ETV Bharat / state

প্রাক্তন IAS অফিসারকে প্রতারণার অভিযোগে ধৃত 1 - police station

প্রাক্তন IAS অফিসারকে প্রতারণা । ATM পিন জেনে চুরি 50 হাজার । গ্রেপ্তার এক ।

ধৃত ব্যক্তি
author img

By

Published : May 22, 2019, 6:08 PM IST

বিধাননগর, 22 মে : প্রাক্তন IAS অফিসারকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে । ধৃত গুজরাতের বাসিন্দা কিরিতকুমার ত্রিভুবন দাস । তাকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল গ্রেপ্তার করে । আজ কিরিতকে বিধাননগর আদালতে তোলা হয় । একাধিক ধারার মামলা রুজু করা হয়েছে ।

পুলিশ জানিয়েছে, কিরিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন করে ওই প্রাক্তন IAS অফিসারকে । বলে, আপনার ATM বন্ধ হয়ে গেছে । এরপরই তাঁর কাছ থেকে ATM-এর পিন নম্বর, পাসওয়ার্ড ও ATM-এর নম্বর জানতে চায় । প্রাক্তন IAS সেই সব তথ্য দিয়ে দেওয়ার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে 50 হাজার টাকা তুলে নেয় কিরিত । গত বছর নভেম্বর মাসে পুলিশে অভিযোগ দায়ের করেন প্রাক্তন IAS অফিসার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত গুজরাতের বাসিন্দা । পুলিশের জেরায় দোষ স্বীকার করে অভিযুক্ত । পুলিশের অনুমান শুধু কিরিত নয়, একটা চক্র কাজ করছে এর পিছনে । চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

বিধাননগর, 22 মে : প্রাক্তন IAS অফিসারকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে । ধৃত গুজরাতের বাসিন্দা কিরিতকুমার ত্রিভুবন দাস । তাকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল গ্রেপ্তার করে । আজ কিরিতকে বিধাননগর আদালতে তোলা হয় । একাধিক ধারার মামলা রুজু করা হয়েছে ।

পুলিশ জানিয়েছে, কিরিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন করে ওই প্রাক্তন IAS অফিসারকে । বলে, আপনার ATM বন্ধ হয়ে গেছে । এরপরই তাঁর কাছ থেকে ATM-এর পিন নম্বর, পাসওয়ার্ড ও ATM-এর নম্বর জানতে চায় । প্রাক্তন IAS সেই সব তথ্য দিয়ে দেওয়ার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে 50 হাজার টাকা তুলে নেয় কিরিত । গত বছর নভেম্বর মাসে পুলিশে অভিযোগ দায়ের করেন প্রাক্তন IAS অফিসার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত গুজরাতের বাসিন্দা । পুলিশের জেরায় দোষ স্বীকার করে অভিযুক্ত । পুলিশের অনুমান শুধু কিরিত নয়, একটা চক্র কাজ করছে এর পিছনে । চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.