ETV Bharat / state

টিটাগড়ে মণীশ শুক্লা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গুলি, কাঠগড়ায় তৃণমূল - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

নির্বাচনের আগে গুলিবিদ্ধ টিটাগড়ের এক ব্যবসায়ী ৷ আহত ব্যবসায়ী বিজেপি সমর্থক বলে দাবি স্থানীয়দের ৷ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী এই ঘটনায় এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুললেও টিটাগড় পৌরসভার প্রশাসক এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগাযোগ নেই বলে দাবি করেন ৷

গুলিবিদ্ধ ব্যবসায়ী
গুলিবিদ্ধ ব্যবসায়ী
author img

By

Published : Mar 25, 2021, 8:13 AM IST

টিটাগড়, 25 মার্চ : গুলি-বোমা-বারুদে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য ৷ এক বিজেপি সমর্থককে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আহত ব্যক্তির নাম ওয়াই মধুরাম ৷ তিনি পেশায় দর্জি ৷ বর্তমানে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ টিটাগড় বাজারের ঘটনা ৷

স্থানীয় এক বিজেপি কর্মীর দাবি, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তৃণমূল আশ্রিত তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ইতিমধ্যে দুষ্কৃতীদের শনাক্ত করেছেন বিজেপি কর্মীরা ৷ অভিযুক্তরা তাঁর পেট লক্ষ্য করে গুলি চালায় ৷ যার জেরে তাঁর পাঁজরের ঠিক নীচে গুলি লাগে ৷ ঘটনার আকস্মিকতায় দোকানের সামনেই তিনি লুটিয়ে পড়েন ৷ গুলির আওয়াজ পেয়ে আশপাশের দোকানদাররা ছুটে আসেন ৷ তাঁরা জখম মধুরামকে উদ্ধার করে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ৷

ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্র মণি শুক্লার দাবি, টিটাগড়ে একটি নির্বাচনী প্রচারে এসেছিলেন রাজ চক্রবর্তী ৷ তাঁর ফিরে যাওয়ার পরই রাত সাড়ে আটটার সময় মধুরামের উপর হামলা চালায় তৃণমূলের তিনজন গুণ্ডা ৷ গুলিবিদ্ধ ব্যবসায়ী প্রয়াত বিজেপি নেতা মণীশ শুক্লার ঘনিষ্ঠ বলেও দাবি করেন তিনি ৷ তাঁর দোকান থেকেই মণীশ জামাকাপড় বানাতেন ৷ নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্যই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি ৷

টিটাগড়ে মণীশ শুক্লা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গুলি , এলাকায় চাঞ্চল্য

আরও পড়ুন : নির্বাচনের আগে কলকাতায় উদ্ধার 45 লাখ

অন্যদিকে , টিটাগড় পৌরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরির দাবি, এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগাযোগ নেই ৷ নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন চন্দ্রমণি শুক্লা ৷

টিটাগড়, 25 মার্চ : গুলি-বোমা-বারুদে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য ৷ এক বিজেপি সমর্থককে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আহত ব্যক্তির নাম ওয়াই মধুরাম ৷ তিনি পেশায় দর্জি ৷ বর্তমানে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ টিটাগড় বাজারের ঘটনা ৷

স্থানীয় এক বিজেপি কর্মীর দাবি, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তৃণমূল আশ্রিত তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ইতিমধ্যে দুষ্কৃতীদের শনাক্ত করেছেন বিজেপি কর্মীরা ৷ অভিযুক্তরা তাঁর পেট লক্ষ্য করে গুলি চালায় ৷ যার জেরে তাঁর পাঁজরের ঠিক নীচে গুলি লাগে ৷ ঘটনার আকস্মিকতায় দোকানের সামনেই তিনি লুটিয়ে পড়েন ৷ গুলির আওয়াজ পেয়ে আশপাশের দোকানদাররা ছুটে আসেন ৷ তাঁরা জখম মধুরামকে উদ্ধার করে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ৷

ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্র মণি শুক্লার দাবি, টিটাগড়ে একটি নির্বাচনী প্রচারে এসেছিলেন রাজ চক্রবর্তী ৷ তাঁর ফিরে যাওয়ার পরই রাত সাড়ে আটটার সময় মধুরামের উপর হামলা চালায় তৃণমূলের তিনজন গুণ্ডা ৷ গুলিবিদ্ধ ব্যবসায়ী প্রয়াত বিজেপি নেতা মণীশ শুক্লার ঘনিষ্ঠ বলেও দাবি করেন তিনি ৷ তাঁর দোকান থেকেই মণীশ জামাকাপড় বানাতেন ৷ নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্যই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি ৷

টিটাগড়ে মণীশ শুক্লা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গুলি , এলাকায় চাঞ্চল্য

আরও পড়ুন : নির্বাচনের আগে কলকাতায় উদ্ধার 45 লাখ

অন্যদিকে , টিটাগড় পৌরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরির দাবি, এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগাযোগ নেই ৷ নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন চন্দ্রমণি শুক্লা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.