেকে আশ্বস্ত করেন জ্যোতিপ্রিয় মল্লিক। টিকিট বন্টন নিয়ে তার সাফ জবাব, "টিকিটের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। যারা জয়ী কাউন্সিলর তাদের ৯০% ক্ষেত্রে টিকিট দেওয়া হবে। টিকিট না দেওয়ার প্রশ্ন নেই। যদি না কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকে। সেক্ষেত্রে সেই অভিযোগ বিবেচনা করা হবে। তবে প্রতিবার কাউন্সিলরদের টিকিটের ক্ষেত্রে প্রাথমিকতা দেওয়া হয় এটাই রীতি"।Conclusion:প্রসঙ্গত গত বছর বিজেপির দিল্লি সদর দপ্তরে উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি পৌরসভার কাউন্সিলর হাজির হয়েছিলেন। তারা বিজেপিতে যোগ দেন। কিন্তু মোহভঙ্গ হয়ে অনেকেই ফিরে এসেছেন আবার তাদের পুরনো দল তৃণমূলে। বিজেপিতে যারা গিয়ে ফের তৃণমূলের ফিরে এসেছেন তাদের কি আসন্ন পৌরসভা নির্বাচনে টিকিট বণ্টনের ক্ষেত্রে প্রাথমিকতা দেওয়া হবে। এ প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সেই সিদ্ধান্ত দল নেবে। এটা দলের উপর ছেড়ে দিন কারা টিকিট পাবে, কারা টিকিট পাবে না। তবে হতে পারে তারা টিকিট পেতেও পারে। ৯০% সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে টিকিট দেওয়ার। ১০% নাও হতে পারে"।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.