ETV Bharat / state

Road Accident in Hingalganj : হিঙ্গলগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু, আহত 3

author img

By

Published : Apr 3, 2022, 3:54 PM IST

নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীকে ধাক্কা বালি বোঝাই ট্রাকের ৷ হিঙ্গলগঞ্জের ঘটনায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু ব্যবসায়ী রফিকুল মণ্ডলের (Businessman Die in Road Accident in Hingalganj) ৷ আর 3 জন এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৷

Businessman Die in Road Accident in Hingalganj
Businessman Die in Road Accident in Hingalganj

হিঙ্গলগঞ্জ, 3 এপ্রিল : বালি বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব‍্যবসায়ীর (Businessman Die in Road Accident in Hingalganj) ৷ মৃতের নাম রফিকুল মণ্ডল (33) ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও 3 পথচারী ৷ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনাকে ঘিরে রবিবার ব‍্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকায় ৷ দুর্ঘটনার পরই বেগতিক বুঝে চালক ও খালাসি ট্রাকটি ফেলে পালিয়ে যান ৷

হাসনাবাদ থেকে বালি বোঝাই করে এদিন সকালে একটি ট্রাক হিঙ্গলগঞ্জের দিকে যাচ্ছিল ৷ হাসনাবাদ-লেবুখালি রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ তখনই বালি বোঝাই ট্রাকটি প্রথমে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ব‍্যবসায়ীকে ৷ এর পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি একে একে আরও তিন পথচারীকে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রফিকুল মণ্ডল নামে ওই ব্যবসায়ী ৷ গুরুতর জখম হন তিন পথচারীও ৷

প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটির গতি এতটাই ছিল যে সামনের দু‘টি চাকা ও তার এক্সেল বাইরে বেরিয়ে এসেছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটির উইন্ডস্ক্রিনও ৷ গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের ৷ পরিস্থিতি বেগতিক বুঝে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ফেলে সেখান থেকে চালক ও খালাসি পালিয়ে যান বলে অভিযোগ ৷ দুর্ঘটনার জেরে হাসনাবাদ-লেবুখালি রোডের বোলতলা এলাকায় যানচলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় ৷ পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয় ৷ সেইসঙ্গে আহত তিন পথচারীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে ৷ সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে আহতদের ৷

হিঙ্গলগঞ্জে পথ দুর্ঘটনা, স্থানীয়দের বিক্ষোভ

আরও পড়ুন : Jharkhand Road Accident : ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মেদিনীপুরের দুই ভাইয়ের মৃত্যু

এই বিষয়ে অলোক মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা জানান, রফিকুল এদিন তাঁর মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলেন ৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই গাড়িটি সজোরে এসে ধাক্কা মারে তাঁকে ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ৷

হিঙ্গলগঞ্জ, 3 এপ্রিল : বালি বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব‍্যবসায়ীর (Businessman Die in Road Accident in Hingalganj) ৷ মৃতের নাম রফিকুল মণ্ডল (33) ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও 3 পথচারী ৷ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনাকে ঘিরে রবিবার ব‍্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকায় ৷ দুর্ঘটনার পরই বেগতিক বুঝে চালক ও খালাসি ট্রাকটি ফেলে পালিয়ে যান ৷

হাসনাবাদ থেকে বালি বোঝাই করে এদিন সকালে একটি ট্রাক হিঙ্গলগঞ্জের দিকে যাচ্ছিল ৷ হাসনাবাদ-লেবুখালি রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ তখনই বালি বোঝাই ট্রাকটি প্রথমে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ব‍্যবসায়ীকে ৷ এর পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি একে একে আরও তিন পথচারীকে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রফিকুল মণ্ডল নামে ওই ব্যবসায়ী ৷ গুরুতর জখম হন তিন পথচারীও ৷

প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটির গতি এতটাই ছিল যে সামনের দু‘টি চাকা ও তার এক্সেল বাইরে বেরিয়ে এসেছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটির উইন্ডস্ক্রিনও ৷ গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের ৷ পরিস্থিতি বেগতিক বুঝে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ফেলে সেখান থেকে চালক ও খালাসি পালিয়ে যান বলে অভিযোগ ৷ দুর্ঘটনার জেরে হাসনাবাদ-লেবুখালি রোডের বোলতলা এলাকায় যানচলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় ৷ পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয় ৷ সেইসঙ্গে আহত তিন পথচারীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে ৷ সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে আহতদের ৷

হিঙ্গলগঞ্জে পথ দুর্ঘটনা, স্থানীয়দের বিক্ষোভ

আরও পড়ুন : Jharkhand Road Accident : ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মেদিনীপুরের দুই ভাইয়ের মৃত্যু

এই বিষয়ে অলোক মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা জানান, রফিকুল এদিন তাঁর মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলেন ৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই গাড়িটি সজোরে এসে ধাক্কা মারে তাঁকে ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.