ETV Bharat / state

NRC : বারাসতে অবরোধ ফরওয়ার্ড ব্লকের, পথচারীকে হুমকি - chanpadali more

NRC ইশুতে ফরওয়ার্ড ব্লকের অবরোধ ঘিরে উত্তেজনা ছড়াল বারাসত যশোর রোডের চাঁপাডালি সংলগ্ন এলাকায় । অবরোধ চলাকালীন পথচারীদের সঙ্গে বচসা বাধে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের । এমনকি হুমকি দেওয়ার‌ অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে । উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ‍্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, দলের জেলা সভাপতি হরিপদ বিশ্বাস । পরে অবশ্য পথচারীদের সঙ্ঘবদ্ধ চাপের কাছে নতিস্বীকার করে অবরোধ তুলতে বাধ্য হন ফরওয়ার্ড ব্লকের নেতা-কর্মীরা ।

rally
author img

By

Published : Aug 31, 2019, 10:02 PM IST

বারাসত, 31 অগাস্ট : NRC ইশুতে ফরওয়ার্ড ব্লকের অবরোধ ঘিরে উত্তেজনা ছড়াল বারাসত যশোর রোডের চাঁপাডালি মোড় সংলগ্ন এলাকায় । অবরোধ চলাকালীন পথচারীদের সঙ্গে বচসা বাধে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের । এমন কী হুমকি দেওয়ার‌ অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে । উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ‍্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, দলের জেলা সভাপতি হরিপদ বিশ্বাস । পরে অবশ্য পথচারীদের সংঘবদ্ধ চাপের কাছে নতিস্বীকার করে অবরোধ তুলতে বাধ্য হন ফরওয়ার্ড ব্লকের নেতা-কর্মীরা ।

আজ জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে অসমের প্রায় 19 লাখ মানুষের নাম । এর প্রতিবাদে আজ বিকেলে বারাসতের চাঁপাডালি মোড়ে অবরোধ করে নাগরিকত্ব সুরক্ষা মঞ্চ । নাগরিকত্ব সুরক্ষা মঞ্চের ব্যানারে এই অবরোধ হলেও, পুরোভাগে ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মীরা । দলের রাজ‍্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, জেলা সভাপতি হরিপদ বিশ্বাস, জেলা সম্পাদক ও বারাসত পৌরসভার কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায়কে এই অবরোধে নেতৃত্ব দিতে দেখা যায় । সদাব্যস্ত যশোর রোডে আচমকা এই অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল । আটকে পড়েন স্কুল পড়ুয়া থেকে অফিস ফেরত যাত্রী প্রত্যেকেই । এমন কী অবরোধের জেরে এক মুমূর্ষু রোগী‌কেও আটকে থাকতে দেখা যায় টোটোর মধ্যে ।

fd
দেখুন ছবি

প্রায় আধ ঘণ্টা যান চলাচল স্তব্ধ থাকার পর ধৈর্য হারান পথচারীরা । তাঁরা জোটবদ্ধ হয়ে এর বিরোধিতা করতে শুরু করেন । অবরোধকারীদের সঙ্গে বচসা বাধে । সেই সময় সুব্রত দেবনাথ নামে এক পথচারীকে আঙুল উঁচিয়ে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । তাতে অবস্থার আরও অবনতি ঘটে । কিছুক্ষণ বাকবিতণ্ডা চলার পর পথচারীদের সংঘবদ্ধ চাপের কাছে নতিস্বীকার করে অবরোধ তুলে নিতে বাধ‍্য হন ফরওয়ার্ড ব্লক নেতা, কর্মীরা ।

সুব্রত দেবনাথ নামে ওই পথচারী বলেন, "ছেলেকে পড়াতে নিয়ে যাচ্ছিলাম । এখানে এসে দেখি রাস্তাতে অবরোধ চলছে । রাস্তাতে বেশ কিছুক্ষণ আটকেও থাকি । সবচেয়ে খারাপ লাগছিল টোটোর মধ্যে এক মুমূর্ষু রোগী আটকে থাকায় ।" সুব্রতবাবুর অভিযোগ, ওই রোগীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতেই বচসা শুরু করে অবরোধকারীরা । তিনি বলেন, "আমি কেন এই অনুরোধ করেছি, এই কারণ দেখিয়ে ফরওয়ার্ড ব্লকের একজন আমার দিকে এসে আঙুল উঁচিয়ে কথা বলতে শুরু করে । আমাকে হুমকিও দেয় ।" সুব্রতবাবুর বক্তব্য, "প্রতিবাদ বা আন্দোলন করার অনেক রাস্তা আছে । সাধারণ মানুষের অসুবিধা করে আন্দোলন করার কোনও যুক্তি আছে বলে আমার মনে হয় না । রাজনৈতিক দলগুলির এবিষয়ে ভাবনার সময় এসেছে ।"

দেখুন ভিডিয়ো

যদিও হুমকি বা আঙুল উঁচিয়ে কথা বলার অভিযোগ মানতে নারাজ ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক তথা কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায় । তিনি বলেন, "অবরোধ চলাকালীন দলীয় নেতারা বক্তব্য রাখায় মাইকের আওয়াজে আমরা কিছু বুঝতে পারিনি । বোঝা সম্ভব হয়নি যে একজন রোগী আটকে রয়েছেন । বোঝার পর‌ আমরাই রোগীকে যাওয়ার রাস্তা করে দিয়েছি । বচসা বা হুমকির অভিযোগ একেবারে ঠিক নয় ।"

বারাসত, 31 অগাস্ট : NRC ইশুতে ফরওয়ার্ড ব্লকের অবরোধ ঘিরে উত্তেজনা ছড়াল বারাসত যশোর রোডের চাঁপাডালি মোড় সংলগ্ন এলাকায় । অবরোধ চলাকালীন পথচারীদের সঙ্গে বচসা বাধে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের । এমন কী হুমকি দেওয়ার‌ অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে । উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ‍্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, দলের জেলা সভাপতি হরিপদ বিশ্বাস । পরে অবশ্য পথচারীদের সংঘবদ্ধ চাপের কাছে নতিস্বীকার করে অবরোধ তুলতে বাধ্য হন ফরওয়ার্ড ব্লকের নেতা-কর্মীরা ।

আজ জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে অসমের প্রায় 19 লাখ মানুষের নাম । এর প্রতিবাদে আজ বিকেলে বারাসতের চাঁপাডালি মোড়ে অবরোধ করে নাগরিকত্ব সুরক্ষা মঞ্চ । নাগরিকত্ব সুরক্ষা মঞ্চের ব্যানারে এই অবরোধ হলেও, পুরোভাগে ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মীরা । দলের রাজ‍্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, জেলা সভাপতি হরিপদ বিশ্বাস, জেলা সম্পাদক ও বারাসত পৌরসভার কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায়কে এই অবরোধে নেতৃত্ব দিতে দেখা যায় । সদাব্যস্ত যশোর রোডে আচমকা এই অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল । আটকে পড়েন স্কুল পড়ুয়া থেকে অফিস ফেরত যাত্রী প্রত্যেকেই । এমন কী অবরোধের জেরে এক মুমূর্ষু রোগী‌কেও আটকে থাকতে দেখা যায় টোটোর মধ্যে ।

fd
দেখুন ছবি

প্রায় আধ ঘণ্টা যান চলাচল স্তব্ধ থাকার পর ধৈর্য হারান পথচারীরা । তাঁরা জোটবদ্ধ হয়ে এর বিরোধিতা করতে শুরু করেন । অবরোধকারীদের সঙ্গে বচসা বাধে । সেই সময় সুব্রত দেবনাথ নামে এক পথচারীকে আঙুল উঁচিয়ে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । তাতে অবস্থার আরও অবনতি ঘটে । কিছুক্ষণ বাকবিতণ্ডা চলার পর পথচারীদের সংঘবদ্ধ চাপের কাছে নতিস্বীকার করে অবরোধ তুলে নিতে বাধ‍্য হন ফরওয়ার্ড ব্লক নেতা, কর্মীরা ।

সুব্রত দেবনাথ নামে ওই পথচারী বলেন, "ছেলেকে পড়াতে নিয়ে যাচ্ছিলাম । এখানে এসে দেখি রাস্তাতে অবরোধ চলছে । রাস্তাতে বেশ কিছুক্ষণ আটকেও থাকি । সবচেয়ে খারাপ লাগছিল টোটোর মধ্যে এক মুমূর্ষু রোগী আটকে থাকায় ।" সুব্রতবাবুর অভিযোগ, ওই রোগীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতেই বচসা শুরু করে অবরোধকারীরা । তিনি বলেন, "আমি কেন এই অনুরোধ করেছি, এই কারণ দেখিয়ে ফরওয়ার্ড ব্লকের একজন আমার দিকে এসে আঙুল উঁচিয়ে কথা বলতে শুরু করে । আমাকে হুমকিও দেয় ।" সুব্রতবাবুর বক্তব্য, "প্রতিবাদ বা আন্দোলন করার অনেক রাস্তা আছে । সাধারণ মানুষের অসুবিধা করে আন্দোলন করার কোনও যুক্তি আছে বলে আমার মনে হয় না । রাজনৈতিক দলগুলির এবিষয়ে ভাবনার সময় এসেছে ।"

দেখুন ভিডিয়ো

যদিও হুমকি বা আঙুল উঁচিয়ে কথা বলার অভিযোগ মানতে নারাজ ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক তথা কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায় । তিনি বলেন, "অবরোধ চলাকালীন দলীয় নেতারা বক্তব্য রাখায় মাইকের আওয়াজে আমরা কিছু বুঝতে পারিনি । বোঝা সম্ভব হয়নি যে একজন রোগী আটকে রয়েছেন । বোঝার পর‌ আমরাই রোগীকে যাওয়ার রাস্তা করে দিয়েছি । বচসা বা হুমকির অভিযোগ একেবারে ঠিক নয় ।"

Intro:এন আর সি ইস‍্যুতে ফরওয়ার্ড ব্লকের অবরোধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল বারাসত যশোর রোডের চাঁপাডালি সংলগ্ন এলাকায়। অবরোধ চলাকালীন বচসা, এমনকি হুমকি দেওয়ার‌ও অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মীদের বিরুদ্ধে।পরে, পথচারীদের সঙ্ঘবদ্ধ চাপের কাছে পিছু হটতে বাধ্য হন অবরোধকারীরা।Body:রাজু বিশ্বাস,বারাসত:-এন‌আরসি ইস‍্যুতে ফরওয়ার্ড ব্লকের অবরোধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল বারাসত যশোর রোডের চাঁপাডালি সংলগ্ন এলাকায়।অবরোধ চলাকালীন পথচারীদের সঙ্গে বচসা,এমনকি হুমকি দেওয়ার‌ও অভিযোগ উঠল।আর সবটাই চলল ফরওয়ার্ড ব্লকের রাজ‍্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়,দলের জেলা সভাপতি হরিপদ বিশ্বাসের সামনেই!পরে, পথচারীদের সঙ্ঘবদ্ধ চাপের কাছে নতিস্বীকার করে অবরোধ তুলতে বাধ্য হলেন ফরওয়ার্ড ব্লকের নেতাকর্মীরা।অসমের চূড়ান্ত নাগরিক পঞ্জি থেকে প্রায় ২০ লাখ মানুষের নাম বাদ পড়েছে আজ।যা নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হচ্ছে সেখানকার মানুষদের।এই ইস‍্যুতে আজ বিকালে বারাসত যশোর রোডের চাঁপাডালি মোড়ে অবরোধ করে নাগরিকত্ব সুরক্ষা মঞ্চ।এই মঞ্চের ব‍্যানারে অবরোধ হলেও পুরোভাগে ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মীরা।খোদ দলের রাজ‍্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়,জেলা সভাপতি হরিপদ বিশ্বাস,জেলা সম্পাদক ও বারাসত পৌরসভার কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায়কে নেতৃত্ব দিতে দেখা যায়! আচমকাই অবরোধের জেরে যশোর রোডে যানচলাচল স্তব্ধ হয়ে যায়।আটকে পড়েন স্কুল পড়ুয়া থেকে অফিস ফেরত যাত্রীরা। অবরোধের মুখে পড়ে এক মুমূর্ষু রোগী‌কেও আটকে থাকতে দেখা যায় টোটোর মধ্যে!প্রায় আধ ঘন্টা আটকে থাকার পর ধৈর্য্য হারান পথচারীরা! তাঁরা জোটবদ্ধ হয়ে এর বিরোধিতা করতে শুরু করেন!ফলে,বচসা বাঁধে অবরোধকারীদের সঙ্গে। সেই সময় সুব্রত দেবনাথ নামে এক পথচারীকে আঙ্গুল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে! তাতে আরও ঘৃতাহুতি হয়! এরপর, পথচারীদের সঙ্ঘবদ্ধ চাপের কাছে নতিস্বীকার করে অবরোধ তুলে নিতে বাধ‍্য হন ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মীরা! সুব্রত দেবনাথ নামে ওই পথচারী বলেন,"ছেলেকে পড়াতে নিয়ে যাচ্ছিলাম! এখানে এসে দেখি অবরোধ চলছে!রাস্তাতেই বেশ কিছুক্ষন আটকে থাকি। সবচেয়ে খারাপ লাগছিল টোটোর মধ্যে এক মুমূর্ষু রোগী আটকে থাকায়"।এরপর,ওই রোগীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতেই বচসা শুরু করল অবরোধকারীরা। তাঁর অভিযোগ,"আমি কেন অনুরোধ করছি,এই কারনে ফরওয়ার্ড ব্লকের একজন আমার দিকে এসে আঙুল উঁচিয়ে কথা বলতে শুরু করে। আমাকে হুমকিও দেয় সে"। সুব্রত বাবু বলেন,"প্রতিবাদ বা আন্দোলন করার অনেক রাস্তা আছে। সাধারন মানুষের অসুবিধে করে আন্দোলন করার কোনও যৌক্তিকতা আছে বলে মনে হয়না। রাজনৈতিক দলগুলোর এবিষয়ে ভাবনার সময় এসেছে"। যদিও, হুমকি ও আঙ্গুল উঁচিয়ে কথা বলার অভিযোগ মানতে রাজি হননি ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি বলেন,"অবরোধ চলাকালীন মাইক বাজায় আমরা বুঝতে পারেনি ওই রোগী আটকে ছিল।পরে, বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে রাস্তা করে দেওয়া হয়"।ওই ভদ্রলোকের ব‍্যবহার‌ই ঠিক ছিলনা পাল্টা অভিযোগ করেছেন ফর‌ওয়ার্ড ব্লকের ওই নেতা।Conclusion:যদিও, আঙুল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও বারাসত পৌরসভার কাউন্সিলর সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি বলেন,"অবরোধ চলাকালীন দলীয় নেতারা বক্তব্য রাখায় মাইকের সাউন্ডে বোঝা সম্ভব হয়নি,এক রোগী আটকে রয়েছে।বোঝার পর‌ই আমরাই রোগীকে যাওয়ার রাস্তা করে দিয়েছি।এর মধ্যে বচসা,হুমকির অভিযোগ একেবারে ঠিক নয়"।ওই ভদ্রলোকের ব‍্যবহার ঠিক ছিলনা বলেও পাল্টা অভিযোগ করেছেন ফরওয়ার্ড ব্লকের ওই নেতা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.