ETV Bharat / technology

ডিসপ্লেতে গ্রিন লাইন, বিনামূল্য়ে সার্ভিসিংয়ের সুযোগ OnePlus-এর - ONEPLUS GREEN LINE

OnePlus 8 এবং 9 সিরিজে মাদারবোর্ড এবং গ্রিন লাইন ডিসপ্লে সমস্যার কথা স্বীকার করেছে ৷ সংশ্লিষ্ট ডিভাইসগুলি বিনামূল্যে সার্ভিসের প্রতিশ্রুতি ৷

Etv Bharat
ওয়ানপ্লাস গ্রিন লাইন ডিসপ্লে সমস্যা সমাধান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 22, 2024, 2:00 PM IST

হায়দরাবাদ: বেশ কিছুদিন ধরেই ওয়ানপ্লাসের কোম্পানির মোবাইল গ্রাহকদের ডিসপ্লে সমস্যার সন্মুখীন হতে হয়েছে ৷ অধিকাংশ গ্রাহকের স্মার্টফোনের ডিসপ্লে-তে একটি গ্রিন লাইন সমস্যা দেখা দিয়েছিল বলে তাঁরা উল্লেখ করেছেন ৷ বিষয়টির সমাধান খুঁজতে গিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি মডেলের মাদারবোর্ডে সমস্যার কারণে স্মার্টফোনের ডিসপ্লে-তে সবুজ রঙের লাইন দেখা যাচ্ছে ৷ ফোনএরিনা (FoneArena) প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে ৷

গ্রামেও বাড়ছে স্মার্টফোন ব্যবহার, মাত্র দু’মাসে 9 শতাংশ বিক্রি বৃদ্ধি

ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, OnePlus 8 এবং OnePlus 9 সিরিজের ডিভাইসে এই সমস্যা দেখা দিয়েছে ৷ ওয়ানপ্লাসের নির্ধারিত এই মডেলগুলির লাইফটাইম বিনামূল্যে রিপেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছে ৷ ওয়ানপ্লাসের তরফে জানা গিয়েছে, সংস্থার বেশ কিছু স্মার্টফোন, বিশেষত করে OnePlus 8 সিরিজ এবং OnePlus 9 সিরিজের ব্যবহারকারীদের ডিসপ্লে জনিত এই সমস্যার সন্মুখীন হতে হচ্ছে ৷ ডিভাইসগুলি মাদারবোর্ডের সমস্যার কারণে ডিসপ্লেতে সবুজ লাইন দেখা দিয়েছে ৷

অ্যাপলের 'বিজনেস কানেক্ট' ফিচার, দেখা যাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোগো

এই সমস্যা থেকে রেহাই পেতে এই নিকটবর্তী ওয়ানপ্লাসের কাস্টমার কোয়ারে যেতে বলা হয়েছে ৷ সেখানেই ক্রেতারা তাঁদের ডিভাইসের ডিসপ্লে পরিবর্তনের সুযোগ পাবেন ৷ বিনামূলে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে ওয়ানপ্লাসের তরফে ৷ পাশাপাশি, OnePlus 8 এবং 9 সিরিজের ডিভাইসগুলির আপগ্রেড করে দেওয়া হবে ৷ যাতে এই সমস্ত সিরিজের স্মার্টফোনে সমস্যা না-হয় ভবিষ্য়তে ৷

ভারতের বাজারে লঞ্চ হল অ্যাপলের নতুন আইপ্যাড মিনি

OnePlus-এর তরফে জানানো, অপ্রত্যাশিত এই সমস্যার জন্য তাঁরা তৈরি ছিলেন না ৷ ক্রেতার এই সমস্যার সন্মুখীন যাতে না হতে হয় তার জন্য একটি কেন্দ্রীয় নীতি চালু করেছে ওয়ানপ্লাস ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, যে ডিভাইসে গ্রিন লাইন ও অন্যান্য যেকোনও সমস্যা হলে ব্যবহারকারী, OnePlus পরিষেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারে ৷ এর জন্য ডিভাইসটির কেনার দিনক্ষণ দেখা হবে না ৷ গ্রাহকরা যতদিন ডিভাইসটি ব্যবহার করবেন ততদিন বিনামূল্যে সার্ভিস পাবেন কোনও সমস্যা হলে ৷

Realme-র জোড়া ধামাকা! ভারতীয় বাজারে লঞ্চ করল দু’টি ডিভাইস

হায়দরাবাদ: বেশ কিছুদিন ধরেই ওয়ানপ্লাসের কোম্পানির মোবাইল গ্রাহকদের ডিসপ্লে সমস্যার সন্মুখীন হতে হয়েছে ৷ অধিকাংশ গ্রাহকের স্মার্টফোনের ডিসপ্লে-তে একটি গ্রিন লাইন সমস্যা দেখা দিয়েছিল বলে তাঁরা উল্লেখ করেছেন ৷ বিষয়টির সমাধান খুঁজতে গিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি মডেলের মাদারবোর্ডে সমস্যার কারণে স্মার্টফোনের ডিসপ্লে-তে সবুজ রঙের লাইন দেখা যাচ্ছে ৷ ফোনএরিনা (FoneArena) প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে ৷

গ্রামেও বাড়ছে স্মার্টফোন ব্যবহার, মাত্র দু’মাসে 9 শতাংশ বিক্রি বৃদ্ধি

ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, OnePlus 8 এবং OnePlus 9 সিরিজের ডিভাইসে এই সমস্যা দেখা দিয়েছে ৷ ওয়ানপ্লাসের নির্ধারিত এই মডেলগুলির লাইফটাইম বিনামূল্যে রিপেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছে ৷ ওয়ানপ্লাসের তরফে জানা গিয়েছে, সংস্থার বেশ কিছু স্মার্টফোন, বিশেষত করে OnePlus 8 সিরিজ এবং OnePlus 9 সিরিজের ব্যবহারকারীদের ডিসপ্লে জনিত এই সমস্যার সন্মুখীন হতে হচ্ছে ৷ ডিভাইসগুলি মাদারবোর্ডের সমস্যার কারণে ডিসপ্লেতে সবুজ লাইন দেখা দিয়েছে ৷

অ্যাপলের 'বিজনেস কানেক্ট' ফিচার, দেখা যাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোগো

এই সমস্যা থেকে রেহাই পেতে এই নিকটবর্তী ওয়ানপ্লাসের কাস্টমার কোয়ারে যেতে বলা হয়েছে ৷ সেখানেই ক্রেতারা তাঁদের ডিভাইসের ডিসপ্লে পরিবর্তনের সুযোগ পাবেন ৷ বিনামূলে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে ওয়ানপ্লাসের তরফে ৷ পাশাপাশি, OnePlus 8 এবং 9 সিরিজের ডিভাইসগুলির আপগ্রেড করে দেওয়া হবে ৷ যাতে এই সমস্ত সিরিজের স্মার্টফোনে সমস্যা না-হয় ভবিষ্য়তে ৷

ভারতের বাজারে লঞ্চ হল অ্যাপলের নতুন আইপ্যাড মিনি

OnePlus-এর তরফে জানানো, অপ্রত্যাশিত এই সমস্যার জন্য তাঁরা তৈরি ছিলেন না ৷ ক্রেতার এই সমস্যার সন্মুখীন যাতে না হতে হয় তার জন্য একটি কেন্দ্রীয় নীতি চালু করেছে ওয়ানপ্লাস ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, যে ডিভাইসে গ্রিন লাইন ও অন্যান্য যেকোনও সমস্যা হলে ব্যবহারকারী, OnePlus পরিষেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারে ৷ এর জন্য ডিভাইসটির কেনার দিনক্ষণ দেখা হবে না ৷ গ্রাহকরা যতদিন ডিভাইসটি ব্যবহার করবেন ততদিন বিনামূল্যে সার্ভিস পাবেন কোনও সমস্যা হলে ৷

Realme-র জোড়া ধামাকা! ভারতীয় বাজারে লঞ্চ করল দু’টি ডিভাইস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.