ETV Bharat / bharat

বাইক-সহ যুবককে 2 কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি, দেখুন হাড়হিম করা ভিডিয়ো - ROAD ACCIDENT IN SAMBHAL

উত্তরপ্রদেশের মোরাদাবাদ রোডে ওয়াজিদপুরমের কাছে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক আরোহী যুবক ৷ তিনি হাসাপাতালে ভর্তি ৷

road accident in sambhal
বাইককে 2 কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি (ছবি সূত্র - সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 4:53 PM IST

সম্ভল (উত্তরপ্রদেশ), 30 ডিসেম্বর: বাইক-সহ যুবককে প্রায় 2 কিলোমিটার টেনে নিয়ে গেল একটি গাড়ি ৷ এর জেরে গাড়ির নিচ থেকে তীব্র স্ফুলিঙ্গ বের হতে থাকে ৷ তার পরও গাড়িটি থামেনি বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক আরোহী যুবক ৷ ঘটনাটি ঘটেছে রবিবার উত্তরপ্রদেশের সম্ভল জেলার কোতোয়ালি এলাকার মোরাদাবাদ রোডে ওয়াজিদপুরমের কাছে ৷

পুলিশ সূত্রে খবর, মোরাদাবাদ জেলার মাইনাথার এলাকার শেহজাদ খেদা গ্রামের বাসিন্দা সুখবীর রবিবার সন্ধ্যায় সম্ভল জেলার হায়াতনগরের বাসলা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় মোরাদাবাদ রোডে একটি চার চাকার গাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারে তাঁর বাইকে । সংঘর্ষের পর চালক গাড়ির গতি বাড়িয়ে দেন ৷ এর ফলে গাড়ির নিচে চলে যায় আরোহী-সহ বাইকটি ৷

বাইক-সহ যুবককে 2 কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি, দেখুন হাড়হিম করা ভিডিয়ো (ভিডিয়ো সূত্র - সোশাল মিডিয়া)

বাইকটি আটকে থাকা অবস্থায় চালক কিছুটা রাস্তা গাড়ি নিয়ে এগিয়ে যান । এরপর আরোহী ছিটকে পড়ে যান বাইক থেকে ৷ কিন্তু তাঁর বাইকটি গাড়ির সঙ্গে আটকে থাকে ৷ সেটাকে আরও কিছুটা রাস্তা টেনে নিয়ে যান গাড়ির চালক । গাড়ির চালক বাইকটিকে প্রায় 2 কিলোমিটার টেনে নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ সেখান থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছিল । তবে এই সময় পেছনে অন্য একটি গাড়িতে থাকা ব্যক্তি পুরো ঘটনার ভিডিয়ো করেন তাঁর মোবাইলে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

road accident in sambhal
স্ফুলিঙ্গ বের হচ্ছিল গাড়ি থেকে (ছবি সূত্র - সোশাল মিডিয়া)

অন্যদিকে, দুর্ঘটনায় আহত সুখবীরকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যেখান তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্য জায়গায় রেফার করেন চিকিৎসকরা । এই ঘটনার ব্যাপারে সদর কোতোয়ালি থানার ইনচার্জ অনুজ তোমর বলেন, "ঘাতক গাড়িটিকে ধরার চেষ্টা চলছে । গাড়ির নম্বর জানতে পারলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ বাইক আরোহীকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে ৷ তিনি সেখানেই চিকিৎসাধীন ৷"

সম্ভল (উত্তরপ্রদেশ), 30 ডিসেম্বর: বাইক-সহ যুবককে প্রায় 2 কিলোমিটার টেনে নিয়ে গেল একটি গাড়ি ৷ এর জেরে গাড়ির নিচ থেকে তীব্র স্ফুলিঙ্গ বের হতে থাকে ৷ তার পরও গাড়িটি থামেনি বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক আরোহী যুবক ৷ ঘটনাটি ঘটেছে রবিবার উত্তরপ্রদেশের সম্ভল জেলার কোতোয়ালি এলাকার মোরাদাবাদ রোডে ওয়াজিদপুরমের কাছে ৷

পুলিশ সূত্রে খবর, মোরাদাবাদ জেলার মাইনাথার এলাকার শেহজাদ খেদা গ্রামের বাসিন্দা সুখবীর রবিবার সন্ধ্যায় সম্ভল জেলার হায়াতনগরের বাসলা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় মোরাদাবাদ রোডে একটি চার চাকার গাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারে তাঁর বাইকে । সংঘর্ষের পর চালক গাড়ির গতি বাড়িয়ে দেন ৷ এর ফলে গাড়ির নিচে চলে যায় আরোহী-সহ বাইকটি ৷

বাইক-সহ যুবককে 2 কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি, দেখুন হাড়হিম করা ভিডিয়ো (ভিডিয়ো সূত্র - সোশাল মিডিয়া)

বাইকটি আটকে থাকা অবস্থায় চালক কিছুটা রাস্তা গাড়ি নিয়ে এগিয়ে যান । এরপর আরোহী ছিটকে পড়ে যান বাইক থেকে ৷ কিন্তু তাঁর বাইকটি গাড়ির সঙ্গে আটকে থাকে ৷ সেটাকে আরও কিছুটা রাস্তা টেনে নিয়ে যান গাড়ির চালক । গাড়ির চালক বাইকটিকে প্রায় 2 কিলোমিটার টেনে নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ সেখান থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছিল । তবে এই সময় পেছনে অন্য একটি গাড়িতে থাকা ব্যক্তি পুরো ঘটনার ভিডিয়ো করেন তাঁর মোবাইলে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

road accident in sambhal
স্ফুলিঙ্গ বের হচ্ছিল গাড়ি থেকে (ছবি সূত্র - সোশাল মিডিয়া)

অন্যদিকে, দুর্ঘটনায় আহত সুখবীরকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যেখান তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্য জায়গায় রেফার করেন চিকিৎসকরা । এই ঘটনার ব্যাপারে সদর কোতোয়ালি থানার ইনচার্জ অনুজ তোমর বলেন, "ঘাতক গাড়িটিকে ধরার চেষ্টা চলছে । গাড়ির নম্বর জানতে পারলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ বাইক আরোহীকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে ৷ তিনি সেখানেই চিকিৎসাধীন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.