ETV Bharat / state

Change in Bangaon BJP: বনগাঁ বিজেপির সভাপতি বদল, দায়িত্বে শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ দেবদাস মণ্ডল - বনগাঁ বিজেপি সভাপতি

বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি পদে বদল আনল বিজেপি ৷ রামপদ দাসের বদলে দায়িত্বে এলেন দেবদাস মণ্ডল ৷

ETV Bharat
শান্তনু ঠাকুর
author img

By

Published : Aug 6, 2023, 10:12 PM IST

Updated : Aug 6, 2023, 10:20 PM IST

বনগাঁ বিজেপিতে রদবদল

বনগাঁ, 6 অগস্ট: এবারের পঞ্চায়েত নির্বাচনে মতুয়া অধ্যুষিত বনগাঁয় ভালো ফল করতে পারেনি বিজেপি ৷ এরই মাঝে 2024 এর লোকসভা ভোটের আগে এলাকার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ দেবদাস মণ্ডলকে বনগাঁ সাংগঠনিক জেলায় দলের নতুন সভাপতি করা হল । রবিবার সরিয়ে দেওয়া হয়েছে রামপদ দাসকে । বিজেপির অন্দরে শান্তনু ঠাকুর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত । অন‍্যদিকে , রামপদ দাস সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ । লোকসভা ভোটের আগে বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির এই রদবদল ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি পদে পরিবর্তনের জল্পনা চলছি বহুদিন আগে থেকে । রবিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে এখানকার সভাপতির দায়িত্ব দেওয়া হল দেবদাস মণ্ডলকে । এতদিন জেলা বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন । দেবদাস মণ্ডল দায়িত্ব পাওয়ার খবরে উচ্ছ্বাসিত শান্তনু শিবির । এদিন ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের বাড়িতে বসে জেলা সভাপতি নিযুক্ত হওয়ার খবর পান দেবদাস মণ্ডল । সেই থেকে উচ্ছ্বাসের পরিবেশ ঠাকুরবাড়িতে ।

দেবদাস মণ্ডলকে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানান শান্তনু ঠাকুর । তিনি বলেন, "আমি আত্মবিশ্বাসী দেবদাস মণ্ডলের নেতৃত্বে বনগাঁ লোকসভা আরও জাগ্রত হবে । সকলকে সঙ্গে নিয়ে আমরা আবার ভারতীয় জনতা পার্টির একটা নতুন রূপ তৈরি করতে চাইছি ।" নয়া দায়িত্ব পেয়ে এদিন দেবদাস মণ্ডল বলেন, "আমাদের শক্তিশালী সংগঠনকে এখন থেকে আরও শক্তিশালী করা শুরু হবে । মানুষ আমাদের সঙ্গে আছে ।" তিনি আরও জানান, গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভায় 1 লক্ষ 11 হাজার ভোটে জিতেছিল । আগামী লোকসভা ভোটে 2 লক্ষ 22 হাজার ভোটে জিতব ।"

আরও পড়ুন: বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার গাড়ির ধাক্কায় আহত মহিলা, অভিযোগ তৃণমূলের

প্রসঙ্গত, 2021 বিধানসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি চারটি আসনে জিতেছে । সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে বনগাঁ কার্যত হাতছাড়া হয়েছে বিজেপির । 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের থেকেও খারাপ ফল হয়েছে গেরুয়া শিবিরের । বনগাঁয় এই ফলের পিছনে জেলা সভাপতি সঙ্গে শান্তনু শিবিরের বিরোধ কাজ করেছে বলে মত বিজেপির একাংশের । তাই এবার 2024 সালের লোকসভা ভোটের আগে শান্তনু ঘনিষ্ঠ দেবদাস মণ্ডলকে সভাপতি করে শান্তনু ঠাকুরের হাতই আরও মজবুত করা হল বলে মত রাজনৈতিক মহলের ।

বনগাঁ বিজেপিতে রদবদল

বনগাঁ, 6 অগস্ট: এবারের পঞ্চায়েত নির্বাচনে মতুয়া অধ্যুষিত বনগাঁয় ভালো ফল করতে পারেনি বিজেপি ৷ এরই মাঝে 2024 এর লোকসভা ভোটের আগে এলাকার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ দেবদাস মণ্ডলকে বনগাঁ সাংগঠনিক জেলায় দলের নতুন সভাপতি করা হল । রবিবার সরিয়ে দেওয়া হয়েছে রামপদ দাসকে । বিজেপির অন্দরে শান্তনু ঠাকুর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত । অন‍্যদিকে , রামপদ দাস সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ । লোকসভা ভোটের আগে বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির এই রদবদল ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি পদে পরিবর্তনের জল্পনা চলছি বহুদিন আগে থেকে । রবিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে এখানকার সভাপতির দায়িত্ব দেওয়া হল দেবদাস মণ্ডলকে । এতদিন জেলা বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন । দেবদাস মণ্ডল দায়িত্ব পাওয়ার খবরে উচ্ছ্বাসিত শান্তনু শিবির । এদিন ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের বাড়িতে বসে জেলা সভাপতি নিযুক্ত হওয়ার খবর পান দেবদাস মণ্ডল । সেই থেকে উচ্ছ্বাসের পরিবেশ ঠাকুরবাড়িতে ।

দেবদাস মণ্ডলকে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানান শান্তনু ঠাকুর । তিনি বলেন, "আমি আত্মবিশ্বাসী দেবদাস মণ্ডলের নেতৃত্বে বনগাঁ লোকসভা আরও জাগ্রত হবে । সকলকে সঙ্গে নিয়ে আমরা আবার ভারতীয় জনতা পার্টির একটা নতুন রূপ তৈরি করতে চাইছি ।" নয়া দায়িত্ব পেয়ে এদিন দেবদাস মণ্ডল বলেন, "আমাদের শক্তিশালী সংগঠনকে এখন থেকে আরও শক্তিশালী করা শুরু হবে । মানুষ আমাদের সঙ্গে আছে ।" তিনি আরও জানান, গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভায় 1 লক্ষ 11 হাজার ভোটে জিতেছিল । আগামী লোকসভা ভোটে 2 লক্ষ 22 হাজার ভোটে জিতব ।"

আরও পড়ুন: বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার গাড়ির ধাক্কায় আহত মহিলা, অভিযোগ তৃণমূলের

প্রসঙ্গত, 2021 বিধানসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি চারটি আসনে জিতেছে । সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে বনগাঁ কার্যত হাতছাড়া হয়েছে বিজেপির । 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের থেকেও খারাপ ফল হয়েছে গেরুয়া শিবিরের । বনগাঁয় এই ফলের পিছনে জেলা সভাপতি সঙ্গে শান্তনু শিবিরের বিরোধ কাজ করেছে বলে মত বিজেপির একাংশের । তাই এবার 2024 সালের লোকসভা ভোটের আগে শান্তনু ঘনিষ্ঠ দেবদাস মণ্ডলকে সভাপতি করে শান্তনু ঠাকুরের হাতই আরও মজবুত করা হল বলে মত রাজনৈতিক মহলের ।

Last Updated : Aug 6, 2023, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.