ETV Bharat / state

কাঁচরাপাড়ায় BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব ; বোমাবাজি, ক্লাব ভাঙচুর - barrackpore

BJPর গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল কাঁচরাপাড়া, ক্লাবে ভাঙচুর, মণ্ডল সভাপতির বাড়িতে বোমবাজি । বীজপুর থানায় অভিযোগ দায়ের ।

BJPর গোষ্ঠী দ্বন্দ্ব
author img

By

Published : Jun 16, 2019, 11:35 PM IST

কাঁচরাপাড়া, 16 জুন : কাঁচরাপাড়ায় প্রকাশ্যে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব । কোথাও BJP নেতার বাড়িতে বোমাবাজি, আবার কোথাও BJP প্রভাবিত ক্লাবে ভাঙচুর । এই অন্তর্দ্বন্দ্বে সমস্যায় গেরুয়া শিবির ।

গতকাল রাতে কাঁচরাপাড়া লিচু বাগান এলাকায় BJP-র সভা ছিল । অভিযোগ সভা শেষ হওয়ার পরে কাঁচরাপাড়া জোড়া মন্দির এলাকায় একটি ক্লাবে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী । BJP-র OBC মোর্চার সভাপতি অমিত মণ্ডলের অভিযোগ, কাঁচরাপাড়া মণ্ডল সভাপতি সমর দাসের অঙ্গুলিহেলনেই এই হামলা হয়েছে ।

অন্যদিকে কাঁচরাপাড়া মণ্ডল সভাপতি সমর দাসের অভিযোগ, গতকাল গভীররাতে তাঁর বাড়িতে বোমাবাজি করেছে OBC মোর্চার সভাপতি অমিত মণ্ডলের অনুগামীরা । এছাড়াও তাঁকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে ।

দুই নেতার লড়াইয়ে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে । উভয় তরফেই বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

কাঁচরাপাড়া, 16 জুন : কাঁচরাপাড়ায় প্রকাশ্যে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব । কোথাও BJP নেতার বাড়িতে বোমাবাজি, আবার কোথাও BJP প্রভাবিত ক্লাবে ভাঙচুর । এই অন্তর্দ্বন্দ্বে সমস্যায় গেরুয়া শিবির ।

গতকাল রাতে কাঁচরাপাড়া লিচু বাগান এলাকায় BJP-র সভা ছিল । অভিযোগ সভা শেষ হওয়ার পরে কাঁচরাপাড়া জোড়া মন্দির এলাকায় একটি ক্লাবে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী । BJP-র OBC মোর্চার সভাপতি অমিত মণ্ডলের অভিযোগ, কাঁচরাপাড়া মণ্ডল সভাপতি সমর দাসের অঙ্গুলিহেলনেই এই হামলা হয়েছে ।

অন্যদিকে কাঁচরাপাড়া মণ্ডল সভাপতি সমর দাসের অভিযোগ, গতকাল গভীররাতে তাঁর বাড়িতে বোমাবাজি করেছে OBC মোর্চার সভাপতি অমিত মণ্ডলের অনুগামীরা । এছাড়াও তাঁকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে ।

দুই নেতার লড়াইয়ে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে । উভয় তরফেই বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_17/06/2019 ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাঁচরাপাড়া এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। কোথাও বিজেপি নেতার বাড়িতে বোমা বাজি তার পাল্টা বিজেপির ক্লাবে ভাঙচুর। সব মিলিয়ে এই অন্তর্দ্বন্দ্বে অস্বস্তি ব্যারাকপুর এর বিজেপি শিবিরে। শনিবার কাঁচরাপাড়া লিচু বাগান এলাকায় বিজেপির সভা শেষ হওয়ার পরের রাতেই এলাকা দখলের জন্য কাঁচরাপাড়া জোড়া মন্দির এলাকায় একটি বিজেপি পরিচালিত ক্লাবে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। কাঁচরাপাড়া ওবিসি মোর্চার সভাপতি অমিত মন্ডল এর অভিযোগ কাঁচরাপাড়া মন্ডল সভাপতি সমর দাস এর অঙ্গুলিহেলনে এই কান্ড ঘটানো হয়েছে। অন্যদিকে কাঁচরাপাড়া মন্ডল সভাপতি সমর দাসের বাড়িতে গভীর রাতে বোমাবাজি করার অভিযোগ তোলা হয়েছে কাঁচরাপাড়া ওবিসি মোর্চার সভাপতি অমিত মন্ডল এর বিরুদ্ধে । এছাড়াও সমর দাস কে খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে সমর দাসের পরিবার। এই দুই বিজেপি নেতার লড়াইয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। দুই তরফেই বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।কিন্তু ঘটনা যাই হোক রাজ্যে এখনও রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়নি। তার আগেই বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বে যে আগামী দিনে কি পরিস্থিতি হতে চলেছে তা নিয়েই চিন্তিত রাজনৈতিক মহল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.