ETV Bharat / state

কামদুনিতে BJP-তে যোগ দেওয়ার পরই আক্রান্ত যুবক, অভিযুক্ত তৃণমূল - Kamduni

7 জুলাই (রবিবার) কামদুনির বাসিন্দা প্রতাপ ঘোষ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । গতরাতে এলাকায় একা পেয়ে তাঁকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী সোনা ঘোষের বিরুদ্ধে ।

আক্রান্ত
author img

By

Published : Jul 16, 2019, 9:56 PM IST

রাজারহাট, 16 জুলাই : BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে । জখম BJP কর্মীর নাম প্রতাপ ঘোষ । তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । রাজারহাটের কামদুনির ঘটনা ।

7 জুলাই (রবিবার) কামদুনির বাসিন্দা প্রতাপ ঘোষ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । একইসঙ্গে BJP-তে যোগ দেন কামদুনি প্রতিবাদী মঞ্চের সদস্য মৌসুমি কয়ালের স্বামী প্রদীপ কয়াল । অভিযোগ, এরপর থেকেই তাঁদের হুমকি দিতে শুরু করে তৃণমূল কর্মী সোনা ঘোষ । গতরাতে এলাকায় একা পেয়ে প্রতাপ ঘোষকে মারধর করে সোনা । যদিও এই ঘটনায় সোনা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

2013 সালে কামদুনির প্রতিবাদী মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডলকে মারধরের ঘটনায় নাম উঠেছিল এই সোনা ঘোষের । তারপর বহুবার প্রতিবাদী মঞ্চের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । বর্তমানে কামদুনিতে BJP-র শক্তি বেড়েছে । তাই এখন জমি হারানোর ভয়ে BJP কর্মীদের উপর সোনা ঘোষ চড়াও হচ্ছে বলে অভিযোগ । BJP কর্মীদের আরও অভিযোগ, একসময় এই সোনা ঘোষের মাথায় উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ছিল । সেই সূত্রেই এলাকায় সোনা ঘোষের বাড়বাড়ন্ত ।

রাজারহাট, 16 জুলাই : BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে । জখম BJP কর্মীর নাম প্রতাপ ঘোষ । তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । রাজারহাটের কামদুনির ঘটনা ।

7 জুলাই (রবিবার) কামদুনির বাসিন্দা প্রতাপ ঘোষ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । একইসঙ্গে BJP-তে যোগ দেন কামদুনি প্রতিবাদী মঞ্চের সদস্য মৌসুমি কয়ালের স্বামী প্রদীপ কয়াল । অভিযোগ, এরপর থেকেই তাঁদের হুমকি দিতে শুরু করে তৃণমূল কর্মী সোনা ঘোষ । গতরাতে এলাকায় একা পেয়ে প্রতাপ ঘোষকে মারধর করে সোনা । যদিও এই ঘটনায় সোনা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

2013 সালে কামদুনির প্রতিবাদী মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডলকে মারধরের ঘটনায় নাম উঠেছিল এই সোনা ঘোষের । তারপর বহুবার প্রতিবাদী মঞ্চের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । বর্তমানে কামদুনিতে BJP-র শক্তি বেড়েছে । তাই এখন জমি হারানোর ভয়ে BJP কর্মীদের উপর সোনা ঘোষ চড়াও হচ্ছে বলে অভিযোগ । BJP কর্মীদের আরও অভিযোগ, একসময় এই সোনা ঘোষের মাথায় উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ছিল । সেই সূত্রেই এলাকায় সোনা ঘোষের বাড়বাড়ন্ত ।

Intro:

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট, ১৬ জুলাই: কামদুনিতে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ সোনা ঘোষ নামে এক তৃণমূল কর্মী দলবল নিয়ে প্রতাপ ঘোষ নামে এক বিজেপি কর্মীকে মারধর করে। রক্তাক্ত অবস্থায় প্রতাপ কে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও প্রদীপ কয়াল সহ একাধিক তৃণমূল কর্মীকে হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনায় কামদুনিতে আতংকে রয়েছে বিজেপি কর্মীরা।

Body:প্রদীপ কয়াল জানিয়েছেন তারা ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাদের হুমকি দিচ্ছে সোনা ঘোষ। সোনা এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বিজেপিতে যোগ দেওয়ায় পর থেকেই যোগদানকারীদের সোনা হুমকি দেওয়া শুরু করে। সোমবার রাতে প্রতাপ ঘোষকে এক পেয়ে মারধর করে সোনা। এর পর এলাকায় বিজেপি কর্মীদের হুমকি দেয় সে।

Conclusion:প্রসঙ্গত সোনা ঘোষের বিরুদ্ধে এর আগেও মারধরের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে কামদুনি প্রতিবাদী মঞ্চের সভাপতি ভাস্কর মন্ডলকে মারধর করে এই সোনা ঘোষ। এরপরেও বহুবার প্রতিবাদী মঞ্চের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে কামদুনিতে শক্তি বেড়েছে বিজেপির। পায়ের তলা থেকে জমি হারাবার ভয় ফের বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়েছে সোনা ঘোষ এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। সোনা ঘোষের মাথায় একসময় জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ছিল।জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ভাঙিয়ে এই এলাকায় সোনা ঘোষের বাড়বাড়ন্ত। বিজেপি কর্মীদের মারধর এর ঘটনায় সোনা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তার প্রতিক্রিয়া মেলেনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.