ETV Bharat / state

মণীশ শুক্লা খুনে 10 জনের নামে চার্জশিট জমা দিল সিআইডি

author img

By

Published : Jan 1, 2021, 6:38 PM IST

গত 4 অক্টোবর রাতে টিটাগড় থানার কাছে পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা তথা আইনজীবী মণীশ শুক্লা। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে পরের দিন 12 ঘণ্টা ব্যারাকপুর বনধ পালন করা হয়।

CID submits charge sheet in Manish Shukla murder case
মণীশ শুক্লা খুনে ১০ জনের নামে চার্জশিট জমা দিল সিআইডি

ব্যারাকপুর, 1 জানুয়ারি : বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় 10 জনের নামে ব্যারাকপুর আদালতে চার্জশিট জমা দিল সিআইডি। ওই খুনের ঘটনায় সোনু রায়, সুবোধ রায়, মহম্মদ খুররাম, নাসির আলি, সুজিত রায়, রওশন রায়, মহম্মদ গোলাম, পবন রায়, অমর যাদব ও রাজা রায়ের নামে এদিন সিআইডি চার্জশিট জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে 302, 34, 120b, 212, 201, 25/27 (অস্ত্র আইন) ধারায় মামলা রুজু হয়েছে। খুনের ঘটনার 87 দিনের মাথায় সিআইডি চার্জশিট জমা দিল।

গত 4 অক্টোবর রাতে টিটাগড় থানার কাছে পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা তথা আইনজীবী মণীশ শুক্লা। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে পরের দিন 12 ঘণ্টা ব্যারাকপুর বনধ পালন করা হয়। দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় পরের দিনই নিহত নেতার বাড়িতে যান। সেদিন সাংবাদিকদের কৈলাস বলেন, "মণীশ খুনে তৃণমূল ও পুলিশের যোগ রয়েছে। ঘটনায় আমরা সিবিআই তদন্ত চাই।"

যদিও মণীশ খুনের তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তদন্তভার হাতে নেওয়ার 24 ঘণ্টার মধ্যে রাজ্য গোয়েন্দা সংস্থা মহম্মদ খুররম ও গোলাম শেখ নামে দু'জনকে গ্রেপ্তার করে। তারপর ধৃত খুররম ও গোলামকে জেরা করে সুবোধ যাদবকে সিআইডি গ্রেপ্তার করে। পরে আরও কয়েকজনকে সিআইডি গ্রেপ্তার করে। ধৃত সুবোধ ব্যারাকপুরের পৌরপ্রশাসক উত্তম দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে মণীশ খুনে তৃণমূলের যোগ নিয়ে সুর চড়ায় বিজেপি। সঙ্গে খুনিদের সঙ্গে টিটাগড়ের পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরির যোগসাজশের অভিযোগ ওঠে।

আরও পড়ুন: দাদার হাত ধরে বিজেপিতে সৌমেন্দু

এফআইআরে নাম থাকলেও মণীশ খুনের চার্জশিটে দুই পৌরপ্রশাসক উত্তম দাস ও প্রশান্ত চৌধুরির নাম সিআইডির চার্জশিটে নেই। এদিন বিকেলে ব্যারাকপুর আদালতে সিআইডির তদন্তকারী আধিকারিকরা চার্জশিট জমা দিয়েছেন।

ব্যারাকপুর, 1 জানুয়ারি : বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় 10 জনের নামে ব্যারাকপুর আদালতে চার্জশিট জমা দিল সিআইডি। ওই খুনের ঘটনায় সোনু রায়, সুবোধ রায়, মহম্মদ খুররাম, নাসির আলি, সুজিত রায়, রওশন রায়, মহম্মদ গোলাম, পবন রায়, অমর যাদব ও রাজা রায়ের নামে এদিন সিআইডি চার্জশিট জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে 302, 34, 120b, 212, 201, 25/27 (অস্ত্র আইন) ধারায় মামলা রুজু হয়েছে। খুনের ঘটনার 87 দিনের মাথায় সিআইডি চার্জশিট জমা দিল।

গত 4 অক্টোবর রাতে টিটাগড় থানার কাছে পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা তথা আইনজীবী মণীশ শুক্লা। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে পরের দিন 12 ঘণ্টা ব্যারাকপুর বনধ পালন করা হয়। দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় পরের দিনই নিহত নেতার বাড়িতে যান। সেদিন সাংবাদিকদের কৈলাস বলেন, "মণীশ খুনে তৃণমূল ও পুলিশের যোগ রয়েছে। ঘটনায় আমরা সিবিআই তদন্ত চাই।"

যদিও মণীশ খুনের তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তদন্তভার হাতে নেওয়ার 24 ঘণ্টার মধ্যে রাজ্য গোয়েন্দা সংস্থা মহম্মদ খুররম ও গোলাম শেখ নামে দু'জনকে গ্রেপ্তার করে। তারপর ধৃত খুররম ও গোলামকে জেরা করে সুবোধ যাদবকে সিআইডি গ্রেপ্তার করে। পরে আরও কয়েকজনকে সিআইডি গ্রেপ্তার করে। ধৃত সুবোধ ব্যারাকপুরের পৌরপ্রশাসক উত্তম দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে মণীশ খুনে তৃণমূলের যোগ নিয়ে সুর চড়ায় বিজেপি। সঙ্গে খুনিদের সঙ্গে টিটাগড়ের পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরির যোগসাজশের অভিযোগ ওঠে।

আরও পড়ুন: দাদার হাত ধরে বিজেপিতে সৌমেন্দু

এফআইআরে নাম থাকলেও মণীশ খুনের চার্জশিটে দুই পৌরপ্রশাসক উত্তম দাস ও প্রশান্ত চৌধুরির নাম সিআইডির চার্জশিটে নেই। এদিন বিকেলে ব্যারাকপুর আদালতে সিআইডির তদন্তকারী আধিকারিকরা চার্জশিট জমা দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.