ETV Bharat / state

হিঙ্গলগঞ্জে ভোট-পরবর্তী হিংসা, আদি-নব্য লড়াইয়ে জখম বিজেপি নেত্রী-সহ 4 - hingalgunj

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হল হিঙ্গলগঞ্জ ৷ বুধবার সকালে পুরানো বিজেপি নেত্রী এবং তার পরিবারের উপর হামলা চালাল নতুন দলে যোগ দেওয়া দুই নেতা ৷ স্বামী এবং দুই ছেলে-সহ ওই বিজেপি নেত্রী বর্তমানে চিকিৎসাধীন টাকি গ্রামীণ হাসপাতালে ৷ অভিযোগ, হাসনাবাদ ভবানীপুরে নব্য বিজেপির হাতে আক্রান্ত হতে হচ্ছে আদি কর্মীদের ৷ রেয়াত করা হচ্ছে না মহিলা কর্মীদেরও ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত নেত্রী ৷

হিঙ্গলগঞ্জে ভোট-পরবর্তী হিংসায় জখম চার বিজেপি কর্মী ৷
হিঙ্গলগঞ্জে ভোট-পরবর্তী হিংসায় জখম চার বিজেপি কর্মী ৷
author img

By

Published : Apr 21, 2021, 8:56 PM IST

হিঙ্গলগঞ্জ, 21 এপ্রিল: নির্বাচন মিটে গেলেও ভোট-পরবর্তী হিংসা অব্যাহত ৷ এমনই একটি ঘটনায় বুধবার সকালে হিঙ্গলগঞ্জে জখম হতে হল নেত্রী-সহ চার বিজেপি কর্মীকে ৷ আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য ৷ অভিযোগ, হাসনাবাদ ভবানীপুরে নব্য বিজেপির হাতে আক্রান্ত হতে হচ্ছে আদি কর্মীদের ৷ রেয়াত করা হচ্ছে না মহিলা কর্মীদেরও ৷ আদি-নব্য লড়াইয়ের ফলস্বরূপই এদিন এই ঘটনা ঘটে ৷ হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

অভিযোগ, ভবানীপুর 1-এর বাসিন্দা 'আদি' বিজেপি কর্মী কাকলি গাইনের পরিবারের উপর সদলবলে হামলা চালায় 'নব্য' বিজেপি কর্মী টেন্টু মল্লিক এবং স্বরূপ মল্লিকের নেতৃত্বে একদল দুষ্কৃতী ৷ এদিন সকাল দশটা নাগাদ হামলা চালনো হয় ৷ বাড়ি থেকে বের করে কাকলি গায়েনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় ৷ শাবল দিয়ে তাঁর পায়ে সজোরে মারে দুষ্কৃতীরা ৷ প্রতিবাদ করতে এলে তাঁর স্বামীকেও বেধড়ক মারধর করা হয় ৷ আক্রান্ত হয়েছেন তাঁর দুই ছেলেও ৷ তাঁরা চারজনই টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷

হিঙ্গলগঞ্জে ভোট-পরবর্তী হিংসায় জখম এক মহিলা-সহ চার বিজেপি কর্মী ৷

বছর একান্নর কাকলি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে বিজেপি করি ৷ এখন যারা অন্য দল থেকে বিজেপিতে এল তাদের হাতেই আমাদের আক্রান্ত হতে হচ্ছে ৷ টেন্টু মল্লিক এবং স্বরূপ মল্লিক এর আগেরও আমার ওপর আক্রমণ করেছিল ৷ আমার বাড়িঘর ভাঙচুর করে তছনছ করেছিল ৷ লকডাউনের সময় স্বামী-ছেলেদের নিয়ে আট মাস বাইরে ছিলাম ৷ বীভৎস অবস্থা করে দিয়েছিল তখন ৷ দীর্ঘদিন আমার ওপর অত্যাচার চলছে ৷ অনেক অত্যাচার সহ্য করছি আমি ৷ এমন অত্যাচার আর কাউকে যেন সহ্য করতে না হয় ৷" দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ৷

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় কেন্দ্রের দিকে স্বরূপনগর ও বাদুড়িয়ার ভোট কর্মীরা

হিঙ্গলগঞ্জ, 21 এপ্রিল: নির্বাচন মিটে গেলেও ভোট-পরবর্তী হিংসা অব্যাহত ৷ এমনই একটি ঘটনায় বুধবার সকালে হিঙ্গলগঞ্জে জখম হতে হল নেত্রী-সহ চার বিজেপি কর্মীকে ৷ আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য ৷ অভিযোগ, হাসনাবাদ ভবানীপুরে নব্য বিজেপির হাতে আক্রান্ত হতে হচ্ছে আদি কর্মীদের ৷ রেয়াত করা হচ্ছে না মহিলা কর্মীদেরও ৷ আদি-নব্য লড়াইয়ের ফলস্বরূপই এদিন এই ঘটনা ঘটে ৷ হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

অভিযোগ, ভবানীপুর 1-এর বাসিন্দা 'আদি' বিজেপি কর্মী কাকলি গাইনের পরিবারের উপর সদলবলে হামলা চালায় 'নব্য' বিজেপি কর্মী টেন্টু মল্লিক এবং স্বরূপ মল্লিকের নেতৃত্বে একদল দুষ্কৃতী ৷ এদিন সকাল দশটা নাগাদ হামলা চালনো হয় ৷ বাড়ি থেকে বের করে কাকলি গায়েনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় ৷ শাবল দিয়ে তাঁর পায়ে সজোরে মারে দুষ্কৃতীরা ৷ প্রতিবাদ করতে এলে তাঁর স্বামীকেও বেধড়ক মারধর করা হয় ৷ আক্রান্ত হয়েছেন তাঁর দুই ছেলেও ৷ তাঁরা চারজনই টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷

হিঙ্গলগঞ্জে ভোট-পরবর্তী হিংসায় জখম এক মহিলা-সহ চার বিজেপি কর্মী ৷

বছর একান্নর কাকলি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে বিজেপি করি ৷ এখন যারা অন্য দল থেকে বিজেপিতে এল তাদের হাতেই আমাদের আক্রান্ত হতে হচ্ছে ৷ টেন্টু মল্লিক এবং স্বরূপ মল্লিক এর আগেরও আমার ওপর আক্রমণ করেছিল ৷ আমার বাড়িঘর ভাঙচুর করে তছনছ করেছিল ৷ লকডাউনের সময় স্বামী-ছেলেদের নিয়ে আট মাস বাইরে ছিলাম ৷ বীভৎস অবস্থা করে দিয়েছিল তখন ৷ দীর্ঘদিন আমার ওপর অত্যাচার চলছে ৷ অনেক অত্যাচার সহ্য করছি আমি ৷ এমন অত্যাচার আর কাউকে যেন সহ্য করতে না হয় ৷" দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ৷

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় কেন্দ্রের দিকে স্বরূপনগর ও বাদুড়িয়ার ভোট কর্মীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.