ETV Bharat / state

সীমান্তের তিনটি গেট ভেঙে বাংলাদেশে ঢুকে গেল ভারতীয় গাড়ি, তার পর... - India Bangladesh Border

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

India-Bangladesh Border: বসিরহাটের সীমান্তে তিনটি গেট ভেঙে বাংলাদেশে ঢুকে গেল ভারতীয় গাড়ি ৷ গাড়ি-সহ বিজিবির হাতে ধৃত চালক ও খালাসি ৷ রাতেই জিরো পয়েন্টে বৈঠক করে বিজিবি ও বিএসএফ ।

India Bangladesh Border
ভারত বাংলাদেশ সীমান্তে দুর্ঘটনা (নিজস্ব ছবি)

কলকাতা, 28 সেপ্টেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি গেট ভেঙে ঢুকে গেল গাড়ি । ঘটনায় আটক 2 জন ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে 12টা নাগাদ উত্তর 24 পরগনার জেলার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে । শুধু ভারতীয় সীমান্তের তিনটি গেটেই নয়, প্রতিপক্ষ বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির কয়েকটি গেটও ভেঙে সেদেশে প্রবেশ করে গাড়িটি বলে অভিযোগ । ভারত ও বাংলাদেশ মিলিয়ে দুই সীমান্তের কয়েকটি গেট ভাঙার পর সেদেশেই গাড়ি-সহ বিজিবির হাতে ধৃত চালক ও খালাসি । এরপর রাতেই জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ ফ্লাগ মিটিং করে । পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ।

বিএসএফ সূত্রের খবর, বাংলাদেশে বিজেবি'র হাতে ধৃত গাড়ির চালক ও খালাসি মত্ত অবস্থায় ছিলেন । গাড়িটি খালি ছিল । তাঁদের থেকে বিশেষ কোনও অবৈধ সামগ্রী এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি । তবে ধৃত দুই ভারতীয়র নাম প্রকাশ সরকার ও দিল মোস্তফা । এদের বাড়ি নিউটাউন থানার গৌরাঙ্গনগরে । তাঁরা গভীর রাতে বিএসএফের নজর এড়িয়ে কীভাবে ঢুকে পড়ল, এই ঘটনায় সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল । তবে দুই ভারতীয় নাগরিক বিএসএফের হাতে তুলে দেওয়া হবে না বাংলাদেশের আইন মাফিক তাদের বিচার প্রক্রিয়া চলবে, সেটা সময় বলবে ।

দক্ষিণবঙ্গ বিএসএফের জনসংযোগ আধিকারিক ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, "চালক ও খালাসি মদ্যপ অবস্থায় ছিলেন । দু'জনকেই ইতিমধ্যে বিজিবি আটক করেছে । আমরা বিজিবির সঙ্গে বৈঠক করেছি । আমাদের গেট ভাঙার পাশাপাশি তাদেরও গেট ভেঙেছে । তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন । তবে আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি । নতুন কিছু হলে জানানো হবে ।"

কলকাতা, 28 সেপ্টেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি গেট ভেঙে ঢুকে গেল গাড়ি । ঘটনায় আটক 2 জন ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে 12টা নাগাদ উত্তর 24 পরগনার জেলার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে । শুধু ভারতীয় সীমান্তের তিনটি গেটেই নয়, প্রতিপক্ষ বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির কয়েকটি গেটও ভেঙে সেদেশে প্রবেশ করে গাড়িটি বলে অভিযোগ । ভারত ও বাংলাদেশ মিলিয়ে দুই সীমান্তের কয়েকটি গেট ভাঙার পর সেদেশেই গাড়ি-সহ বিজিবির হাতে ধৃত চালক ও খালাসি । এরপর রাতেই জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ ফ্লাগ মিটিং করে । পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ।

বিএসএফ সূত্রের খবর, বাংলাদেশে বিজেবি'র হাতে ধৃত গাড়ির চালক ও খালাসি মত্ত অবস্থায় ছিলেন । গাড়িটি খালি ছিল । তাঁদের থেকে বিশেষ কোনও অবৈধ সামগ্রী এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি । তবে ধৃত দুই ভারতীয়র নাম প্রকাশ সরকার ও দিল মোস্তফা । এদের বাড়ি নিউটাউন থানার গৌরাঙ্গনগরে । তাঁরা গভীর রাতে বিএসএফের নজর এড়িয়ে কীভাবে ঢুকে পড়ল, এই ঘটনায় সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল । তবে দুই ভারতীয় নাগরিক বিএসএফের হাতে তুলে দেওয়া হবে না বাংলাদেশের আইন মাফিক তাদের বিচার প্রক্রিয়া চলবে, সেটা সময় বলবে ।

দক্ষিণবঙ্গ বিএসএফের জনসংযোগ আধিকারিক ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, "চালক ও খালাসি মদ্যপ অবস্থায় ছিলেন । দু'জনকেই ইতিমধ্যে বিজিবি আটক করেছে । আমরা বিজিবির সঙ্গে বৈঠক করেছি । আমাদের গেট ভাঙার পাশাপাশি তাদেরও গেট ভেঙেছে । তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন । তবে আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি । নতুন কিছু হলে জানানো হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.