ETV Bharat / state

BJP-র ক্যাম্প অফিসে ভাঙচুর, বোমাবাজি ও গুলি - duttapukur

BJP-র ক্যাম্প অফিসে ভাঙচুর । চলে বোমাবাজি ও গুলি । ঘটনার তদন্তে দত্তপুকুর থানার পুলিশ ।

BJP অফিসে ভাঙচুর ও গুলি
author img

By

Published : May 6, 2019, 9:40 AM IST

Updated : May 6, 2019, 10:54 AM IST

দত্তপুকুর, 6 মে : BJP-র ক্যাম্প অফিসে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি কাশেমপুরের ১৭৭ নম্বর বুথের । ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ ।

কাশেমপুরের ১৭৭ নম্বর বুথে BJP-র ক্যাম্প অফিস খোলা হয় । অভিযোগ, গতরাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ক্যাম্প অফিসে ভাঙচুর করে । মারধর করে কয়েকজন BJP কর্মীকে । শুধু তাই নয়, বোমাবাজির পাশাপাশি চালানো হয় 2 রাউন্ড গুলিও ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয় BJP নেতা হেমন্ত সামন্ত বলেন, "দত্তপুকুর 1 ও 2 নম্বর ব্লকে গতরাত থেকেই তৃণমূলের বহিরাগতরা সন্ত্রাস চালাচ্ছে । বিভিন্ন জায়গায় BJP কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে ।" যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

আজ পঞ্চম দফার নির্বাচন শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে দত্তপুকুর এলাকা । দত্তপুকুরের পাইকপাড়ার ১৭২ নম্বর বুথে BJPএজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে BJP এজেন্টরা বুথে ঢুকতে পারে ।

দত্তপুকুর, 6 মে : BJP-র ক্যাম্প অফিসে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি কাশেমপুরের ১৭৭ নম্বর বুথের । ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ ।

কাশেমপুরের ১৭৭ নম্বর বুথে BJP-র ক্যাম্প অফিস খোলা হয় । অভিযোগ, গতরাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ক্যাম্প অফিসে ভাঙচুর করে । মারধর করে কয়েকজন BJP কর্মীকে । শুধু তাই নয়, বোমাবাজির পাশাপাশি চালানো হয় 2 রাউন্ড গুলিও ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয় BJP নেতা হেমন্ত সামন্ত বলেন, "দত্তপুকুর 1 ও 2 নম্বর ব্লকে গতরাত থেকেই তৃণমূলের বহিরাগতরা সন্ত্রাস চালাচ্ছে । বিভিন্ন জায়গায় BJP কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে ।" যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

আজ পঞ্চম দফার নির্বাচন শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে দত্তপুকুর এলাকা । দত্তপুকুরের পাইকপাড়ার ১৭২ নম্বর বুথে BJPএজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে BJP এজেন্টরা বুথে ঢুকতে পারে ।

Last Updated : May 6, 2019, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.