ETV Bharat / international

ঐতিহাসিক পদক্ষেপ ! সুসি ওয়াইলসকে প্রথম মহিলা 'চিফ অফ স্টাফ' হিসাবে বেছে নিলেন ট্রাম্প - SUSIE WILES AS CHIEF OF STAFF

আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগেই হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কাজ সেরে ফেলতে চাইছেন তিনি ৷

SUSIE WILES AS CHIEF OF STAFF
সুসি ওয়াইলস (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 11:11 AM IST

ওয়াশিংটন, 8 নভেম্বর: 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই বড় পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের ৷ হোয়াইট হাউজের 'চিফ অফ স্টাফ' হিসাবে সুসি ওয়াইলসকে বেছে নিলেন তিনি ৷ মার্কিন ইতিহাসে প্রথম কোনও মহিলাকে এই পদে বসানো হল ৷ মূলত, প্রশাসনিক প্রায় সমস্ত দায়িত্ব থাকবে তাঁর কাঁধে ৷

প্রশাসনের সমস্ত আধিকারিকদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র তৈরি করার দায়িত্ব সামলাবেন তিনি ৷ সেই সঙ্গে, ট্রাম্পের সমস্ত সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে ঠিকঠাকভাবে রূপায়িত হচ্ছে কি না, সেদিকেও নজর রাখতে হবে সুসিকে । নির্বাচনের সময় ট্রাম্পের প্রচার সামলেছিলেন সুসি ওয়াইলস ৷ ঠিক করে দিয়েছিলেন ট্রাম্পের সমস্ত প্রচার কৌশল ৷ এবার তাঁকেই হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির হয়ে কাজ করছেন ফ্লোরিডার বাসিন্দা 67 বছরের সুসি ওয়াইলস ৷ সেই সুবাদে প্রচারকাজের জন্য তাঁকে বেছে নিয়েছিলেন ট্রাম্প ৷ নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব সামলেছেন সুসি ৷ আর সেকারণে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তাঁকে নিয়ে বেশ জল্পনা শুরু হয় ৷ যদিও প্রচারের আলোয় থাকা পছন্দ নয় সুসির ৷ এমনকী, বুধবার জয় নিশ্চিত হওয়ার পর ফ্লোরিডায় ট্রাম্প তাঁকে ভাষণ দিতে বললেও তিনি ক্যামেরার সামনে আসেননি ৷ তবে তাঁর দক্ষতার উপর ভরসা রেখেছেন ট্রাম্প ৷

উল্লেখ্য, প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদে ভুল ব্যক্তিদের নির্বাচন করেছিলেন বলে বারবার ক্ষোভপ্রকাশ করেন ট্রাম্প ৷ সেকারণে এবার খুব ভাবনা চিন্তা করে এই পদক্ষেপ নিচ্ছেন তিনি ৷ আগামী জানুয়ারিতে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প ৷ সময় থাকতে তার আগেই হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কাজ সেরে ফেলতে চাইছেন ট্রাম্প, তাতে কোনও সন্দেহ নেই ৷

সুসির কৃতিত্বের কথা স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেন ট্রাম্প ৷ সেখানে তিনি লেখেন, "উনি একজন কঠোর পরিশ্রমী, শ্রদ্ধাশীল, উদ্ভাবনী শক্তিসম্পন্ন ব্যক্তি ৷ আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করবেন ৷" সেই সঙ্গে তিনি আরও বলেন, "আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা চিফ অফ স্টাফ হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে ৷ এই সম্মান তাঁর প্রাপ্য ৷ তিনি আমাদের দেশের গর্ব ৷"

পড়ুন: 'সাহসী ব্যক্তি', শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পুতিন

ওয়াশিংটন, 8 নভেম্বর: 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই বড় পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের ৷ হোয়াইট হাউজের 'চিফ অফ স্টাফ' হিসাবে সুসি ওয়াইলসকে বেছে নিলেন তিনি ৷ মার্কিন ইতিহাসে প্রথম কোনও মহিলাকে এই পদে বসানো হল ৷ মূলত, প্রশাসনিক প্রায় সমস্ত দায়িত্ব থাকবে তাঁর কাঁধে ৷

প্রশাসনের সমস্ত আধিকারিকদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র তৈরি করার দায়িত্ব সামলাবেন তিনি ৷ সেই সঙ্গে, ট্রাম্পের সমস্ত সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে ঠিকঠাকভাবে রূপায়িত হচ্ছে কি না, সেদিকেও নজর রাখতে হবে সুসিকে । নির্বাচনের সময় ট্রাম্পের প্রচার সামলেছিলেন সুসি ওয়াইলস ৷ ঠিক করে দিয়েছিলেন ট্রাম্পের সমস্ত প্রচার কৌশল ৷ এবার তাঁকেই হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির হয়ে কাজ করছেন ফ্লোরিডার বাসিন্দা 67 বছরের সুসি ওয়াইলস ৷ সেই সুবাদে প্রচারকাজের জন্য তাঁকে বেছে নিয়েছিলেন ট্রাম্প ৷ নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব সামলেছেন সুসি ৷ আর সেকারণে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তাঁকে নিয়ে বেশ জল্পনা শুরু হয় ৷ যদিও প্রচারের আলোয় থাকা পছন্দ নয় সুসির ৷ এমনকী, বুধবার জয় নিশ্চিত হওয়ার পর ফ্লোরিডায় ট্রাম্প তাঁকে ভাষণ দিতে বললেও তিনি ক্যামেরার সামনে আসেননি ৷ তবে তাঁর দক্ষতার উপর ভরসা রেখেছেন ট্রাম্প ৷

উল্লেখ্য, প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদে ভুল ব্যক্তিদের নির্বাচন করেছিলেন বলে বারবার ক্ষোভপ্রকাশ করেন ট্রাম্প ৷ সেকারণে এবার খুব ভাবনা চিন্তা করে এই পদক্ষেপ নিচ্ছেন তিনি ৷ আগামী জানুয়ারিতে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প ৷ সময় থাকতে তার আগেই হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কাজ সেরে ফেলতে চাইছেন ট্রাম্প, তাতে কোনও সন্দেহ নেই ৷

সুসির কৃতিত্বের কথা স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেন ট্রাম্প ৷ সেখানে তিনি লেখেন, "উনি একজন কঠোর পরিশ্রমী, শ্রদ্ধাশীল, উদ্ভাবনী শক্তিসম্পন্ন ব্যক্তি ৷ আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করবেন ৷" সেই সঙ্গে তিনি আরও বলেন, "আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা চিফ অফ স্টাফ হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে ৷ এই সম্মান তাঁর প্রাপ্য ৷ তিনি আমাদের দেশের গর্ব ৷"

পড়ুন: 'সাহসী ব্যক্তি', শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পুতিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.