শ্রীনগর, 8 নভেম্বর: ধারা 370 নিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভায় শাসক-বিরোধী গন্ডগোল তৃতীয় দিনেও অব্যাহত ৷ বিরোধীদের অনুচ্ছেদ 370 বাতিল এবং পাল্টা শাসক শিবিরের তরফে তা ফের বলবৎ করার প্রস্তাব নিয়ে শুক্রবারও হট্টগোল অব্যাহত বিধানসভায়।
এদিন অধিবেশন শুরু হওয়ার পরই স্পিকার রহিম রাথার ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক জাভেদ বেগকে ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখার জন্য বলেন ৷ এর মাঝেই অভিযোগ, বিজেপি বিধায়কদের তরফে সাজাদ লোনকে বিচ্ছিন্নতাবাদী বলে চিহ্নিত করা হয় ৷ যার জেরে ফের হট্টগোল শুরু হয়ে যায় ৷ শেষ পর্যন্ত স্পিকার খুরশিদ শেখ (বিধায়ক ল্যাংগেট)-সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন ৷ এরপরই মার্শালরা তাঁদের টেনে হিঁচড়ে বের করে দেন ৷
অন্যদিকে, সাজাদ লোন স্পিকারকে অনুচ্ছেদ 370-এর বিষয়ে তাদের রেজুলেশন বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলেন ৷ যার প্রতিক্রিয়ায় স্পিকার জানান, তিনি এই বিষয়ে একটি রুল জারি করবেন। বিজেপি এদিন পিপলস কনফারেন্স, পিডিপি এবং এআইপি-র সদস্যদের দেওয়া প্রস্তাবের তীব্র বিরোধিতায় এদিনও সোচ্চার হয়েছিল ৷ এদিকে, বিরোধী সদস্যদের ক্রমাগত বাধার মধ্যে এনসি বিধায়ক জাভেদ বেগ ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য চালিয়ে যান ৷
এদিন বিজেপি 370 অনুচ্ছেদ বাতিলের দাবিতে অন্যদিকে পিসি, পিডিপি এবং এআইপি-র বিধায়করা তা বলবতের দাবিতে প্রস্তাব নিয়ে সোচ্চার হয়েছিলেন অধিবেশ কক্ষেই ৷ একে অপরের বিরুদ্ধে চিৎকার করতেও শুরু করেন তাঁরা ৷ এরপরই স্পিকার হট্টগোলকারী সদস্যদের সরাতে মার্শালদের নির্দেশ দেন। মার্শালরা এদিন খুরশিদ শেখকেও অধিবেশ কক্ষের বাইরে নিয়ে যায় ৷ অন্যদিকে, বিজেপি বিধায়করা সাজাদ লোনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, "বিচ্ছিন্নতাবাদী ও বিচ্ছিন্নতাবাদ মেনে নেওয়া হবে না ৷"