ETV Bharat / state

জনবহুল এলাকায় মদের দোকান খোলাকে কেন্দ্র করে বিক্ষোভ BJP-র - BJP protest wine shop barasat

BJP নেতাদের কথায় , "দোকান থেকে ৫০০ মিটারের মধ্যে সরকারি স্কুল রয়েছে । ১০০-১৫০ মিটারের আরও দুটি বাচ্চাদের বেসরকারি স্কুল রয়েছে । দোকানের সামনেই জাতীয় সড়ক । জাতীয় সড়ক পার করলেই ডায়াগনস্টিক সেন্টার । তারপরও কীভাবে জনবহুল এলাকায় মদের দোকানের লাইসেন্স পেল, সেটাই আশ্চর্যের ।"

BJP protest at Barasat
BJP র বিক্ষোভ
author img

By

Published : Jan 22, 2020, 1:58 AM IST

বারাসত ,22 জানুয়ারি : সামনেই 34 নম্বর জাতীয় সড়ক । কয়েক মিটারের মধ্যেই রয়েছে সরকারি ও বেসরকারি স্কুল । তাছাড়া ডায়াগনস্টিক সেন্টারও আছে । তারপরও এমন একটি জায়গায় মদের দোকানের লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে । যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন । গতকাল ওই দোকানটি খোলার কথা ছিল । কিন্তু, তার আগেই দোকানের শাটার নামিয়ে তাতে পোস্টার সাঁটিয়ে, দলীয় পতাকা টাঙিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় BJP কর্মী-সমর্থকরা । বারাসত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গেছে , বারাসত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায় গতকাল দুপুরে ওই মদের দোকান খুলতে আসে দোকানের কর্মচারীরা । সেই সময় তাদের বাধা দেয় BJP র স্থানীয় নেতা-কর্মীরা । বাধা পেয়ে দোকান না খুলেই ফিরে যায় তারা । এরপর, দোকানের শাটারে কয়েকটি পোস্টার সাঁটিয়ে দেয় BJP কর্মীরা । টাঙানো হয় ব্যানার ও দলীয় পতাকা । শাটার ছাড়াও দোকানের ঠিক সামনে BJP-র দলীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয় । চলে বিক্ষোভ । পরে, খবর পেয়ে বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

BJP নেতা প্রতীক চট্টোপাধ্যায় ও বিকাশ কিশোর দাস বলেন, " গতকালই আমরা জানতে পারি এখানে একটি মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে । সারারাত দোকান সাজানোর কাজও চলেছে । আজ খোলার কথা ছিল মদের দোকানটি । আমরা জানতে পেরেই এলাকার লোকজনকে নিয়ে ওই মদের দোকান বন্ধ করে দিয়েছি । দোকানের শাটারে পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ জানিয়েছি । " তাঁরা জানান, দোকান থেকে 500 মিটারের মধ্যে সরকারি স্কুল রয়েছে । 100-150 মিটারের মধ্যে আরও দু'টি বাচ্চাদের বেসরকারি স্কুল রয়েছে । দোকানের সামনেই জাতীয় সড়ক । জাতীয় সড়কের ওপারে ডায়াগনস্টিক সেন্টার । তারপরও কীভাবে জনবহুল এলাকায় মদের দোকানের লাইসেন্স পেল, সেটাই আশ্চর্যের । " তাঁদের অভিযোগ," এলাকার তৃনমূল কাউন্সিলর ও প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি । তাই, আমরা এগিয়ে এসেছি । কোনওভাবেই আমরা এলাকার পরিবেশ নষ্ট হতে দেব না । প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামব । "

ঘটনার পিছনে শাসকদলের স্থানীয় কাউন্সিলরের মদত রয়েছে বলে অভিযোগ BJP র । যদিও, অভিযোগ উড়িয়ে দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য । বলেন, "এরকম কোনও ঘটনার কথা আমার জানা নেই । মদের দোকানের লাইসেন্স স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট দিয়ে থাকে । লোকাল যে ট্রেড লাইসেন্স নিতে হয়, তাতে কাউন্সিলরের সই লাগে না । এটাই সিস্টেম । এই সিস্টেমের মধ্যেই সরকার চলে । "

এই বিষয়ে বারাসতের মহকুমা শাসক তাপস বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয় ৷কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।

বারাসত ,22 জানুয়ারি : সামনেই 34 নম্বর জাতীয় সড়ক । কয়েক মিটারের মধ্যেই রয়েছে সরকারি ও বেসরকারি স্কুল । তাছাড়া ডায়াগনস্টিক সেন্টারও আছে । তারপরও এমন একটি জায়গায় মদের দোকানের লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে । যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন । গতকাল ওই দোকানটি খোলার কথা ছিল । কিন্তু, তার আগেই দোকানের শাটার নামিয়ে তাতে পোস্টার সাঁটিয়ে, দলীয় পতাকা টাঙিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় BJP কর্মী-সমর্থকরা । বারাসত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গেছে , বারাসত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায় গতকাল দুপুরে ওই মদের দোকান খুলতে আসে দোকানের কর্মচারীরা । সেই সময় তাদের বাধা দেয় BJP র স্থানীয় নেতা-কর্মীরা । বাধা পেয়ে দোকান না খুলেই ফিরে যায় তারা । এরপর, দোকানের শাটারে কয়েকটি পোস্টার সাঁটিয়ে দেয় BJP কর্মীরা । টাঙানো হয় ব্যানার ও দলীয় পতাকা । শাটার ছাড়াও দোকানের ঠিক সামনে BJP-র দলীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয় । চলে বিক্ষোভ । পরে, খবর পেয়ে বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

BJP নেতা প্রতীক চট্টোপাধ্যায় ও বিকাশ কিশোর দাস বলেন, " গতকালই আমরা জানতে পারি এখানে একটি মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে । সারারাত দোকান সাজানোর কাজও চলেছে । আজ খোলার কথা ছিল মদের দোকানটি । আমরা জানতে পেরেই এলাকার লোকজনকে নিয়ে ওই মদের দোকান বন্ধ করে দিয়েছি । দোকানের শাটারে পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ জানিয়েছি । " তাঁরা জানান, দোকান থেকে 500 মিটারের মধ্যে সরকারি স্কুল রয়েছে । 100-150 মিটারের মধ্যে আরও দু'টি বাচ্চাদের বেসরকারি স্কুল রয়েছে । দোকানের সামনেই জাতীয় সড়ক । জাতীয় সড়কের ওপারে ডায়াগনস্টিক সেন্টার । তারপরও কীভাবে জনবহুল এলাকায় মদের দোকানের লাইসেন্স পেল, সেটাই আশ্চর্যের । " তাঁদের অভিযোগ," এলাকার তৃনমূল কাউন্সিলর ও প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি । তাই, আমরা এগিয়ে এসেছি । কোনওভাবেই আমরা এলাকার পরিবেশ নষ্ট হতে দেব না । প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামব । "

ঘটনার পিছনে শাসকদলের স্থানীয় কাউন্সিলরের মদত রয়েছে বলে অভিযোগ BJP র । যদিও, অভিযোগ উড়িয়ে দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য । বলেন, "এরকম কোনও ঘটনার কথা আমার জানা নেই । মদের দোকানের লাইসেন্স স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট দিয়ে থাকে । লোকাল যে ট্রেড লাইসেন্স নিতে হয়, তাতে কাউন্সিলরের সই লাগে না । এটাই সিস্টেম । এই সিস্টেমের মধ্যেই সরকার চলে । "

এই বিষয়ে বারাসতের মহকুমা শাসক তাপস বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয় ৷কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।

Intro:সামনেই ৩৪ নম্বর জাতীয় সড়ক।তার কয়েক মিটারের মধ্যেই সরকারি ও বেসরকারি স্কুল।আছে ডায়াগনস্টিক সেন্টারও।তারপরও এরকম একটি জনবহুল এলাকায় মদের দোকানের লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।আজ সেই দোকান খোলার কথাও ছিল।কিন্তু,তার আগেই দোকানের শাটার নামিয়ে তাতে পোস্টার সাঁটিয়ে দলীয় পতাকা টাঙিয়ে দিল বিজেপি।ঘটনাটি বারাসত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের।ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের স্থানীয় কাউন্সিলরের।যদিও তিনি তা অস্বীকার করেছেন। Body:বারাসতঃসামনেই ৩৪ নম্বর জাতীয় সড়ক।জাতীয় সড়কের কয়েক মিটারের মধ্যেই সরকারি ও বেসরকারি স্কুল।আছে ডায়াগনস্টিক সেন্টারও।তারপরও এরকম একটি জনবহুল এলাকায় মদের দোকানের লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।আজ সেই মদের দোকান খোলার কথাও ছিল।কিন্তু,তার আগেই ওই মদের দোকানে পোস্টার সাঁটিয়ে দলীয় ফ্ল্যাগ টাঙিয়ে দিল বিজেপি।এমনকি এর বিরুদ্ধে বিক্ষোভও দেখানো হয়।ঘটনাটি বারাসত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের।ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদত রয়েছে বলেও অভিযোগ উঠেছে।যদিও,তিনি তা অস্বীকার করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে,বারাসত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায় আজ দুপুরে ওই মদের দোকান খুলতে আসেন দোকানের কর্মীরা।সেই সময় বাধা দেন বিজেপির স্থানীয় নেতা ও কর্মীরা।বাধার মুখে পড়ে দোকান না খুলেই ফিরে যান তারা।এরপর,সেই দোকানের শাটারে বেশকিছু পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়।টাঙানো হয় ব্যানার ও দলীয় পতাকাও।পোস্টারের কোনওটায় লেখা ছিল ৩ নম্বর ওয়ার্ডে মদের দোকান খুলতে দিচ্ছিনা,দেব না।আবার কোনওটিতে লেখা ছিল কাটমানি নিয়ে মদের দোকানের লাইসেন্স হল কিভাবে,তৃনমূল জবাব দাও।শুধু শাটারে নয়,দোকানের ঠিক সামনে বিজেপির পতাকা দিয়ে ছয়লাপ করে দেওয়া হয়।চলে বিক্ষোভও।পরে,খবর পেয়ে বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিজেপি নেতা প্রতীক চ্যাটার্জি ও বিকাশ কিশোর দাস বলেন,"গতকালই আমরা জানতে পারি এখানে একটি মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে।সারারাত দোকান সাজানোর কাজও চলেছে।আজ খোলার কথা ছিল মদের দোকানটি।আমরা জানতে পেরেই এলাকার লোকজনকে নিয়ে ওই মদের দোকান বন্ধ করে দিয়েছি।দোকানের শাটারে পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ জানিয়েছি"।তাদের কথায়,"দোকান থেকে ৫০০ মিটবার মধ্যে সরকারি স্কুল রয়েছে।১০০-১৫০ মিটারের আরও দুটি বাচ্চাদের বেসরকারি স্কুল রয়েছে।দোকানের সামনেই জাতীয় সড়ক।জাতীয় সড়ক পার করলেই ডায়াগনস্টিক সেন্টার।তারপরও কিভাবে জনবহুল এলাকায় মদের দোকানের লাইসেন্স পেল,সেটাই আশ্চর্যের"।ওই বিজেপি নেতাদের অভিযোগ,"এলাকার তৃনমূল কাউন্সিলর ও প্রশাসনকে স্থানীয় বাসিন্দারা বারবার জানালেও কোনও লাভ হয়নি।তাই,আমরা এগিয়ে এসেছি।কোনওভাবেই আমরা এলাকার পরিবেশ নষ্ট হতে দেবনা।প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামব"।পিছনে শাসকদলের স্থানীয় কাউন্সিলরের মদত রয়েছে বলেও অভিযোগ বিজেপির।যদিও,অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য বলেন,"এরকম কোনও ঘটনার কথা আমার জানা নেই।মদের দোকানের লাইসেন্স স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট দিয়ে থাকে।লোকাল যে ট্রেড লাইসেন্স নিতে হয়,তাতে কাউন্সিলরের সই লাগেনা।এটাই সিস্টেম।এই সিস্টেমের মধ্যেই সরকার চলে"।তবে,জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।Conclusion:এবিষয়ে বারাসতের মহকুমা শাসক তাপস বিশ্বাসের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও যোগাযোগ করা যায়নি।তাকে ফোন করা হলেও ফোন ধরেননি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.