ETV Bharat / state

শহরে আজাদ হিন্দ মনুমেন্ট, তবু '21 অক্টোবর' মনে নেই কারও ! - INA MARTYRS MEMORIAL

21 অক্টোবর প্রথম অস্থায়ী স্বাধীন সরকার গঠন করেছিলেন সুভাষ চন্দ্র বসু ৷ আজ জৌলুসহীনভাবে পড়ে রয়েছে আসানসোলের 'আজাদ হিন্দ মনুমেন্ট' ৷

INA MARTYRS MEMORIAL
আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 2:08 PM IST

আসানসোল, 22 অক্টোবর: স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ তবে স্বাধীন দেশের প্রথম সকাল দেখা হয়নি তাঁর ৷ যদিও তাঁর মৃত্যুকে ঘিরে রয়েছে একাধিক তত্ত্ব ৷ কিন্তু, নিজের ইচ্ছেপূরণ করেছিলেন সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়ে ৷ 1943 সালের 21 অক্টোবর ভারতের প্রথম অস্থায়ী স্বাধীন সরকার গঠন করেন তিনি ৷ প্রধানমন্ত্রী হিসাবে শপথও নেন ৷ অস্থায়ী সরকারের মুখ্য উপদেষ্টা ছিলেন রাসবিহারী বসু ৷

ঠিক 3 বছর 10 মাস পর 1947 সালের 15 অগস্ট দেশ স্বাধীন হয় ৷ দুটি নতুন দেশের জন্ম হয়, ভারত ও পাকিস্তান ৷ তারপর কেটে গিয়েছে বেশ খানিকটা সময় ৷ দেশের অভ্যন্তরে একাধিক পরিবর্তন ঘটেছে ৷ আজাদ হিন্দ বাহিনীর শহিদদের স্মৃতিতে সরকারিভাবে তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ ৷ বাংলার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রয়েছে এমনই একটি স্মৃতিসৌধ ৷

জৌলুসহীন 21 অক্টোবর (ইটিভি ভারত)

ঐতিহাসিক এই মনুমেন্টের পাশে রয়েছে ভারতের প্রথম অস্থায়ী স্বাধীন সরকারের মন্ত্রিসভার তালিকাও । সেই সঙ্গে রয়েছে অখণ্ড ভারতের মানচিত্র ৷ অথচ, ঐতিহাসিক সেই 21 অক্টোবরের কথা ভুলে গিয়েছে শহরবাসী তথা আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ ৷ তাই জৌলুসহীনভাবে কেটে গেল 21 অক্টোবর ৷

প্রায় আট বছর আগে আসানসোল পুরনিগমের তৎকালীন মেয়র জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে রবীন্দ্র ভবন চত্বরে তৈরি করা হয় 'আজাদ হিন্দ মনুমেন্ট' ৷ স্মৃতিসৌধটি সিঙ্গাপুরে তৈরি মনুমেন্টের রেপ্লিকা হিসাবে তৈরি করা হয়েছিল ৷

INA MARTYRS MEMORIAL
প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বসু (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, লর্ড মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সিঙ্গাপুরের সেই স্মৃতিসৌধটিকে ৷ তারই আদলে তৈরি করা হয় আসানসোলের এই স্মৃতিসৌধটি ৷ কিন্তু, আজ কোনও সম্মান পাচ্ছে না এই স্মৃতিসৌধ ৷ সিঙ্গাপুরে তৈরি অস্থায়ী সরকারকে মান্যতা দিয়েছিল পৃথিবীর বহু দেশ ৷ পরবর্তীকালে কখনওই এই সরকারের অবলুপ্তির কথা ঘোষণা করা হয়নি । তাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই 21 অক্টোবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ । অথচ, ঐতিহাসিক এই দিনটি নীরবেই কেটে গেল আসানসোলে ৷

INA MARTYRS MEMORIAL
অস্থায়ী সরকারের মন্ত্রিসভা (নিজস্ব চিত্র)

বিষয়টি নিয়ে আসানসোল পুরকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মন্তব্য করতে চাননি কেউ । তবে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়রি বলেন, "আমার সময়কালে আমি আজাদ হিন্দের শহিদদের শ্রদ্ধার্থে এই মনুমেন্ট তৈরি করেছিলাম ৷ ভারতের প্রথম অস্থায়ী স্বাধীন সরকারের মন্ত্রিসভার মন্ত্রীদের নাম খোদাই করা হয় তার পাশে । পরবর্তীকালে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমান পুরবোর্ডের কাজ । তারা কেন করেননি, আমি জানি না ৷ আমরা বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাই না ৷ তাই সেই স্মৃতিসৌধের কাছে আর যাই না । আজাদ হিন্দ বাহিনী ও সুভাষ চন্দ্রের প্রতি আমার শ্রদ্ধা চিরকাল থাকবে ৷"

আরও পড়ুন:

ট্র্যাকে ফিরছে ট্রাম, সাময়িক বিরতির পর ফের দুটি রুটে গড়াচ্ছে কলকাতার ঐতিহ্যের চাকা

আসানসোল, 22 অক্টোবর: স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ তবে স্বাধীন দেশের প্রথম সকাল দেখা হয়নি তাঁর ৷ যদিও তাঁর মৃত্যুকে ঘিরে রয়েছে একাধিক তত্ত্ব ৷ কিন্তু, নিজের ইচ্ছেপূরণ করেছিলেন সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়ে ৷ 1943 সালের 21 অক্টোবর ভারতের প্রথম অস্থায়ী স্বাধীন সরকার গঠন করেন তিনি ৷ প্রধানমন্ত্রী হিসাবে শপথও নেন ৷ অস্থায়ী সরকারের মুখ্য উপদেষ্টা ছিলেন রাসবিহারী বসু ৷

ঠিক 3 বছর 10 মাস পর 1947 সালের 15 অগস্ট দেশ স্বাধীন হয় ৷ দুটি নতুন দেশের জন্ম হয়, ভারত ও পাকিস্তান ৷ তারপর কেটে গিয়েছে বেশ খানিকটা সময় ৷ দেশের অভ্যন্তরে একাধিক পরিবর্তন ঘটেছে ৷ আজাদ হিন্দ বাহিনীর শহিদদের স্মৃতিতে সরকারিভাবে তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ ৷ বাংলার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রয়েছে এমনই একটি স্মৃতিসৌধ ৷

জৌলুসহীন 21 অক্টোবর (ইটিভি ভারত)

ঐতিহাসিক এই মনুমেন্টের পাশে রয়েছে ভারতের প্রথম অস্থায়ী স্বাধীন সরকারের মন্ত্রিসভার তালিকাও । সেই সঙ্গে রয়েছে অখণ্ড ভারতের মানচিত্র ৷ অথচ, ঐতিহাসিক সেই 21 অক্টোবরের কথা ভুলে গিয়েছে শহরবাসী তথা আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ ৷ তাই জৌলুসহীনভাবে কেটে গেল 21 অক্টোবর ৷

প্রায় আট বছর আগে আসানসোল পুরনিগমের তৎকালীন মেয়র জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে রবীন্দ্র ভবন চত্বরে তৈরি করা হয় 'আজাদ হিন্দ মনুমেন্ট' ৷ স্মৃতিসৌধটি সিঙ্গাপুরে তৈরি মনুমেন্টের রেপ্লিকা হিসাবে তৈরি করা হয়েছিল ৷

INA MARTYRS MEMORIAL
প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বসু (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, লর্ড মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সিঙ্গাপুরের সেই স্মৃতিসৌধটিকে ৷ তারই আদলে তৈরি করা হয় আসানসোলের এই স্মৃতিসৌধটি ৷ কিন্তু, আজ কোনও সম্মান পাচ্ছে না এই স্মৃতিসৌধ ৷ সিঙ্গাপুরে তৈরি অস্থায়ী সরকারকে মান্যতা দিয়েছিল পৃথিবীর বহু দেশ ৷ পরবর্তীকালে কখনওই এই সরকারের অবলুপ্তির কথা ঘোষণা করা হয়নি । তাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই 21 অক্টোবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ । অথচ, ঐতিহাসিক এই দিনটি নীরবেই কেটে গেল আসানসোলে ৷

INA MARTYRS MEMORIAL
অস্থায়ী সরকারের মন্ত্রিসভা (নিজস্ব চিত্র)

বিষয়টি নিয়ে আসানসোল পুরকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মন্তব্য করতে চাননি কেউ । তবে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়রি বলেন, "আমার সময়কালে আমি আজাদ হিন্দের শহিদদের শ্রদ্ধার্থে এই মনুমেন্ট তৈরি করেছিলাম ৷ ভারতের প্রথম অস্থায়ী স্বাধীন সরকারের মন্ত্রিসভার মন্ত্রীদের নাম খোদাই করা হয় তার পাশে । পরবর্তীকালে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমান পুরবোর্ডের কাজ । তারা কেন করেননি, আমি জানি না ৷ আমরা বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাই না ৷ তাই সেই স্মৃতিসৌধের কাছে আর যাই না । আজাদ হিন্দ বাহিনী ও সুভাষ চন্দ্রের প্রতি আমার শ্রদ্ধা চিরকাল থাকবে ৷"

আরও পড়ুন:

ট্র্যাকে ফিরছে ট্রাম, সাময়িক বিরতির পর ফের দুটি রুটে গড়াচ্ছে কলকাতার ঐতিহ্যের চাকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.