ETV Bharat / bharat

সলমনকে বিষ্ণোই গোষ্ঠীর ফের হুমকি, নেপথ্যে এবার গান - SALMAN KHAN GETS FRESH THREAT

বলি অভিনেতা সলমন খান আবারও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম থেকে একটি হুমকি বার্তা পেলেন। গতকাল প্রাণনাশের হুমকি দেওয়া হয় শাহরুখ খানকে ৷

Salman Khan Gets Threat Again
সলমন খান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 10:35 AM IST

Updated : Nov 8, 2024, 11:08 AM IST

মুম্বই, 8 নভেম্বর: বলিউড অভিনেতা সলমন খানকে ফের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৷ বৃহস্পতিবার রাত 12টা নাগাদ মুম্বইয়ের ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমে এই হুমকি বার্তা এসেছে ৷ সলমনের সঙ্গে বিষ্ণোই গোষ্ঠীকে মিলিয়ে একটি গান লেখা হয়েছে বলে অভিযোগ। ওয়ারলি পুলিশ অভিযোগ দায়ের করেছে ৷ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷

এ নিয়ে বেশ কয়েকবার হুমকি পান বলিউডের 'ভাইজান' ৷ শেষবার 5 নভেম্বর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন ৷ মুম্বইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে 5 কোটি টাকা চেয়ে হুমকি বার্তা এসেছিল ৷ সেই টাকা না-দিলে ভাইজানকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল ৷ গতকাল অভিনেতা শাহরুখ খানকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

এবার হুমকির নেপথ্যে রয়েছে একটি গান। যা সলমনের সঙ্গে বিষ্ণোই গোষ্ঠীকে সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ। ওই গান যে লিখেছে, তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে জানানো হয়েছে হুমকি বার্তায়। বৃহস্পতিবার রাত 12টার সময় এই হুমকি বার্তা আসে মুম্বই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে ৷ বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে এ হুমকি বার্তা এসেছে বলে জানিয়েছে মুম্বাই ট্রফিক পুলিশ ৷

সলমন খান ও লরেন্স বিষ্ণোইকে নিয়ে একটি গান লেখা হয়েছে বলে হুমকি বার্তায় জানানো হয়েছে ৷ তাকে ছাড়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে ৷ হুমকি বার্তায় লেখা রয়েছে, এক মাসের মধ্যে যে এই গান লিখবে, তাকে মেরে ফেলা হবে। তার অবস্থা এমন খারাপ হবে যে, সে আর নিজের নামে গান লিখতে পারবে না। সলমন খানের যদি সাহস থাকে, তাহলে তাকে বাঁচাক।

মুম্বই, 8 নভেম্বর: বলিউড অভিনেতা সলমন খানকে ফের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৷ বৃহস্পতিবার রাত 12টা নাগাদ মুম্বইয়ের ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমে এই হুমকি বার্তা এসেছে ৷ সলমনের সঙ্গে বিষ্ণোই গোষ্ঠীকে মিলিয়ে একটি গান লেখা হয়েছে বলে অভিযোগ। ওয়ারলি পুলিশ অভিযোগ দায়ের করেছে ৷ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷

এ নিয়ে বেশ কয়েকবার হুমকি পান বলিউডের 'ভাইজান' ৷ শেষবার 5 নভেম্বর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন ৷ মুম্বইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে 5 কোটি টাকা চেয়ে হুমকি বার্তা এসেছিল ৷ সেই টাকা না-দিলে ভাইজানকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল ৷ গতকাল অভিনেতা শাহরুখ খানকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

এবার হুমকির নেপথ্যে রয়েছে একটি গান। যা সলমনের সঙ্গে বিষ্ণোই গোষ্ঠীকে সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ। ওই গান যে লিখেছে, তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে জানানো হয়েছে হুমকি বার্তায়। বৃহস্পতিবার রাত 12টার সময় এই হুমকি বার্তা আসে মুম্বই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে ৷ বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে এ হুমকি বার্তা এসেছে বলে জানিয়েছে মুম্বাই ট্রফিক পুলিশ ৷

সলমন খান ও লরেন্স বিষ্ণোইকে নিয়ে একটি গান লেখা হয়েছে বলে হুমকি বার্তায় জানানো হয়েছে ৷ তাকে ছাড়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে ৷ হুমকি বার্তায় লেখা রয়েছে, এক মাসের মধ্যে যে এই গান লিখবে, তাকে মেরে ফেলা হবে। তার অবস্থা এমন খারাপ হবে যে, সে আর নিজের নামে গান লিখতে পারবে না। সলমন খানের যদি সাহস থাকে, তাহলে তাকে বাঁচাক।

Last Updated : Nov 8, 2024, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.