ETV Bharat / state

Shantanu Thakur : বিশ্বজিৎ দাসের দলবদলকে গুরুত্ব দিলেন না কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর - কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর

বারাসত পশ্চিম মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ আলি 6 অগস্ট মারা যান ৷ অভিযোগ, তৃণমূল কর্মীদের হিংসাত্মক আক্রমণে তিনি প্রাণ হারিয়েছেন ৷ তাই তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করতে বনগাঁয় নিহত বিজেপি নেতার বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷ সেখানে কী বললেন বিশ্বজিৎ দাস প্রসঙ্গে ?

নিহত বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর
নিহত বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর
author img

By

Published : Sep 4, 2021, 12:31 PM IST

বারাসত, 4 সেপ্টেম্বর : বিজেপি দলে কোনও ভাঙন ধরেনি । যাঁরা তৃণমূল থেকে একসময় ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, তাঁরাই আবার ঘাসফুল শিবিরে ফিরে যাচ্ছেন । এতে দল এতটুকু বিচলিত নয়, বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের তৃণমূলে চলে যাওয়া নিয়ে শুক্রবার এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷

শুক্রবার বিকেলে বারাসতের চন্দনপুরে নিহত দলীয় নেতা মহম্মদ আলির বাড়িতে যান কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী । সেখানে রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে নিহতের স্ত্রী সেলিমা খাতুনের হাতে দলের তরফে 5 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি । এছাড়া নতুন জামাকাপড়, বেশকিছু খাদ্যসামগ্রীও দেওয়া হয় নিহতের পরিবারকে । এরপর সাংবাদিকদের সাম্প্রতিক নানা বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি ৷

বিশ্বজিৎ দাসের তৃণমূল প্রত্যাবর্তন

তাঁর দলবদলে ভারতীয় জনতা পার্টির কোনও ক্ষতি হবে না । প্রভাব পড়বে না বনগাঁর দলীয় সংগঠনেও । বাগদা কেন্দ্রে উপ-নির্বাচন হলে বিজেপি-ই জিতবে । এটা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলছি । বিশ্বজিৎ দাসকে টিকিট দিতে বারণ করেছিলাম । কিন্তু তারপরও বাগদা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে । কী কারণে টিকিট দেওয়া হল, সেটা আর বলছি না । তবে, যাঁরা বিশ্বজিতকে টিকিট দিয়েছিলেন, তাঁরাও হয়তো এখন তৃণমূলে চলে গিয়েছেন ।

নিহত বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর
বনগাঁর পুরসভায় রাজনৈতিক বদল

বনগাঁর রাজনৈতিক পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে । বিজেপি দলের অভ্যন্তরে খেয়োখেয়ি, দল ছাড়ার হিড়িক লেগেই রয়েছে । এমনকি, দলীয় কোন্দলও একেবারে প্রকাশ্যে চলে এসেছে । বনস্পতি দেবের নাম উল্লেখ করে প্রশ্ন করা হলে উত্তর না দিয়ে কার্যত উঠে যান ৷ তবে তিনি নিশ্চিত যে বনগাঁ লোকসভা, বনগাঁ সাবডিভিশন ঠিক আছে ৷

  • Bengal witnessed unprecedented post poll violence and many of the innocent families got affected by it.
    Today, met the affected families in Barasat and handed over the financial assistance and commemorative letters to the families of martyrs.#ShohidSommanJatra pic.twitter.com/pKkdsw8R4F

    — Shantanu Thakur (@Shantanu_bjp) September 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ভোট-পরবর্তী হিংসা

মহামান্য আদালত যে রায় দিয়েছে, তাকে সর্বোচ্চ রায় হিসেবে গণ্য করে আমরা সেভাবে চলতে চাইছি ৷ সিবিআই প্রতিটি মামলার তদন্ত করে দোষীদের সাজা দিক, সেটাই আমরা চাই । বারাসত পশ্চিম মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ আলী ৷ তাঁকে নির্মম ভাবে মারা হয়েছে ৷ এটা নিয়েও খুব শীঘ্রই সিবিআই তদন্তে নামবে ৷ আমরাও তৎপর হচ্ছি ৷ দু'জন দোষী ধরা পড়েছে ৷ তারা শাস্তি পাক, সেটা নিয়ে আমরা তৎপর হচ্ছি ৷

আরও পড়ুন : TMC-BJP : কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি থেকে ছাড় পাচ্ছেন না অভিষেকের স্কুলের বন্ধুরাও, অভিযোগ সুখেন্দুশেখরের

সারা দেশের মতো রাজ্যেও বন্দর তৈরির পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু বহু বছর কেটে গেলেও রাজ্যে কিছু হয়নি ৷ এ প্রসঙ্গে কী বললেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ?

রাজ্যে নতুন বন্দর
নতুন বন্দর তৈরি করতে হলে রাজ্য সরকারের জমি দিতে হয় ৷ তাজপুরে বন্দর হওয়ার কথা ছিল, রাজ্য সরকার ইচ্ছে প্রকাশ করলে আমরা একপায়ে রাজি আছি ৷ জমি দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা দরকার ৷

2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জাহাজ, বন্দর, জলভাগে বিশাল উন্নয়নের কথা চিন্তা করা হয়েছে ৷ 2014-র আগে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ভারতে ছিল না ৷ এখন 111টা ইনল্যান্ড ওয়াটার ওয়েজ তৈরি হচ্ছে ৷ তার মধ্যে উত্তর-পূর্বের জন্য 20টি প্রজেক্ট দেওয়া হয়েছে ৷

হলদিয়া, কলকাতা বন্দরের বেহাল অবস্থা

কোথায় বেহাল অবস্থা ? এটা ভুল ধারণা ৷ ব্রিটিশ রাজত্বকালে যে ভাবে তৈরি করা হয়েছিল, সে ভাবেই রয়ে গিয়েছে ৷ এটা ঠিক করতে গেলে কলকাতায় অনেক জায়গা ভাঙতে হবে ৷ রাজ্য সরকার সহযোগিতা করছে না ৷ সাগরদ্বীপ সমুদ্র বন্দর হবে, তবে অপেক্ষা করতে হবে ৷

প্রসঙ্গত, ভোট পরবর্তী অশান্তিতে গত 25 জুলাই কিছু দুষ্কৃতীদের হামলায় হাসপাতালে ভর্তি হন বিজেপি নেতা মহম্মদ আলি । অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব আক্রমণ করেছিল তাঁকে ৷ 6 অগস্ট কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় দ্বিতীয় চার্জশিট সিবিআইয়ের

বারাসত, 4 সেপ্টেম্বর : বিজেপি দলে কোনও ভাঙন ধরেনি । যাঁরা তৃণমূল থেকে একসময় ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, তাঁরাই আবার ঘাসফুল শিবিরে ফিরে যাচ্ছেন । এতে দল এতটুকু বিচলিত নয়, বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের তৃণমূলে চলে যাওয়া নিয়ে শুক্রবার এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷

শুক্রবার বিকেলে বারাসতের চন্দনপুরে নিহত দলীয় নেতা মহম্মদ আলির বাড়িতে যান কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী । সেখানে রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে নিহতের স্ত্রী সেলিমা খাতুনের হাতে দলের তরফে 5 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি । এছাড়া নতুন জামাকাপড়, বেশকিছু খাদ্যসামগ্রীও দেওয়া হয় নিহতের পরিবারকে । এরপর সাংবাদিকদের সাম্প্রতিক নানা বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি ৷

বিশ্বজিৎ দাসের তৃণমূল প্রত্যাবর্তন

তাঁর দলবদলে ভারতীয় জনতা পার্টির কোনও ক্ষতি হবে না । প্রভাব পড়বে না বনগাঁর দলীয় সংগঠনেও । বাগদা কেন্দ্রে উপ-নির্বাচন হলে বিজেপি-ই জিতবে । এটা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলছি । বিশ্বজিৎ দাসকে টিকিট দিতে বারণ করেছিলাম । কিন্তু তারপরও বাগদা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে । কী কারণে টিকিট দেওয়া হল, সেটা আর বলছি না । তবে, যাঁরা বিশ্বজিতকে টিকিট দিয়েছিলেন, তাঁরাও হয়তো এখন তৃণমূলে চলে গিয়েছেন ।

নিহত বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর
বনগাঁর পুরসভায় রাজনৈতিক বদল

বনগাঁর রাজনৈতিক পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে । বিজেপি দলের অভ্যন্তরে খেয়োখেয়ি, দল ছাড়ার হিড়িক লেগেই রয়েছে । এমনকি, দলীয় কোন্দলও একেবারে প্রকাশ্যে চলে এসেছে । বনস্পতি দেবের নাম উল্লেখ করে প্রশ্ন করা হলে উত্তর না দিয়ে কার্যত উঠে যান ৷ তবে তিনি নিশ্চিত যে বনগাঁ লোকসভা, বনগাঁ সাবডিভিশন ঠিক আছে ৷

  • Bengal witnessed unprecedented post poll violence and many of the innocent families got affected by it.
    Today, met the affected families in Barasat and handed over the financial assistance and commemorative letters to the families of martyrs.#ShohidSommanJatra pic.twitter.com/pKkdsw8R4F

    — Shantanu Thakur (@Shantanu_bjp) September 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ভোট-পরবর্তী হিংসা

মহামান্য আদালত যে রায় দিয়েছে, তাকে সর্বোচ্চ রায় হিসেবে গণ্য করে আমরা সেভাবে চলতে চাইছি ৷ সিবিআই প্রতিটি মামলার তদন্ত করে দোষীদের সাজা দিক, সেটাই আমরা চাই । বারাসত পশ্চিম মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ আলী ৷ তাঁকে নির্মম ভাবে মারা হয়েছে ৷ এটা নিয়েও খুব শীঘ্রই সিবিআই তদন্তে নামবে ৷ আমরাও তৎপর হচ্ছি ৷ দু'জন দোষী ধরা পড়েছে ৷ তারা শাস্তি পাক, সেটা নিয়ে আমরা তৎপর হচ্ছি ৷

আরও পড়ুন : TMC-BJP : কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি থেকে ছাড় পাচ্ছেন না অভিষেকের স্কুলের বন্ধুরাও, অভিযোগ সুখেন্দুশেখরের

সারা দেশের মতো রাজ্যেও বন্দর তৈরির পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু বহু বছর কেটে গেলেও রাজ্যে কিছু হয়নি ৷ এ প্রসঙ্গে কী বললেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ?

রাজ্যে নতুন বন্দর
নতুন বন্দর তৈরি করতে হলে রাজ্য সরকারের জমি দিতে হয় ৷ তাজপুরে বন্দর হওয়ার কথা ছিল, রাজ্য সরকার ইচ্ছে প্রকাশ করলে আমরা একপায়ে রাজি আছি ৷ জমি দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা দরকার ৷

2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জাহাজ, বন্দর, জলভাগে বিশাল উন্নয়নের কথা চিন্তা করা হয়েছে ৷ 2014-র আগে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ভারতে ছিল না ৷ এখন 111টা ইনল্যান্ড ওয়াটার ওয়েজ তৈরি হচ্ছে ৷ তার মধ্যে উত্তর-পূর্বের জন্য 20টি প্রজেক্ট দেওয়া হয়েছে ৷

হলদিয়া, কলকাতা বন্দরের বেহাল অবস্থা

কোথায় বেহাল অবস্থা ? এটা ভুল ধারণা ৷ ব্রিটিশ রাজত্বকালে যে ভাবে তৈরি করা হয়েছিল, সে ভাবেই রয়ে গিয়েছে ৷ এটা ঠিক করতে গেলে কলকাতায় অনেক জায়গা ভাঙতে হবে ৷ রাজ্য সরকার সহযোগিতা করছে না ৷ সাগরদ্বীপ সমুদ্র বন্দর হবে, তবে অপেক্ষা করতে হবে ৷

প্রসঙ্গত, ভোট পরবর্তী অশান্তিতে গত 25 জুলাই কিছু দুষ্কৃতীদের হামলায় হাসপাতালে ভর্তি হন বিজেপি নেতা মহম্মদ আলি । অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব আক্রমণ করেছিল তাঁকে ৷ 6 অগস্ট কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় দ্বিতীয় চার্জশিট সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.