ETV Bharat / state

মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি ও বোমাবাজি, জখম 2 - মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি

মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি ৷ চলে বোমাবাজি ৷ আহত দুই তৃণমূল কর্মী ৷

মধ্যমগ্রাম
author img

By

Published : Sep 9, 2019, 10:53 PM IST

Updated : Sep 9, 2019, 11:15 PM IST

মধ্যমগ্রাম, 9 সেপ্টেম্বর : মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি চালানোর পাশাপাশি বোমা ছোড়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে । এর জেরে জখম হয়েছে দুই তৃণমূল কর্মী ৷ নাম বিনোদ সিং ও দীপক বোস ৷ তারা যশোর রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ রাতে দলীয় কর্মীদের সঙ্গে এলাকার দলীয় কার্যালয়ে বসেছিলেন তৃণমূলের যুব সম্পাদক বিনোদ সিং৷ অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় ৷ তারা বিনোদকে লক্ষ্য করে গুলি করে ৷ গুলি বিনোদের মাথা ছুঁয়ে বেরিয়ে যায় ৷ বোমার আঘাতে জখম হন দীপক৷ এরপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে রক্তাক্ত অবস্থায় বিনোদ ও দীপককে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে ৷ তবে স্থানীয় BJP নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷

আহত দুই তৃণমূল কর্মী

পুলিশ সূত্রে খবর , বিনোদ সিংয়ের নামে বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে । মধ্যমগ্রাম জোড়া খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল তার । বিনোদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতী রাখাল নন্দীর দীর্ঘদিনের বিরোধ । সম্প্রতি, রাখাল জেল থেকে ছাড়া পেয়েছে । ঘটনার পিছনে রাখাল ও তার দলবলের কোনও যোগ‌ও রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

মধ্যমগ্রাম, 9 সেপ্টেম্বর : মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গুলি চালানোর পাশাপাশি বোমা ছোড়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে । এর জেরে জখম হয়েছে দুই তৃণমূল কর্মী ৷ নাম বিনোদ সিং ও দীপক বোস ৷ তারা যশোর রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ রাতে দলীয় কর্মীদের সঙ্গে এলাকার দলীয় কার্যালয়ে বসেছিলেন তৃণমূলের যুব সম্পাদক বিনোদ সিং৷ অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় ৷ তারা বিনোদকে লক্ষ্য করে গুলি করে ৷ গুলি বিনোদের মাথা ছুঁয়ে বেরিয়ে যায় ৷ বোমার আঘাতে জখম হন দীপক৷ এরপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে রক্তাক্ত অবস্থায় বিনোদ ও দীপককে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে ৷ তবে স্থানীয় BJP নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷

আহত দুই তৃণমূল কর্মী

পুলিশ সূত্রে খবর , বিনোদ সিংয়ের নামে বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে । মধ্যমগ্রাম জোড়া খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল তার । বিনোদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতী রাখাল নন্দীর দীর্ঘদিনের বিরোধ । সম্প্রতি, রাখাল জেল থেকে ছাড়া পেয়েছে । ঘটনার পিছনে রাখাল ও তার দলবলের কোনও যোগ‌ও রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

Intro:মধ্যমগ্রামে তৃনমূল কার্যালয়ে ঢুকে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তৃনমূল নেতা বিনোদ সিং সহ ২ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর।আজ রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কদমতলা বাজারে। ঘটনার জেরে ব‍্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।Body:দলীয় সূত্রে জানা গেছে,বিনোদ সিংয়ের পায়ে গুলি লেগেছে।বোমার আঘাতে আহত হয়েছেন অপরজন।দু-জনকেই গুরুতর আহত অবস্থায় যশোর রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর‌ই ওই বেসরকারি হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন তৃনমূলের নেতা ও কর্মীরা। সূত্রের খবর, তৃনমূলের যুব সম্পাদক বিনোদ সিং গত পৌরসভা নির্বাচনে তৃনমূলের হয়ে ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন। যদিও তিনি হেরে যান সিপিএম প্রার্থীর কাছে।আজ রাতে দলের কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে তৃনমূলের ওই কার্যালয়ে বসেছিলেন বিনোদ।অভিযোগ, সেই সময় জনা কয়েক দুষ্কৃতী আচমকাই বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় সেখানে।বেশ কয়েকটি বোমা ও গুলি চালানো হয় বিনোদ সিং-কে লক্ষ্য করে।বোমা ও গুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি সাধারন মানুষ।এরপর,বোমা মারতে মারতে দুষ্কৃতীরা গা ঢাকা দেয় সেখান থেকে।পরে, রক্তাক্ত অবস্থায় বিনোদ সহ দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় যশোর রোডের ধারে ওই বেসরকারি হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন তাঁরা। তৃনমূল নেতৃত্ব সিপিএম ও বিজেপির দিকে অভিযোগের আঙুল তুললেও এই ঘটনা পিছনে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব‌ রয়েছে বলে দাবি বিজেপির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।Conclusion:পুলিশ সূত্রে জানা গেছে,বিনোদ সিংয়ের নামে বিভিন্ন দুষ্কৃতীমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। মধ্যমগ্রাম জোড়া খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল তাঁর।বিনোদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতী রাখালের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি,রাখাল ছেলে থেকে ছাড়া পায়। ঘটনার পিছনে রাখাল ও তার দলবলের যোগ‌ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, সমস্ত কিছুই খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
Last Updated : Sep 9, 2019, 11:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.