ETV Bharat / state

ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন যাত্রা - ব্যারাকপুরে শিল্পাঞ্চলে বিজেপির পরিবর্তন যাত্রা

ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন রথ যাত্রায় অংশগ্রহণ করলেন সাংসদ অর্জুন সিং ৷

arjun sing
অর্জুন সিং
author img

By

Published : Feb 24, 2021, 3:39 PM IST

ব্যারাকপুর,24 ফেব্রুয়ারি : ব্যারাকপুরে আজ বিজেপির পরিবর্তন রথ যাত্রায় অংশগ্রহণ করেন বিজেপির বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই যাত্রা নিয়ে তিনি বলেন ব্যারাকপুরের মানুষ ইতিমধ্যেই বিজেপিকে আশির্বাদ করেছেন। 7টা বিধানসভার মধ্যে আমরা ইতিমধ্যে 5 টি জিতে আছি। এবার 7 বিধানসভাতেই জয়ী হবে বিজেপি।

পাহাড়ে এবার সম্পূর্ণ বিজেপি,মন্তব্য অর্জুন সিংয়ের


তিনি আরও বলেন," আমি দার্জিলিং থেকে ফিরলাম, পাহাড়ে এবার সম্পূর্ণ বিজেপি। সে বিষয়ে কোনও সন্দেহ নেই।" তিনি জানান, পাহাড়ে সুভাষ ঘিসিং সহ অন্যান্য দলের সঙ্গে বিজেপির কথা হয়েছে ৷ পাহাড়ে বিজেপিই জিতবে ৷

আরও পড়ুন : মোতেরা স্টেডিয়ামের নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম

আগামীকাল ব্যারাকপুরে আসছেন জে পি নাড্ডা। তিনি ব্যারাকপুরে মঙ্গলপান্ডে স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংগ্রহশালা ও তার বসতবাড়ি পরিদর্শন করবেন নাড্ডা ৷ একজন দলিত সম্প্রদায়ভুক্তের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করবেন নাড্ডা। এরপরে ব্যারাকপুরে আনন্দপুরীতে সভায় যোগ দেবেন তিনি ৷

ব্যারাকপুর,24 ফেব্রুয়ারি : ব্যারাকপুরে আজ বিজেপির পরিবর্তন রথ যাত্রায় অংশগ্রহণ করেন বিজেপির বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই যাত্রা নিয়ে তিনি বলেন ব্যারাকপুরের মানুষ ইতিমধ্যেই বিজেপিকে আশির্বাদ করেছেন। 7টা বিধানসভার মধ্যে আমরা ইতিমধ্যে 5 টি জিতে আছি। এবার 7 বিধানসভাতেই জয়ী হবে বিজেপি।

পাহাড়ে এবার সম্পূর্ণ বিজেপি,মন্তব্য অর্জুন সিংয়ের


তিনি আরও বলেন," আমি দার্জিলিং থেকে ফিরলাম, পাহাড়ে এবার সম্পূর্ণ বিজেপি। সে বিষয়ে কোনও সন্দেহ নেই।" তিনি জানান, পাহাড়ে সুভাষ ঘিসিং সহ অন্যান্য দলের সঙ্গে বিজেপির কথা হয়েছে ৷ পাহাড়ে বিজেপিই জিতবে ৷

আরও পড়ুন : মোতেরা স্টেডিয়ামের নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম

আগামীকাল ব্যারাকপুরে আসছেন জে পি নাড্ডা। তিনি ব্যারাকপুরে মঙ্গলপান্ডে স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংগ্রহশালা ও তার বসতবাড়ি পরিদর্শন করবেন নাড্ডা ৷ একজন দলিত সম্প্রদায়ভুক্তের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করবেন নাড্ডা। এরপরে ব্যারাকপুরে আনন্দপুরীতে সভায় যোগ দেবেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.