কলকাতা, 22 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের অনশন যেদিন উঠল, ঠিক সেদিনই বিদেশ থেকে তাঁর চিকিৎসার আপডেট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই মুহূর্তে চোখের চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন তিনি । তবে গতকাল রাতেই চোখের অপারেশনের পরে, তাঁর অবস্থা কেমন রয়েছে তা এক্স হ্যান্ডেলে জানালেন অভিষেক ।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখছেন, "আমার চোখের অপারেশন যাতে ঠিকঠাক হয়, সেজন্য যাঁরা প্রার্থনা করেছিলেন, তাঁদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ । সেই 2016 সালের সড়ক দুর্ঘটনার পর থেকে আমার দৃষ্টিশক্তির ক্ষেত্রে সমস্যা রয়েছে । এটা আমার অষ্টম সার্জারি । তবে আমি আনন্দের সঙ্গে বলছি যে, প্রক্রিয়া ভালো হয়েছে । সব ঠিকঠাক আছে । আমাকে অপারেশনের পরে কিছু গাইডলাইন মানতে হবে । যাতে ঠিকঠাক করে সব ভালো হয়ে যায়, সেকারণে কিছু সতর্কতা মানতে হবে । আমি আশাবাদী । আপনাদের ভালোবাসা, উদ্বেগ ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ ।"
সোমবার রাতে এই বার্তার সঙ্গে তাঁর চোখের একটি ছবিও পোস্ট করেছেন অভিষেক । সেখানে দেখা যাচ্ছে, যে চোখে তাঁর অপারেশন হয়েছে সেটি একদম টকটকে লাল হয়ে আছে । যতদূর জানা যাচ্ছে চোখের অপারেশনের জন্যই তিনি বিদেশ গিয়েছিলেন । আপাতত অপারেশনের পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টের পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য-সহ একাধিক নেতাকর্মী । দ্রুত সুস্থতা কামনা করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন বোরাও ।
প্রসঙ্গত, 2016 সালে সড়কপথে ফেরার সময় দুর্ঘটনায় অভিষেকের চোখ নষ্ট হতে বসেছিল । তারপর থেকেই দেশে এবং বিদেশে একাধিকবার একাধিক জায়গায় চিকিৎসা করিয়েছেন তিনি । শেষবার আমেরিকায় অস্ত্রোপচারের পর দীর্ঘদিন বিশ্রামেও ছিলেন । ফের তাঁর চোখে অস্ত্রোপচার হল । তাঁর চোখের অবস্থা নিয়ে দল এবং পরিবারের সকলেই উদ্বিগ্ন ।
উল্লেখ্য, পুজোর আগেই নীরবে বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানেই তাঁর এই অপারেশন হয় ।