ETV Bharat / state

Bengal Civic Polls 2022: বাড়ছে ভোটর উত্তাপ, বিরোধীদের ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দেওযার অভিযোগ

ভোটের মুখে বিজেপি প্রার্থীর ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ । কাঠগড়ায় তৃণমূল । রাজনৈতিক চাপানোতরে উত্তাপ বাড়ছে বসিরহাটে (Bengal Civic Polls 2022) ।

Poster Controversy
Bengal Civic Polls 2022
author img

By

Published : Feb 11, 2022, 8:35 PM IST

বসিরহাট, 11 ফেব্রুয়ারি : ভোটের দামামা বাজতেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে । তারই মধ্যে এবার বিজেপি প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনার জেরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায় বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে (Poster Controversy)।

27 ফেব্রুয়ারি বসিরহাট-সহ রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন (Bengal Civic Polls 2022) । এই পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড থেকে এবার বিজেপির টিকিটে লড়ছেন বিশ্বজিৎ দাস । তাঁর বিপরীতে লড়ছেন তৃণমূলের গোপালচন্দ্র দাস । জানা গিয়েছে, বিজেপি প্রার্থীর সমর্থনে ভ্যাবলা হাইস্কুল থেকে ধোপাপাড়া, মুক্তার বাজার, ছোট জিরাকপুর পর্যন্ত বিভিন্ন রাস্তার ধারে একাধিক ফ্লেক্স, ব্যানার টাঙানো হয়েছিল দলের তরফে । সেই সমস্ত ফ্লেক্স ব্যানারের অধিকাংশই ছিঁড়ে রাস্তার ধারের ড্রেনে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ । শুক্রবার সকালে এই ঘটনাটি বিজেপি কর্মীদের নজরে আসতেই উত্তেজনা ছড়ায় ছোট জিরাকপুর এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস । পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন বসিরহাট থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: Ipac again follow Mamata : বিতর্ক শুরু হতেই টুইটারে ফের মমতাকে ফলো আইপ্যাকের

এই প্রসঙ্গেই ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, "ভোটের নির্ঘণ্ট বাজতেই তৃণমূলের দুষ্কৃতীরা বাইক নিয়ে তান্ডব শুরু করেছে এলাকায় । সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে । যাতে তাঁরা নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন । ভোটে হেরে যাওয়ার ভয়েই মানুষকে ভীতসন্ত্রস্ত করতে চাইছে শাসকদল । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । পুলিশকে বলেছি, ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে । না-হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব"।

বিজেপির অভিযোগ, ভোটের আগে এলাকার সুস্থ পরিবেশ অশান্ত করতে চাইছে শাসকদল । তাই রাতের অন্ধকারে এই ধরণের ঘৃণ্য কাজ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । তৃণমূল প্রার্থী গোপালচন্দ্র দাস বলেন, "বিজেপি প্রার্থীকে মেনে নিতে পারছেন না ওদের দলের কর্মীরাই । নিজেদের গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে । গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিতেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । আমরা এমনিতেই এখানে জিতবে । ওদের দলের কর্মীরাও আমাকে ভোট দেবে বলেছে । তাই এই ধরণের ঘটনার আশ্রয় নিতে হয় না আমাদের"।

বসিরহাট, 11 ফেব্রুয়ারি : ভোটের দামামা বাজতেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে । তারই মধ্যে এবার বিজেপি প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনার জেরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায় বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে (Poster Controversy)।

27 ফেব্রুয়ারি বসিরহাট-সহ রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন (Bengal Civic Polls 2022) । এই পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড থেকে এবার বিজেপির টিকিটে লড়ছেন বিশ্বজিৎ দাস । তাঁর বিপরীতে লড়ছেন তৃণমূলের গোপালচন্দ্র দাস । জানা গিয়েছে, বিজেপি প্রার্থীর সমর্থনে ভ্যাবলা হাইস্কুল থেকে ধোপাপাড়া, মুক্তার বাজার, ছোট জিরাকপুর পর্যন্ত বিভিন্ন রাস্তার ধারে একাধিক ফ্লেক্স, ব্যানার টাঙানো হয়েছিল দলের তরফে । সেই সমস্ত ফ্লেক্স ব্যানারের অধিকাংশই ছিঁড়ে রাস্তার ধারের ড্রেনে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ । শুক্রবার সকালে এই ঘটনাটি বিজেপি কর্মীদের নজরে আসতেই উত্তেজনা ছড়ায় ছোট জিরাকপুর এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস । পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন বসিরহাট থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: Ipac again follow Mamata : বিতর্ক শুরু হতেই টুইটারে ফের মমতাকে ফলো আইপ্যাকের

এই প্রসঙ্গেই ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, "ভোটের নির্ঘণ্ট বাজতেই তৃণমূলের দুষ্কৃতীরা বাইক নিয়ে তান্ডব শুরু করেছে এলাকায় । সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে । যাতে তাঁরা নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন । ভোটে হেরে যাওয়ার ভয়েই মানুষকে ভীতসন্ত্রস্ত করতে চাইছে শাসকদল । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । পুলিশকে বলেছি, ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে । না-হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব"।

বিজেপির অভিযোগ, ভোটের আগে এলাকার সুস্থ পরিবেশ অশান্ত করতে চাইছে শাসকদল । তাই রাতের অন্ধকারে এই ধরণের ঘৃণ্য কাজ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । তৃণমূল প্রার্থী গোপালচন্দ্র দাস বলেন, "বিজেপি প্রার্থীকে মেনে নিতে পারছেন না ওদের দলের কর্মীরাই । নিজেদের গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে । গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিতেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । আমরা এমনিতেই এখানে জিতবে । ওদের দলের কর্মীরাও আমাকে ভোট দেবে বলেছে । তাই এই ধরণের ঘটনার আশ্রয় নিতে হয় না আমাদের"।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.