ETV Bharat / state

প্রার্থীর উপর হামলা হলে বসে দেখা যাবে না, বললেন অর্জুন - ভাটপাড়া

সারাদিন মনিটরিং করবেন বলেই জানান অর্জুন সিং ৷ কেউ কোথাও গন্ডগোল করতে না পারে যাতে সেই বিষয়ে নজর রাখতে চান তিনি ৷

ভোট দিলেন অর্জুন
ভোট দিলেন অর্জুন
author img

By

Published : Apr 22, 2021, 8:19 AM IST

Updated : Apr 22, 2021, 8:47 AM IST

ভাটপাড়া, 22 এপ্রিল : সকাল সকাল ছেলে পবন সিংয়ের সঙ্গে ভোট দিলেন অর্জুন সিং ৷ এদিন ভাটপাড়ার 144 নম্বর বুথে ভোট দেন তাঁরা ৷ এদিন ভোট দিয়ে শান্তিপূর্ণ ভোট হওয়ার প্রার্থনা করেন অর্জুন সিং ৷ সকলকে ভোট দেওয়ার আবেদন করেন ৷

ষষ্ঠ দফার ভোটে নজরে যে সমস্ত আসন, তাঁর মধ্যে অন্যতম হল ভাটপাড়া ৷ নিজে ভোটে লড়ছেন না ৷ কিন্তু ছেলে পবন সিং ভাটপাড়ার বিজেপি প্রার্থী ৷ তাই সারাদিন মনিটরিং করবেন বলেই জানান অর্জুন সিং ৷ কেউ কোথাও গন্ডগোল করতে না পারে যাতে সেই বিষয়ে নজর রাখতে চান তিনি ৷ তাই সকাল সকাল ভোট দিয়েই ভোট ময়দানে নেমে পড়লেন বাবা ছেলে ৷ তিনি বলেন ,"প্রশাসনের কাজ প্রশাসন না করলে চুপ করে বসে থাকা যায় না ৷ শেষ পাঁচ দফায় আমরা দেখেছি বুথ লুট হওয়ার বিষয় এবং প্রার্থী মার খাওয়ার কথা ৷" ভোটের সময় কোনও ঝামেলা হলে নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানান দাপুটে বিজেপি নেতা ৷ তবে কমিশন কোনও ব্যবস্থা না নিলে প্রার্থীর উপর হামলা হলে বসে থেকে দেখা যাবে না বলে জানিয়ে দিলেন তিনি ৷

আরও পড়ুন : রাতে নবদ্বীপে বিজেপি কর্মীদের মার, কার্যালয় ভাঙচুর; অভিযুক্ত তৃণমূল

অন্যদিকে ভাটপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন হলুদ পঞ্জাবিতে ভোট দিতে যান ৷ এদিন ভোট দিয়ে তিনি জানান, সকাল সকাল ভোট দিয়ে তিনি বুথ পরিদর্শনে বেরোবেন ৷ যাতে কোনও ভোটারের অসুবিধা না হয়, সেই দিকেই তাঁর নজর থাকবে বলে জানান তিনি ৷

ভাটপাড়া, 22 এপ্রিল : সকাল সকাল ছেলে পবন সিংয়ের সঙ্গে ভোট দিলেন অর্জুন সিং ৷ এদিন ভাটপাড়ার 144 নম্বর বুথে ভোট দেন তাঁরা ৷ এদিন ভোট দিয়ে শান্তিপূর্ণ ভোট হওয়ার প্রার্থনা করেন অর্জুন সিং ৷ সকলকে ভোট দেওয়ার আবেদন করেন ৷

ষষ্ঠ দফার ভোটে নজরে যে সমস্ত আসন, তাঁর মধ্যে অন্যতম হল ভাটপাড়া ৷ নিজে ভোটে লড়ছেন না ৷ কিন্তু ছেলে পবন সিং ভাটপাড়ার বিজেপি প্রার্থী ৷ তাই সারাদিন মনিটরিং করবেন বলেই জানান অর্জুন সিং ৷ কেউ কোথাও গন্ডগোল করতে না পারে যাতে সেই বিষয়ে নজর রাখতে চান তিনি ৷ তাই সকাল সকাল ভোট দিয়েই ভোট ময়দানে নেমে পড়লেন বাবা ছেলে ৷ তিনি বলেন ,"প্রশাসনের কাজ প্রশাসন না করলে চুপ করে বসে থাকা যায় না ৷ শেষ পাঁচ দফায় আমরা দেখেছি বুথ লুট হওয়ার বিষয় এবং প্রার্থী মার খাওয়ার কথা ৷" ভোটের সময় কোনও ঝামেলা হলে নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানান দাপুটে বিজেপি নেতা ৷ তবে কমিশন কোনও ব্যবস্থা না নিলে প্রার্থীর উপর হামলা হলে বসে থেকে দেখা যাবে না বলে জানিয়ে দিলেন তিনি ৷

আরও পড়ুন : রাতে নবদ্বীপে বিজেপি কর্মীদের মার, কার্যালয় ভাঙচুর; অভিযুক্ত তৃণমূল

অন্যদিকে ভাটপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন হলুদ পঞ্জাবিতে ভোট দিতে যান ৷ এদিন ভোট দিয়ে তিনি জানান, সকাল সকাল ভোট দিয়ে তিনি বুথ পরিদর্শনে বেরোবেন ৷ যাতে কোনও ভোটারের অসুবিধা না হয়, সেই দিকেই তাঁর নজর থাকবে বলে জানান তিনি ৷

Last Updated : Apr 22, 2021, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.