ETV Bharat / state

Mamata Sends Special Gifts: কথা রাখলেন মমতা ! বড়দিনের আগে টাকির স্কুল পড়ুয়ারা পেল মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার - Students gathered near helipad in Taki

বড়দিনের (Christmas) আগে টাকির স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) । তাঁর পাঠানো উপহার পেয়ে আপ্লুত পড়ুয়ারা ।

Mamata Sends Gift
Mamata Sends Gift
author img

By

Published : Dec 3, 2022, 4:44 PM IST

টাকি, 3 ডিসেম্বর: বড়দিনের (Christmas) আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাঠানো উপহার হাতে পেলেন স্কুল পড়ুয়ারা । টাকি ভবনাথ বয়েজ হাইস্কুলের প্রায় 400 পড়ুয়ার হাতে শনিবার তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পাঠানো চকলেট, কেক, ফুল ও মিষ্টি । স্কুলে ঢোকার আগে এদিন গেটের সামনে দাঁড়িয়ে পড়ুয়াদের হাতে বিশেষ এই উপহার তুলে দেন বসিরহাট জেলার পুলিশ সুপার জবি থমাস কে, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দোপাধ্যায়, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজি-সহ অন‍্যান‍্যরা । মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে খুশি পড়ুয়ারা । প্রশংসা করতেও ভুলছেন না তাঁরা ।

উল্লেখ্য, মঙ্গলবারই উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ এবং টাকি সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দু'দিনের জেলা সফর শেষে টাকি থেকে কলকাতায় ফেরার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কনভয় রওনা হয়েছিল টাকি এরিয়ান ক্লাব সংলগ্ন হেলিপ্যাডের দিকে । হেলিপ্যাডে পৌঁছনোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেন, রাস্তার ধারে অগনিত পড়ুয়া তাঁকে অভিবাদন জানাতে দাঁড়িয়ে রয়েছেন সারিবদ্ধভাবে (Students gathered near helipad in Taki) । এমন দৃশ্য দেখে তৎক্ষণাৎ গাড়ির কনভয় থামিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান । গাড়ি থেকেই পড়ুয়া এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি ।

সেই শুভেচ্ছা বিনিময়ের তিনদিনের মাথাতে পড়ুয়াদের হাতে আসল মুখ্যমন্ত্রীর পাঠানো বিশেষ উপহার । বড়দিনের আগে এই উপহার পেয়ে রীতিমতো আপ্লুত টাকির ভবনাথ বয়েজ হাইস্কুলের কচিকাঁচারা । তারা বলে, "আগে এভাবে কেউ উপহার পাঠায়নি । উনি (মুখ্যমন্ত্রী) পাঠালেন ।" এই বিষয়ে টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী যখন টাকি সফর করছিলেন তখন উনি এই স্কুলে যেতে পারেননি পরীক্ষা চলার কারণে । কিন্তু,উনি কথা দিয়েছিলেন পড়ুয়াদের জন্য কিছু না কিছু উপহার পাঠাবেন । সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী । তাঁর পাঠানো উপহারই এ দিন তুলে দেওয়া হয়েছে ওই স্কুলের পড়ুয়াদের হাতে ।"

আরও পড়ুন: টাকির হেলিপ্যাডে মমতাকে দেখতে জনতার ভিড়, হাত নেড়ে অভিবাদন মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, স্কুল পড়ুয়া হোক কিংবা ছোট ছোট শিশু । এদের প্রতি মুখ্যমন্ত্রী বরাবরই স্নেহশীল। আগেও বিভিন্ন সময়ে স্কুল পড়ুয়াদের আবদার মেটাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । যার ব্যতিক্রম ঘটল না এবারও । টাকির স্কুল পড়ুয়াদের জন্য বড়দিনের বিশেষ উপহার পাঠালেন রাজ্যের প্রশাসনিক প্রধান (CM Mamata Banerjee sends Special gifts) ।

টাকি, 3 ডিসেম্বর: বড়দিনের (Christmas) আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাঠানো উপহার হাতে পেলেন স্কুল পড়ুয়ারা । টাকি ভবনাথ বয়েজ হাইস্কুলের প্রায় 400 পড়ুয়ার হাতে শনিবার তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পাঠানো চকলেট, কেক, ফুল ও মিষ্টি । স্কুলে ঢোকার আগে এদিন গেটের সামনে দাঁড়িয়ে পড়ুয়াদের হাতে বিশেষ এই উপহার তুলে দেন বসিরহাট জেলার পুলিশ সুপার জবি থমাস কে, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দোপাধ্যায়, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজি-সহ অন‍্যান‍্যরা । মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে খুশি পড়ুয়ারা । প্রশংসা করতেও ভুলছেন না তাঁরা ।

উল্লেখ্য, মঙ্গলবারই উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ এবং টাকি সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দু'দিনের জেলা সফর শেষে টাকি থেকে কলকাতায় ফেরার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কনভয় রওনা হয়েছিল টাকি এরিয়ান ক্লাব সংলগ্ন হেলিপ্যাডের দিকে । হেলিপ্যাডে পৌঁছনোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেন, রাস্তার ধারে অগনিত পড়ুয়া তাঁকে অভিবাদন জানাতে দাঁড়িয়ে রয়েছেন সারিবদ্ধভাবে (Students gathered near helipad in Taki) । এমন দৃশ্য দেখে তৎক্ষণাৎ গাড়ির কনভয় থামিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান । গাড়ি থেকেই পড়ুয়া এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি ।

সেই শুভেচ্ছা বিনিময়ের তিনদিনের মাথাতে পড়ুয়াদের হাতে আসল মুখ্যমন্ত্রীর পাঠানো বিশেষ উপহার । বড়দিনের আগে এই উপহার পেয়ে রীতিমতো আপ্লুত টাকির ভবনাথ বয়েজ হাইস্কুলের কচিকাঁচারা । তারা বলে, "আগে এভাবে কেউ উপহার পাঠায়নি । উনি (মুখ্যমন্ত্রী) পাঠালেন ।" এই বিষয়ে টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী যখন টাকি সফর করছিলেন তখন উনি এই স্কুলে যেতে পারেননি পরীক্ষা চলার কারণে । কিন্তু,উনি কথা দিয়েছিলেন পড়ুয়াদের জন্য কিছু না কিছু উপহার পাঠাবেন । সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী । তাঁর পাঠানো উপহারই এ দিন তুলে দেওয়া হয়েছে ওই স্কুলের পড়ুয়াদের হাতে ।"

আরও পড়ুন: টাকির হেলিপ্যাডে মমতাকে দেখতে জনতার ভিড়, হাত নেড়ে অভিবাদন মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, স্কুল পড়ুয়া হোক কিংবা ছোট ছোট শিশু । এদের প্রতি মুখ্যমন্ত্রী বরাবরই স্নেহশীল। আগেও বিভিন্ন সময়ে স্কুল পড়ুয়াদের আবদার মেটাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । যার ব্যতিক্রম ঘটল না এবারও । টাকির স্কুল পড়ুয়াদের জন্য বড়দিনের বিশেষ উপহার পাঠালেন রাজ্যের প্রশাসনিক প্রধান (CM Mamata Banerjee sends Special gifts) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.