ETV Bharat / state

Child Dead Body Found At Deganga: দেগঙ্গায় পুকুর থেকে শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

author img

By

Published : Mar 21, 2022, 4:12 PM IST

Updated : Mar 21, 2022, 4:27 PM IST

পুকুর থেকে সাত বছরের শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হল উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Child Dead Body Found At Deganga) ৷ মৃত শিশুর নাম রাকেশ কাহার । দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

Child Dead Body Found At Deganga
দেগঙ্গায় পুকুর থেকে শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

দেগঙ্গা, 21 মার্চ: নিখোঁজ হওয়ার ১৩ দিনের মাথায় সাত বছরের শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হল স্থানীয় একটি পুকুর থেকে (Child Dead Body Found At Deganga) । মৃত শিশুর নাম রাকেশ কাহার । ঘটনাকে ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় । খবর পেয়ে পুলিশ দেহ তুলে নিয়ে যেতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় । দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা । পরে কোনওরকমে সেখান থেকে মৃতদেহ নিয়ে যেতে সমর্থ হন পুলিশকর্মীরা । পরিবারের অভিযোগ, এই শিশুকে নৃশংসভাবে খুন করার পর বস্তাবন্দি দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে । এই খুনের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক হারান পাড়ুই ও তাঁর ছেলে প্রীতম পাড়ুই । মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ হারান পাড়ুই ও তাঁর ছেলে প্রীতমকে গ্রেফতার করেছে ।

৮ মার্চ স্কুলে যাওয়ার পর থেকে আর কোনও খোঁজ মেলেনি সাত বছরের এই শিশুর । পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও শিশুর কোনও সন্ধান না মেলায় শেষে পুলিশের দ্বারস্থ হন তাঁরা । নিখোঁজ ডায়েরিও করা হয় দেগঙ্গা থানায় । তারই মধ্যে এদিন সকালে দেগঙ্গার বেড়াচাঁপা চন্দ্রকেতুগড় এলাকার একটি পুকুরের ধারে বস্তা থেকে পা বেরিয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় কয়েকজনের । এগিয়ে যেতেই লক্ষ্য করেন বস্তার ভিতরে রয়েছে নিখোঁজ শিশুর নিথর দেহ । সেই খবর কানে পৌঁছতেই ঘটনাস্থলে যান শিশুর পরিবার । স্কুলড্রেস দেখে শনাক্ত করা হয় দেহটি ।

দেগঙ্গায় পুকুর থেকে শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

আরও পড়ুন: অশোকনগরের বাড়িতে ফিরল কেরালায় মাটি চাপা পড়ে মৃত 3 শ্রমিকের দেহ

মৃত শিশুর বাবা স্বপন কাহার বলেন, "প্রতিবেশী শিক্ষক হারান পাড়ুইয়ের কাছ থেকে জমি কিনব বলে আড়াই লাখ টাকা দিয়েছিলাম তাঁকে। কিন্তু, তিনি কিছুতেই জমি হস্তান্তর করছিলেন না । পরে,জানতে পারি আমাকে জমি দেওয়ার বদলে অন্য একজনকে সেই জমি বিক্রি করে দিয়েছে ।অথচ জমি বাবদ টাকাও সে ফিরিয়ে দিচ্ছিল না । উল্টে প্রায়শই হুমকি দিচ্ছিল আমাকে । আমার ছেলেকে তো আর ফিরে পাব না । কিন্তু খুনিদের যেন কঠোর শাস্তি হয় সেটাই আবেদন পুলিশের কাছে ।" জমিজমা সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে তা খতিয়ে দেখছে পুলিশ ।

দেগঙ্গা, 21 মার্চ: নিখোঁজ হওয়ার ১৩ দিনের মাথায় সাত বছরের শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হল স্থানীয় একটি পুকুর থেকে (Child Dead Body Found At Deganga) । মৃত শিশুর নাম রাকেশ কাহার । ঘটনাকে ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় । খবর পেয়ে পুলিশ দেহ তুলে নিয়ে যেতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় । দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা । পরে কোনওরকমে সেখান থেকে মৃতদেহ নিয়ে যেতে সমর্থ হন পুলিশকর্মীরা । পরিবারের অভিযোগ, এই শিশুকে নৃশংসভাবে খুন করার পর বস্তাবন্দি দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে । এই খুনের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক হারান পাড়ুই ও তাঁর ছেলে প্রীতম পাড়ুই । মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ হারান পাড়ুই ও তাঁর ছেলে প্রীতমকে গ্রেফতার করেছে ।

৮ মার্চ স্কুলে যাওয়ার পর থেকে আর কোনও খোঁজ মেলেনি সাত বছরের এই শিশুর । পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও শিশুর কোনও সন্ধান না মেলায় শেষে পুলিশের দ্বারস্থ হন তাঁরা । নিখোঁজ ডায়েরিও করা হয় দেগঙ্গা থানায় । তারই মধ্যে এদিন সকালে দেগঙ্গার বেড়াচাঁপা চন্দ্রকেতুগড় এলাকার একটি পুকুরের ধারে বস্তা থেকে পা বেরিয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় কয়েকজনের । এগিয়ে যেতেই লক্ষ্য করেন বস্তার ভিতরে রয়েছে নিখোঁজ শিশুর নিথর দেহ । সেই খবর কানে পৌঁছতেই ঘটনাস্থলে যান শিশুর পরিবার । স্কুলড্রেস দেখে শনাক্ত করা হয় দেহটি ।

দেগঙ্গায় পুকুর থেকে শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

আরও পড়ুন: অশোকনগরের বাড়িতে ফিরল কেরালায় মাটি চাপা পড়ে মৃত 3 শ্রমিকের দেহ

মৃত শিশুর বাবা স্বপন কাহার বলেন, "প্রতিবেশী শিক্ষক হারান পাড়ুইয়ের কাছ থেকে জমি কিনব বলে আড়াই লাখ টাকা দিয়েছিলাম তাঁকে। কিন্তু, তিনি কিছুতেই জমি হস্তান্তর করছিলেন না । পরে,জানতে পারি আমাকে জমি দেওয়ার বদলে অন্য একজনকে সেই জমি বিক্রি করে দিয়েছে ।অথচ জমি বাবদ টাকাও সে ফিরিয়ে দিচ্ছিল না । উল্টে প্রায়শই হুমকি দিচ্ছিল আমাকে । আমার ছেলেকে তো আর ফিরে পাব না । কিন্তু খুনিদের যেন কঠোর শাস্তি হয় সেটাই আবেদন পুলিশের কাছে ।" জমিজমা সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে তা খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Mar 21, 2022, 4:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.