ETV Bharat / state

বিজেপি ও সংযুক্ত মোর্চাকে একহাত নিলেন অশোকনগরের তৃণমূল প্রার্থী - কচুয়া

দুটি পৃথক সভা থেকে বিজেপি ও সংযুক্ত মোর্চার বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী ৷

দুটি পৃথক সভা থেকে বিজেপি ও সংযুক্ত মোর্চাকে একহাত নিলেন অশোকনগরের তৃণমূল প্রার্থী
দুটি পৃথক সভা থেকে বিজেপি ও সংযুক্ত মোর্চাকে একহাত নিলেন অশোকনগরের তৃণমূল প্রার্থী
author img

By

Published : Apr 13, 2021, 6:37 PM IST

অশোকনগর , 13 এপ্রিল : দুটি পৃথক সভা থেকে বিজেপি ও সংযুক্ত মোর্চাকে একহাত নিলেন উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী ৷

অশোকনগরের কচুয়া মোড়ে সোমবার একটি জনসভা থেকে মোদিকে কটাক্ষ করেন নারায়ণবাবু ৷ জনসভা থেকে নাম না করে মোদির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন ৷ তিনি বলেন , "পিছনে হাত দিয়ে রবীন্দ্রনাথের মতো ছবি তুলে ভাবছেন রবীন্দ্রনাথের দ্বিতীয় সংস্করণ হয়ে গেছেন ৷ ভাবছেন আগের জন্মে রবীন্দ্রনাথ ছিলাম এই জন্মে নরেন্দ্র মোদি হয়ে জন্মেছি ৷ মনে রাখবেন , দাড়ি যেমন রবীন্দ্রনাথেরও হয় তেমন রামছাগলেরও হয় ৷"

এদিন গুম এলাকার অন্য একটি জনসভা থেকে আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নারায়ণবাবু বলেন, "পশ্চিমবঙ্গের 294টি কেন্দ্রের মধ্যে 26টি কেন্দ্রে প্রার্থী দিয়েছেন ৷ এর মধ্যে একটাতেও জিততে পারবেন না ৷ যদি জেতেন আমি সন্ন্যাস নেব, আমি নির্বাসনে চলে যাব ৷"

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী বলেন , "কোন গরু পাচারকারী বা স্টেশনে বসে যাঁরা হাত দেখেন , যাঁরা পাচারের সঙ্গে যুক্ত এই সমস্ত মানুষের প্রধানমন্ত্রীর সম্পর্কে কথা বলার অধিকার নেই৷ তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও সন্দেহ আছে ৷ "

আরও পড়ুন : মমতা-মোদি-অমিত, তিনজনের মধ্যে কোথাও যেন খুব ভাব

অশোকনগর , 13 এপ্রিল : দুটি পৃথক সভা থেকে বিজেপি ও সংযুক্ত মোর্চাকে একহাত নিলেন উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী ৷

অশোকনগরের কচুয়া মোড়ে সোমবার একটি জনসভা থেকে মোদিকে কটাক্ষ করেন নারায়ণবাবু ৷ জনসভা থেকে নাম না করে মোদির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন ৷ তিনি বলেন , "পিছনে হাত দিয়ে রবীন্দ্রনাথের মতো ছবি তুলে ভাবছেন রবীন্দ্রনাথের দ্বিতীয় সংস্করণ হয়ে গেছেন ৷ ভাবছেন আগের জন্মে রবীন্দ্রনাথ ছিলাম এই জন্মে নরেন্দ্র মোদি হয়ে জন্মেছি ৷ মনে রাখবেন , দাড়ি যেমন রবীন্দ্রনাথেরও হয় তেমন রামছাগলেরও হয় ৷"

এদিন গুম এলাকার অন্য একটি জনসভা থেকে আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নারায়ণবাবু বলেন, "পশ্চিমবঙ্গের 294টি কেন্দ্রের মধ্যে 26টি কেন্দ্রে প্রার্থী দিয়েছেন ৷ এর মধ্যে একটাতেও জিততে পারবেন না ৷ যদি জেতেন আমি সন্ন্যাস নেব, আমি নির্বাসনে চলে যাব ৷"

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী বলেন , "কোন গরু পাচারকারী বা স্টেশনে বসে যাঁরা হাত দেখেন , যাঁরা পাচারের সঙ্গে যুক্ত এই সমস্ত মানুষের প্রধানমন্ত্রীর সম্পর্কে কথা বলার অধিকার নেই৷ তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও সন্দেহ আছে ৷ "

আরও পড়ুন : মমতা-মোদি-অমিত, তিনজনের মধ্যে কোথাও যেন খুব ভাব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.