আমডাঙা, 27 এপ্রিল : "মোদির বিরোধিতা করতে গিয়ে তৃণমূল নেত্রী দেশদ্রোহী হয়ে গেছেন । দেশদ্রোহীর সাথে তো আর থাকা যায় না ।" আজ আমডাঙায় প্রচারে বেরিয়ে একথা বললেন ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং । আজ সকালে আমডাঙার কালী মন্দিরের সামনে থেকে হুড খোলা জিপ নিয়ে রোড শো করতে বেরোন তিনি । তাঁর গাড়ির পাশাপাশি অনেক হেলমেটবিহীন বাইকও দেখা যায় । যা নির্বাচনী বিধিভঙ্গের সামিল বলে অভিযোগ শাসকদলের। যদিও তা নিয়ে আপাতত মাথা ঘামাতে রাজি নন অর্জুন । তিনি বলেন, "অনেকদিন ধরে রাজনীতি করছি । মানুষের এত সাড়া আগে পাইনি ।"
এতদিন রাজনীতি করছেন । তৃণমূল কংগ্রেস ছাড়লেন কেন? উত্তরে তিনি বলেন, "এটা তো অনেক বড় ব্যাপার । মোদির বিরোধিতা করতে গিয়ে তৃণমূল নেত্রী দেশদ্রোহী হয়ে গেছেন । দেশদ্রোহীর সাথে তো আর থাকা যায় না ।" তারপরই বলেন, "প্রতিদিনই মানুষের সাথে যোগাযোগ থাকে । জেতার ব্যাপারে আমি 200 শতাংশ আশাবাদী । দীনেশ ত্রিবেদী তিন নম্বরে আসছে । "
তৃণমূল বলছে আপনি দল থেকে চলে যাওয়ায় গুন্ডাদমন হয়ে গেছে । আপনি কী বলবেন ? উত্তরে তিনি বলেন, "তৃণমূল নেত্রীরই মাথা খারাপ হয়ে গেছে আর দলের কী ।"