দমদম, 30 মার্চ : আমফান থেকে করোনা সব সময় মানুষের পাশে ছিলেন ৷ গতবার না জিতলেও ছাড়েননি আশা ৷ নতুন উদ্যমে উত্তর দমদমে ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ৷
মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে বের হন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ উত্তর দমদমে তাঁকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ তৃণমূলের বহু কর্মী সমর্থক এদিন উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের প্রচারে ৷ এলাকার মানুষ তাঁর উপর পুষ্পবৃষ্টি করে ৷ মালা দিয়ে তাঁকে বরণ করেন এলাকার মানুষ ৷ গত 2016 সালে উত্তর দমদমে থেকেই হারের মুখ দেখতে হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যেকে ৷ তবে এবারে তিনি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী ৷ বলেন, মানুষ আমাকে বিধায়ক হিসাবেও দেখেছেন, বিধায়ক ছিলাম না যখন তাও দেখেছেন ৷ কিন্তু তিনি এই মানুষদের পাশে সর্বদা ছিলেন একথা জানান ৷
আরও পড়ুন : অসুস্থ-শয্যাশায়ী বুদ্ধদেব কি পারবেন বাম সমর্থন ফেরাতে ?
তিনি মনে করেন বাংলার মানুষ রাজনৈতিক সচেতন ৷ তারা গেরুয়া শিবিরের উথ্থান কখনই হতে দেবেন না ৷ বিধায়ক হিসাবে নির্বাচিত হলে, উত্তর দমদমকে মডেল বিধানসভা করতে চান চন্দ্রিমা ৷