হাবড়া, 8জুন: দিলীপ-লকেটের পর বাধার মুখে এবার বিধায়ক দুলাল বর। আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। আটকানো হয়েছিল সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও। এবার ঘূর্ণিঝড় দুর্গত মানুষের জন্য ত্রিপল নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়লেন বিধায়ক দুলাল বর। বাজেয়াপ্ত করা হয় ত্রিপল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার মছলন্দপুরে। যদিও পুলিশের তরফে বলা হয়, বিধায়কের কাছে ত্রিপল নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজ ছিল না।
২০ মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে অন্যান্য ব্লকের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাগদা ব্লকেও। তার চার দিন পর আবার কালবৈশাখী আছড়ে পড়েছিল বাগদায়। দুই ঝড়ে বাগদা, হেলেঞ্চা, সিন্দ্রাণী সহ বেশ কয়েকটি ব্লকের লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ভেঙেছে বহু কাঁচাবাড়িও। দুর্গতদের অনেকেই খোলা আকাশের নীচে বাস করছে। সেই সব দুর্গত মানুষের কাছে ত্রিপল পৌঁছে দেওয়ার জন্য রবিবার রাতে কলকাতা থেকে বাগদায় ফিরছিলেন BJP বিধায়ক দুলাল বর। তাঁর গাড়িতে এক হাজার ত্রিপল ছিল বলে জানা গেছে । মছলন্দপুরের কাছে আসতেই দুলালবাবুর গাড়ি আটকায় পুলিশ। ত্রিপলের গাড়ি-সহ তাঁকে নিয়ে যাওয়া হয় থানায়। বিধায়ককে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে অবশ্য ত্রিপল আটকে রেখে বিধায়ককে পুলিশ ছেড়ে দেয়।
এপ্রসঙ্গে দুলাল বর বলেন, 'বাগদার ক্ষতিগ্রস্তদের অনেকেই সরকারি ত্রাণ পাননি। তাঁদের জন্য কলকাতা থেকে ত্রিপল নিয়ে যাওয়ার সময় তৃণমূলের মদতে পুলিশ আমার গাড়ি আটকেছে। পুলিশ ত্রাণের ত্রিপল ছিনিয়ে নিয়েছে।' এদিকে হাবরার সার্কেল ইনস্পেক্টর গৌতম মিত্র বলেন, "ত্রিপলের বৈধ কোনও কাগজ ছিল না। সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে।"
BJP বিধায়ককে ত্রাণ দিতে বাধার অভিযোগ
রবিবার রাতে উত্তর ২৪ পরগনার হাবড়ার মছলন্দপুরে ত্রাণ দিতে যাওয়ার সময় আটকানো হয় বিধায়ক দুলাল বরের গাড়ি। বিধায়ককে থানায় দীর্ঘ সময় বসিয়ে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
হাবড়া, 8জুন: দিলীপ-লকেটের পর বাধার মুখে এবার বিধায়ক দুলাল বর। আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। আটকানো হয়েছিল সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও। এবার ঘূর্ণিঝড় দুর্গত মানুষের জন্য ত্রিপল নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়লেন বিধায়ক দুলাল বর। বাজেয়াপ্ত করা হয় ত্রিপল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার মছলন্দপুরে। যদিও পুলিশের তরফে বলা হয়, বিধায়কের কাছে ত্রিপল নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজ ছিল না।
২০ মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে অন্যান্য ব্লকের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাগদা ব্লকেও। তার চার দিন পর আবার কালবৈশাখী আছড়ে পড়েছিল বাগদায়। দুই ঝড়ে বাগদা, হেলেঞ্চা, সিন্দ্রাণী সহ বেশ কয়েকটি ব্লকের লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ভেঙেছে বহু কাঁচাবাড়িও। দুর্গতদের অনেকেই খোলা আকাশের নীচে বাস করছে। সেই সব দুর্গত মানুষের কাছে ত্রিপল পৌঁছে দেওয়ার জন্য রবিবার রাতে কলকাতা থেকে বাগদায় ফিরছিলেন BJP বিধায়ক দুলাল বর। তাঁর গাড়িতে এক হাজার ত্রিপল ছিল বলে জানা গেছে । মছলন্দপুরের কাছে আসতেই দুলালবাবুর গাড়ি আটকায় পুলিশ। ত্রিপলের গাড়ি-সহ তাঁকে নিয়ে যাওয়া হয় থানায়। বিধায়ককে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে অবশ্য ত্রিপল আটকে রেখে বিধায়ককে পুলিশ ছেড়ে দেয়।
এপ্রসঙ্গে দুলাল বর বলেন, 'বাগদার ক্ষতিগ্রস্তদের অনেকেই সরকারি ত্রাণ পাননি। তাঁদের জন্য কলকাতা থেকে ত্রিপল নিয়ে যাওয়ার সময় তৃণমূলের মদতে পুলিশ আমার গাড়ি আটকেছে। পুলিশ ত্রাণের ত্রিপল ছিনিয়ে নিয়েছে।' এদিকে হাবরার সার্কেল ইনস্পেক্টর গৌতম মিত্র বলেন, "ত্রিপলের বৈধ কোনও কাগজ ছিল না। সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে।"