বারাসত, 2 মার্চ : নাগরিকত্ব সংশোধিত আইন 2019, ভারতের অভ্যন্তরীণ বিষয় । এতে নাক গলাবে না ব্রিটেন । আজ দুপুরে বারাসতের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে "ওম্যান অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন"- শীর্ষক আলোচনায় যোগ দিতে এসে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করলেন কলকাতায় নিযুক্ত ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার নিক লো । সম্প্রতি ভারত সফরে এসে CAA নিয়ে একই মন্তব্য করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এবার নাগরিকত্ব সংশোধিত আইন 2019 নিয়ে একই সুর শোনা গেল কলকাতায় নিযুক্ত ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার নিক লো'র গলাতেও ।
আজ দুপুরে বারাসতের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে "ওমান অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন" শীর্ষক আলোচনায় যোগ দিতে এসেছিলেন ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার নিক লো । সেখানেই CAA নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার বলেন,"এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় । এনিয়ে কিছু বলার নেই ৷" এই পাশাপাশি এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেন । বলেন, "নরেন্দ্র মোদি যেভাবে ভারতের উন্নয়নের জন্য কাজ করছেন, তাতে তাঁর মধ্যে ইনক্লুসিভ গ্রোথ দেখা যাচ্ছে ৷" সেই সঙ্গে ভারত ও ব্রিটেনের মধ্যে পারস্পরিক অটুট সম্পর্কের কথাও জানান নিক লো ।
তাঁর কথায়, "ভারত ও ব্রিটেন সবসময় একে অপরের হয়ে কাজ করে এসেছে । কয়েকদিনের মধ্যে ট্রেড মিলও স্বাক্ষরিত হবে দু-দেশের মধ্যে ৷" শুধু ট্রেড মিলই নয়,আগামী দিনে ক্লাইমেট চেঞ্জের মোকাবিলায় ভারতকে যে ব্রিটেন পাশে পেতে চায়, তাও জানিয়েছেন নিক লো । আজ আলোচনা সভায় সাইকেলের ব্যবহারের প্রসঙ্গও উঠে আসে । আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে এরাজ্যের সবুজ সাথী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার । এছাড়া,গণপরিবহন ব্যবস্থায় রাজ্য সরকারের বিদ্যুতের ব্যবহার বাড়ানোকেও উল্লেখযোগ্য দিক বলে মনে করছেন নিক লো । এবিষয়ে তিনি বলেন,"রাজ্য সরকার পরিবহন ক্ষেত্রে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়াচ্ছে । এটা খুব ভালো উদ্যোগ । ব্রিটেনও বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহারের উপর ঝোঁক বাড়িয়েছে । সেটা তিনি দেখে এসেছেন ৷" তবে জলবায়ুর পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নিক লো । এর মোকাবিলায় ব্রিটেন যে ভারতকে পাশে চায়, সেকথাও জানান তিনি ।