বারাসত, 16 অগস্ট: দুর্নীতি কখনও বন্ধ হয়েছে ? পৃথিবী যতদিন থাকবে ততদিন দুর্নীতিও থাকবে ! গ্রাম পঞ্চায়েত-সহ বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং । বুধবার উত্তর 24 পরগনা জেলাপরিষদের নবনির্বাচিত সভাধিপতি এবং সহ-সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে জেলা পরিষদ ভবন চত্বরে হাজির হন অর্জুন ।
শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে দুর্নীতি নিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যবে থেকে পৃথিবীর জন্ম হয়েছে তবে থেকেই দুর্নীতি চলছে । সেই দুর্নীতিকে কীভাবে আটকানো যায় সেটাই কাজ হবে আমাদের । সঠিক লোক থাকলে ঠিকভাবেই সে দুর্নীতি আটকাবে ৷" রাজ্যে তৃণমূল সরকারের আমলে একের পর এক নিয়োগ দুর্নীতিকাণ্ড-সহ কয়লা, গরুপাচার মামলায় যখন শাসকদলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অথবা জেরার মুখে পড়েছেন ৷ এই অবস্থায় দুর্নীতি প্রসঙ্গে অর্জুন সিংয়ের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ উল্লেখ্য, বিজেপির টিকিটে 2019 লোকসভা ভোটে জিতলেও, ব্যারাকপুরের সাংসদ অর্জুন পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন ৷
দুর্নীতি বন্ধ করার দাওয়াই এদিন বাতলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি মনে করেন, দুর্নীতি রোধ করার একমাত্র উপায়, কড়া হাতে তার মোকাবিলা করা । তা না-হলে সমাজ থেকে 'দুর্নীতি' নামক শব্দটি মুছে ফেলা সম্ভব নয় । দুর্নীতির পাশাপাশি এদিন তাঁর এক সময়ের রাজনৈতিক সতীর্থ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভোলেননি অর্জুন । ডেঙ্গি নিয়ে সম্প্রতি রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে মুখ খোলায় পালটা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন,"এক বছর হয়েছে উনি (অর্জুন) তৃণমূল দলে গিয়েছেন । সেখানে মানিয়ে নিতে না-পেরে ডেঙ্গি নিয়ে এসব কথা বলছেন । আসলে তৃণমূল নেতৃত্বের সঙ্গে ওর এখনও সেট-আপ তৈরি হয়নি ৷ "
আরও পড়ুন: 'তৃণমূলে বনিবনা হচ্ছে না উনার', অর্জুনকে খোঁচা শুভেন্দুর
সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তৃণমূল নেতা অর্জুন সিং বলেন, "ওর কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমি শুভেন্দু অধিকারীকে বলব, ওর হিম্মত থাকলে ব্যারাকপুরে এসে লড়ে দেখাক ! কীভাবে লড়াই করতে হয় ওকে বুঝিয়ে দেব । 100 শতাংশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি শুভেন্দুর দিকে । লোডশেডিংয়ে জিতে ওতো বলে বেড়ায় আমি মুখ্যমন্ত্রীকে 1 হাজার 956 ভোটে হারিয়েছি ৷ "
এদিকে, এর আগে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরলেও এদিন কিন্তু সেই বিষয়ে 180 ডিগ্রি ঘুরে যান তৃণমূল নেতা অর্জুন সিং । তাঁর কথায়,"আমি এসব কিছু বলিনি । শুধু বলেছি রাজ্য সরকার এবং পৌরসভার ওপর দায় চাপালে হবে না । সাধারণ মানুষকেও সচেতন হতে হবে । ভিডিয়ো-তে আমার বক্তব্যটা ভালোভাবে শুনলেই বুঝতে পারবেন ৷ " যাদবপুরকাণ্ডে তৃণমূলের দলীয় অবস্থান মেনেই বিশ্ববিদ্যালয়ের বাম ও অতিপন্থীদের দিকে আঙুল তুলেছেন অর্জুন সিং ৷