ETV Bharat / state

তৃণমূলের ফ্লেক্সে কালি ও দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে

তৃণমূল প্রার্থীর সমর্থনে এলাকায় লাগানো ফ্লেক্সে প্রার্থীর মুখে কালি লেপে দেওয়া ও প্রার্থীর নামে লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। পৃথক ঘটনা দুটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ উত্তর কেন্দ্রের গোপালনগরের বিভূতিভূষণ ঘাট এলাকায় এবং বনগাঁ থানার অন্তর্গত শিবপুর এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

TMC
Shyamal Roy
author img

By

Published : Mar 21, 2021, 2:22 PM IST

বনগাঁ, 21 মার্চ: বিধানসভা নির্বাচনের আগে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে এলাকায় লাগানো ফ্লেক্সে প্রার্থীর মুখে কালি লেপে দেওয়া ও প্রার্থীর নামে লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। পৃথক ঘটনা দুটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ উত্তর কেন্দ্রের গোপালনগরের বিভূতিভূষণ ঘাট এলাকায় এবং বনগাঁ থানার অন্তর্গত শিবপুর এলাকায়। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের অভিযোগ বিরোধী দলের কর্মী-সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিরোধীদের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার বিজেপির স্থানীয় নেতৃত্বরা।

জানা গিয়েছে, ভোট প্রচারের কারণে বিভূতিভূষণ ঘাট এলাকায় তৃণমূল প্রার্থী শ্যামল রায়ের সমর্থনে ফ্লেক্স লাগিয়েছিল তৃণমূল কর্মীরা ৷ স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন ফ্লেক্সে প্রার্থীর মুখের উপর কালি লেপে দেওয়া হয়েছে। তৃণমূল পক্ষ থেকে বিরোধী বিজেপি ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। ফ্লেক্স নিয়ে যায় তারা ৷ এই ঘটনা কারা ঘটিয়েছে তাও খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বনগাঁ থানায় শিবপুর এলাকায় শ্যামল রায়ের সমর্থনে লেখা দেওয়াল চুন দিয়ে মুছে দেওয়ার অভিযোগ দায়ের করা হয় বিজেপির বিরুদ্ধে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল রায়। তিনি বলেন, ভয় পেয়ে গিয়ে বিরোধীরাই চক্রান্ত করে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষ বলেন, তৃণমূল প্রচার পাওয়ার জন্য নিজেরা কালি লাগিয়ে বিরোধীদের নাম করছে৷ এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। অন্যদিকে বিরোধীদের অভিযোগ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এই খবর রটাচ্ছে শাসকদল। সাধারণ মানুষ ভোটবাক্সে এর জবাব দেবে।

বনগাঁ, 21 মার্চ: বিধানসভা নির্বাচনের আগে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে এলাকায় লাগানো ফ্লেক্সে প্রার্থীর মুখে কালি লেপে দেওয়া ও প্রার্থীর নামে লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। পৃথক ঘটনা দুটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ উত্তর কেন্দ্রের গোপালনগরের বিভূতিভূষণ ঘাট এলাকায় এবং বনগাঁ থানার অন্তর্গত শিবপুর এলাকায়। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের অভিযোগ বিরোধী দলের কর্মী-সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিরোধীদের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার বিজেপির স্থানীয় নেতৃত্বরা।

জানা গিয়েছে, ভোট প্রচারের কারণে বিভূতিভূষণ ঘাট এলাকায় তৃণমূল প্রার্থী শ্যামল রায়ের সমর্থনে ফ্লেক্স লাগিয়েছিল তৃণমূল কর্মীরা ৷ স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন ফ্লেক্সে প্রার্থীর মুখের উপর কালি লেপে দেওয়া হয়েছে। তৃণমূল পক্ষ থেকে বিরোধী বিজেপি ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। ফ্লেক্স নিয়ে যায় তারা ৷ এই ঘটনা কারা ঘটিয়েছে তাও খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বনগাঁ থানায় শিবপুর এলাকায় শ্যামল রায়ের সমর্থনে লেখা দেওয়াল চুন দিয়ে মুছে দেওয়ার অভিযোগ দায়ের করা হয় বিজেপির বিরুদ্ধে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল রায়। তিনি বলেন, ভয় পেয়ে গিয়ে বিরোধীরাই চক্রান্ত করে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষ বলেন, তৃণমূল প্রচার পাওয়ার জন্য নিজেরা কালি লাগিয়ে বিরোধীদের নাম করছে৷ এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। অন্যদিকে বিরোধীদের অভিযোগ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এই খবর রটাচ্ছে শাসকদল। সাধারণ মানুষ ভোটবাক্সে এর জবাব দেবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.