ETV Bharat / state

পুলিশি টহলেও আতঙ্ক কমছে না, ফের বোমাবাজি কাঁকিনাড়ায়

গতরাতে ফের বোমাবাজির ঘটনা ঘটে কাঁকিনাড়ার 19 নম্বর গলিতে । উদ্ধার 4 টি তাজা বোমা । ঘটনায় চিহ্নিত 2 অভিযুক্ত ।

bhatpara
author img

By

Published : Jul 1, 2019, 6:11 PM IST

Updated : Jul 1, 2019, 6:19 PM IST

ব্যারাকপুর, 1 জুলাই : ফের বোমাবাজি ভাটপাড়ায় । কাঁকিনাড়ার 19 নম্বর গলিতে গতরাতে বোমাবাজির ঘটনা ঘটে । যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে চারটি বোমা । ভাটপাড়ায় প্রায়শই বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ।

ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকার গন্ডগোল যেন কোনওভাবেই শেষ হচ্ছে না । লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু হওয়া অশান্তি যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । গতকাল বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে । এপ্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার জ়োন 1 অজয় ঠাকুর জানান, এই বোমাবাজির ঘটনা বিচ্ছিন্ন ঘটনা মাত্র । ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়েছে । খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন তিনি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পুলিশি টহল থাকা সত্ত্বেও গতকাল গভীর রাতে কে বা কারা বোমাবাজি করছে বা গন্ডগোল করছে তা নিয়ে আতঙ্কে বাসিন্দারা । যদিও পুলিশের দাবি, এলাকা আগের থেকে অনেকটাই স্থিতিশীল । কিন্তু এলাকায় পুরোপুরি শান্তি ফিরবে কবে তার অপেক্ষায় দিন গুনছে ভাটপাড়া-কাঁকিনাড়াবাসী ।

ব্যারাকপুর, 1 জুলাই : ফের বোমাবাজি ভাটপাড়ায় । কাঁকিনাড়ার 19 নম্বর গলিতে গতরাতে বোমাবাজির ঘটনা ঘটে । যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে চারটি বোমা । ভাটপাড়ায় প্রায়শই বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ।

ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকার গন্ডগোল যেন কোনওভাবেই শেষ হচ্ছে না । লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু হওয়া অশান্তি যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । গতকাল বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে । এপ্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার জ়োন 1 অজয় ঠাকুর জানান, এই বোমাবাজির ঘটনা বিচ্ছিন্ন ঘটনা মাত্র । ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়েছে । খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন তিনি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পুলিশি টহল থাকা সত্ত্বেও গতকাল গভীর রাতে কে বা কারা বোমাবাজি করছে বা গন্ডগোল করছে তা নিয়ে আতঙ্কে বাসিন্দারা । যদিও পুলিশের দাবি, এলাকা আগের থেকে অনেকটাই স্থিতিশীল । কিন্তু এলাকায় পুরোপুরি শান্তি ফিরবে কবে তার অপেক্ষায় দিন গুনছে ভাটপাড়া-কাঁকিনাড়াবাসী ।

দেবপ্রিয় সরকার.ব্যারাকপুর_01/07/2019 ভাটপাড়া কাঁকিনাড়া এলাকার গন্ডগোল যেন কোনমতেই পিছু ছাড়ছে না ।একের পর এক ঘটনা ঘটেই চলেছে। গতকালও কাঁকিনাড়া 19 নম্বর গলিতে বোমাবাজির ঘটনা ঘটে ।যদিও এই বোমাবাজির ঘটনায় কেউ হতাহত হয়নি ।কিন্তু এলাকায় একটু শান্তি ফিরতেই ফের বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যদিও পুলিশ প্রতিদিন রুটিন করে ভাটপাড়া কাঁকিনাড়া এলাকায় টহলদারি চালাচ্ছে ।তারই মধ্যে গভীর রাতে কে বা কারা বোমা মেরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। আজ সকালে টহলদারি চালানোর সময় ওই এলাকা থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও অন্যান্য ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি এলাকায় আগের থেকে অনেকটাই শান্তি ফিরেছে। কিন্তু পুরোপুরি শান্তি কবে ফিরবে তারই অপেক্ষায় দিন গুনছেন ভাটপাড়া কাকিনাড়া এলাকার সাধারণ মানুষ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার জোন ওয়ান অজয় ঠাকুর জানান গতকাল বোমাবাজির ঘটনা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এই বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক আগের থেকে অনেকটাই কেটে গেছে। স্কুল কলেজ বাজার দোকান সবই খুলেছে।
Last Updated : Jul 1, 2019, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.