ETV Bharat / state

ডিম ফোটানোর যন্ত্রে স্বনির্ভরতার নতুন দিশা গাইঘাটার যুবকের

লকডাউনে চাকরি হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন । কৃষি দপ্তরের পরামর্শে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন গাইঘাটার মণীশ পাণ্ডে ।

গাইঘাটার যুবকের
গাইঘাটার যুবকের
author img

By

Published : Nov 19, 2020, 11:09 PM IST

Updated : Nov 20, 2020, 4:46 PM IST

গাইঘাটা, 19 নভেম্বর : চাকরি করতেন বেসরকারি সংস্থায় । লকডাউনে কর্মহীন হয়ে পড়েন । চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন । আলাপ হল কৃষি দপ্তরের এক আধিকারিকের সঙ্গে । তাঁরই দেখানো পথে ডিম ফোটানো যন্ত্র তৈরি করে স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন গাইঘাটার যুবক মণীশ পাণ্ডে ।

উত্তর 24 পরগনার গাইঘাটা থানার রামচন্দ্রপুরের বাসিন্দা বছর ছত্তিশের মণীশ । সিভিল ডিপ্লোমা উত্তীর্ণ । চাকরি করতেন একটি নামী বেসরকারি সংস্থায় । কোরোনা পরিস্থিতিতে হারান চাকরি । স্ত্রী ও পুত্রকে নিয়ে আকূল পাথারে পড়ে যান । আর্থিক অনটনে সংসারে অশান্তি শুরু হয় । কী করবেন, কোথায় যাবেন ভেবে দিশাহারা । অবশেষে এক বন্ধুর পরামর্শে সোজা চলে যান গাইঘাটা কৃষি দপ্তরের অফিসে । সেখানে দেখা করেন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট টেকনিকাল ম্যানেজার সুবীর দাসের সঙ্গে । তাঁর সামনে নিজের অসহায়তার কথা বলে মণীশ কেঁদে ফেলেন । সুবীরবাবু তাঁকে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দেন । কৃষি দপ্তরে হাঁস-মুরগির ডিম ফোটানোর পেল্লাই যন্ত্র দেখিয়ে তার প্রযুক্তিগত দিকগুলো তিনি মণীশকে বোঝান । হাসি মুখে বাড়ি ফেরেন চাকরি হারানো যুবক ।

নিজের তৈরি ডিম ফোটানো যন্ত্র নিয়ে স্বপ্ন দেখেন ঘুরে দাঁড়ানোর
নিজের তৈরি ডিম ফোটানো যন্ত্র নিয়ে স্বপ্ন দেখেন ঘুরে দাঁড়ানোর

তারপর ঘরোয়া পদ্ধতিতে সেই ইনকিউবেটর বা ডিম ফোটানোর যন্ত্র ঘরে বসে কীভাবে বানানো যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন । থার্মোকলের বাক্স কেনেন । বাক্সের ভিতরে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখার জন্য কম খরচে কিছু বৈদ্যুতিন যন্ত্রও কিনে আনেন । প্রথমে 100টি ডিম তার মধ্যে রেখে পরীক্ষা করে দেখেন । নির্দিষ্ট দিনের পরে দেখা যায়, 90টি ডিম থেকে বাচ্চা ফুটে বেরোচ্ছে । তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে । গত তিন মাসে বেশ কিছু ইনকিউবেটর যন্ত্র তিনি তৈরি করেন । দিনে দিনে ওই যন্ত্রের বরাতও আসছে তাঁর কাছে । সঙ্গে আট থেকে দশ টাকায় কেনা ডিম ফুটিয়ে হাঁস বা মুরগির যে ডিমগুলো কিনছেন, বাচ্চা ফোটানোর পর তা বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায় । বিদ্যুৎ খরচ অতি সামান্য । সব মিলিয়ে লাভ কয়েকগুণ । মণীশের তৈরি ডিম ফোটানোর যন্ত্রের যেমন চাহিদা বাড়ছে, তেমনই হাঁস মুরগির বাচ্চারও চাহিদা রয়েছে । গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে ওই যন্ত্র তুলে দেওয়ার কথা ভাবছে কৃষি দপ্তরও ।

ডিম ফোটানো যন্ত্র হাতে মণীশ
ডিম ফোটানো যন্ত্র হাতে মণীশ

মণীশ বলেন, "লকডাউনে চাকরি চলে যাওয়ার পরে ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম । কৃষি দপ্তরের পরামর্শে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি । আমার তৈরি ডিম ফোটানোর যন্ত্র ব্যবহার করে অনেকেই স্বাবলম্বী হতে পারেন ।"

ডিম ফোটানোর যন্ত্রে স্বনির্ভরতার নতুন দিশা গাইঘাটার যুবকের

কৃষি দপ্তরের আধিকারিক সুবীর দাস বলেন, "সমস্ত কৃতিত্ব মণীশেরই । লকডাউনে ওর কাজ চলে যায় । ও আমার কাছে এসেছিল । আমি ওকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছি । বাকিটা মণীশই করেছে । আমার ধারণা, মণীশের এই যন্ত্র গ্রামীণ অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলবে ।"

লকডাউনে চাকরি খোয়ানো যুবক-যুবতিদের উদ্দেশে মণীশের বার্তা, ভেঙে পড়বেন না । পথই দেখিয়ে দেবে নতুন পথের ঠিকানা ।

গাইঘাটা, 19 নভেম্বর : চাকরি করতেন বেসরকারি সংস্থায় । লকডাউনে কর্মহীন হয়ে পড়েন । চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন । আলাপ হল কৃষি দপ্তরের এক আধিকারিকের সঙ্গে । তাঁরই দেখানো পথে ডিম ফোটানো যন্ত্র তৈরি করে স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন গাইঘাটার যুবক মণীশ পাণ্ডে ।

উত্তর 24 পরগনার গাইঘাটা থানার রামচন্দ্রপুরের বাসিন্দা বছর ছত্তিশের মণীশ । সিভিল ডিপ্লোমা উত্তীর্ণ । চাকরি করতেন একটি নামী বেসরকারি সংস্থায় । কোরোনা পরিস্থিতিতে হারান চাকরি । স্ত্রী ও পুত্রকে নিয়ে আকূল পাথারে পড়ে যান । আর্থিক অনটনে সংসারে অশান্তি শুরু হয় । কী করবেন, কোথায় যাবেন ভেবে দিশাহারা । অবশেষে এক বন্ধুর পরামর্শে সোজা চলে যান গাইঘাটা কৃষি দপ্তরের অফিসে । সেখানে দেখা করেন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট টেকনিকাল ম্যানেজার সুবীর দাসের সঙ্গে । তাঁর সামনে নিজের অসহায়তার কথা বলে মণীশ কেঁদে ফেলেন । সুবীরবাবু তাঁকে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দেন । কৃষি দপ্তরে হাঁস-মুরগির ডিম ফোটানোর পেল্লাই যন্ত্র দেখিয়ে তার প্রযুক্তিগত দিকগুলো তিনি মণীশকে বোঝান । হাসি মুখে বাড়ি ফেরেন চাকরি হারানো যুবক ।

নিজের তৈরি ডিম ফোটানো যন্ত্র নিয়ে স্বপ্ন দেখেন ঘুরে দাঁড়ানোর
নিজের তৈরি ডিম ফোটানো যন্ত্র নিয়ে স্বপ্ন দেখেন ঘুরে দাঁড়ানোর

তারপর ঘরোয়া পদ্ধতিতে সেই ইনকিউবেটর বা ডিম ফোটানোর যন্ত্র ঘরে বসে কীভাবে বানানো যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন । থার্মোকলের বাক্স কেনেন । বাক্সের ভিতরে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখার জন্য কম খরচে কিছু বৈদ্যুতিন যন্ত্রও কিনে আনেন । প্রথমে 100টি ডিম তার মধ্যে রেখে পরীক্ষা করে দেখেন । নির্দিষ্ট দিনের পরে দেখা যায়, 90টি ডিম থেকে বাচ্চা ফুটে বেরোচ্ছে । তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে । গত তিন মাসে বেশ কিছু ইনকিউবেটর যন্ত্র তিনি তৈরি করেন । দিনে দিনে ওই যন্ত্রের বরাতও আসছে তাঁর কাছে । সঙ্গে আট থেকে দশ টাকায় কেনা ডিম ফুটিয়ে হাঁস বা মুরগির যে ডিমগুলো কিনছেন, বাচ্চা ফোটানোর পর তা বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায় । বিদ্যুৎ খরচ অতি সামান্য । সব মিলিয়ে লাভ কয়েকগুণ । মণীশের তৈরি ডিম ফোটানোর যন্ত্রের যেমন চাহিদা বাড়ছে, তেমনই হাঁস মুরগির বাচ্চারও চাহিদা রয়েছে । গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে ওই যন্ত্র তুলে দেওয়ার কথা ভাবছে কৃষি দপ্তরও ।

ডিম ফোটানো যন্ত্র হাতে মণীশ
ডিম ফোটানো যন্ত্র হাতে মণীশ

মণীশ বলেন, "লকডাউনে চাকরি চলে যাওয়ার পরে ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম । কৃষি দপ্তরের পরামর্শে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি । আমার তৈরি ডিম ফোটানোর যন্ত্র ব্যবহার করে অনেকেই স্বাবলম্বী হতে পারেন ।"

ডিম ফোটানোর যন্ত্রে স্বনির্ভরতার নতুন দিশা গাইঘাটার যুবকের

কৃষি দপ্তরের আধিকারিক সুবীর দাস বলেন, "সমস্ত কৃতিত্ব মণীশেরই । লকডাউনে ওর কাজ চলে যায় । ও আমার কাছে এসেছিল । আমি ওকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছি । বাকিটা মণীশই করেছে । আমার ধারণা, মণীশের এই যন্ত্র গ্রামীণ অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলবে ।"

লকডাউনে চাকরি খোয়ানো যুবক-যুবতিদের উদ্দেশে মণীশের বার্তা, ভেঙে পড়বেন না । পথই দেখিয়ে দেবে নতুন পথের ঠিকানা ।

Last Updated : Nov 20, 2020, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.