ETV Bharat / state

উত্তর দমদমে জয় নিয়ে আত্মবিশ্বাসী চন্দ্রিমা

ভোটের সুর সপ্তমে। কোচবিহার থেকে কাকদ্বীপ লড়াই জমজমাট। ঠিক সেই সময় নিজের কেন্দ্র উত্তর দমদমের অলিতে গলিতে ঘুরছেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রচারের ফাঁকে তার সঙ্গে কথা বলল ইটিভি ভারত।

চন্দ্রিমা
চন্দ্রিমা
author img

By

Published : Mar 31, 2021, 8:18 AM IST

দমদম, 30 মার্চ : আমফান থেকে করোনা সব সময় মানুষের পাশে ছিলেন ৷ গতবার না জিতলেও ছাড়েননি আশা ৷ নতুন উদ্যমে উত্তর দমদমে ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে বের হন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ উত্তর দমদমে তাঁকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ তৃণমূলের বহু কর্মী সমর্থক এদিন উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের প্রচারে ৷ এলাকার মানুষ তাঁর উপর পুষ্পবৃষ্টি করে ৷ মালা দিয়ে তাঁকে বরণ করেন এলাকার মানুষ ৷ গত 2016 সালে উত্তর দমদমে থেকেই হারের মুখ দেখতে হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যেকে ৷ তবে এবারে তিনি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী ৷ বলেন, মানুষ আমাকে বিধায়ক হিসাবেও দেখেছেন, বিধায়ক ছিলাম না যখন তাও দেখেছেন ৷ কিন্তু তিনি এই মানুষদের পাশে সর্বদা ছিলেন একথা জানান ৷

আরও পড়ুন : অসুস্থ-শয্যাশায়ী বুদ্ধদেব কি পারবেন বাম সমর্থন ফেরাতে ?

তিনি মনে করেন বাংলার মানুষ রাজনৈতিক সচেতন ৷ তারা গেরুয়া শিবিরের উথ্থান কখনই হতে দেবেন না ৷ বিধায়ক হিসাবে নির্বাচিত হলে, উত্তর দমদমকে মডেল বিধানসভা করতে চান চন্দ্রিমা ৷

প্রচারে চন্দ্রিমা ভট্টাচার্য

দমদম, 30 মার্চ : আমফান থেকে করোনা সব সময় মানুষের পাশে ছিলেন ৷ গতবার না জিতলেও ছাড়েননি আশা ৷ নতুন উদ্যমে উত্তর দমদমে ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে বের হন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ উত্তর দমদমে তাঁকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ তৃণমূলের বহু কর্মী সমর্থক এদিন উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের প্রচারে ৷ এলাকার মানুষ তাঁর উপর পুষ্পবৃষ্টি করে ৷ মালা দিয়ে তাঁকে বরণ করেন এলাকার মানুষ ৷ গত 2016 সালে উত্তর দমদমে থেকেই হারের মুখ দেখতে হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যেকে ৷ তবে এবারে তিনি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী ৷ বলেন, মানুষ আমাকে বিধায়ক হিসাবেও দেখেছেন, বিধায়ক ছিলাম না যখন তাও দেখেছেন ৷ কিন্তু তিনি এই মানুষদের পাশে সর্বদা ছিলেন একথা জানান ৷

আরও পড়ুন : অসুস্থ-শয্যাশায়ী বুদ্ধদেব কি পারবেন বাম সমর্থন ফেরাতে ?

তিনি মনে করেন বাংলার মানুষ রাজনৈতিক সচেতন ৷ তারা গেরুয়া শিবিরের উথ্থান কখনই হতে দেবেন না ৷ বিধায়ক হিসাবে নির্বাচিত হলে, উত্তর দমদমকে মডেল বিধানসভা করতে চান চন্দ্রিমা ৷

প্রচারে চন্দ্রিমা ভট্টাচার্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.