ETV Bharat / state

ঝাঁটা-বেলচা হাতে জঞ্জাল সাফাইয়ে অর্জুন, লোক দেখানো বলল তৃণমূল - ব্যারাকপুর সাংসদ

ভাটপাড়া পৌর এলাকার জঞ্জাল সাফ করতে নিজেই ঝাঁটা ও বেলচা হাতে নামলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । দীর্ঘ পাঁচ মাস বেতন না পেয়ে ভাটপাড়া পৌরসভার তিন হাজার অস্থায়ী সাফাইকর্মীর কর্মবিরতি চলছে । আজ তা পঞ্চমদিনে পড়ল ।

ঝাঁটা-বেলচা হাতে জঞ্জাল সাফাইয়ে অর্জুন
author img

By

Published : Sep 9, 2019, 2:25 PM IST

ভাটপাড়া, ৯ সেপ্টেম্বর : দীর্ঘ পাঁচ মাস বেতন না পেয়ে ভাটপাড়া পৌরসভার তিন হাজার অস্থায়ী সাফাইকর্মীর কর্মবিরতি চলছে । আজ পঞ্চমদিনে পড়ল কর্মবিরতি । ফলে শহরজুড়ে আবর্জনার স্তূপ । সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে । আজ জঞ্জাল সাফ করতে সাংসদ অর্জুন সিং নিজেই ঝাঁটা ও বেলচা হাতে রাস্তায় নামেন ।

অর্জুন বলেন, "পৌর উন্নয়নের জন্য প্রাপ্য ৭০ কোটি টাকা আটকে দিয়েছে রাজ্য সরকার । তাই হাইকোর্টে মামলা করা হবে ।" ভাটপাড়ায় বন্ধ হয়ে গেছে পৌর পরিষেবা । দীর্ঘ পাঁচ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে তিন হাজার অস্থায়ী সাফাইকর্মী । নাগরিক পরিষেবা শিকেয় উঠেছে । সে কারণেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আজ পৌর পরিষেবা সচল রাখতে সাংসদ নিজেই ঝাঁটা-বেলচা নিয়ে পথে নামেন । ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের রাস্তায় পড়ে থাকা আবর্জনা সাফ করেন তিনি ।

দেখুন ভিডিয়ো

অর্জুনের জঞ্জাল সাফাই অভিযান নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল । দলের নেতা সোমনাথ শ্যাম বলেন, "এটা শুধুমাত্র লোক দেখানো ও ফেসবুকে প্রচার পাওয়ার জন্য । লোককে দেখাল আমি পরিষ্কার করছি । দুটো গলি পরিষ্কার করে তো আর ভাটপাড়ার পুরো জঞ্জাল সাফ হবে না । এটা স্বচ্ছ ভারত অভিযান । লোক দেখানো ।" ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বেতন না পাওয়া নিয়ে তাঁরাও আদালতে যাচ্ছেন বলে জানান সোমনাথবাবু । এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের সাথে আলোচনা করা হবে জানিয়েছেন তিনি ।

ভাটপাড়া, ৯ সেপ্টেম্বর : দীর্ঘ পাঁচ মাস বেতন না পেয়ে ভাটপাড়া পৌরসভার তিন হাজার অস্থায়ী সাফাইকর্মীর কর্মবিরতি চলছে । আজ পঞ্চমদিনে পড়ল কর্মবিরতি । ফলে শহরজুড়ে আবর্জনার স্তূপ । সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে । আজ জঞ্জাল সাফ করতে সাংসদ অর্জুন সিং নিজেই ঝাঁটা ও বেলচা হাতে রাস্তায় নামেন ।

অর্জুন বলেন, "পৌর উন্নয়নের জন্য প্রাপ্য ৭০ কোটি টাকা আটকে দিয়েছে রাজ্য সরকার । তাই হাইকোর্টে মামলা করা হবে ।" ভাটপাড়ায় বন্ধ হয়ে গেছে পৌর পরিষেবা । দীর্ঘ পাঁচ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে তিন হাজার অস্থায়ী সাফাইকর্মী । নাগরিক পরিষেবা শিকেয় উঠেছে । সে কারণেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আজ পৌর পরিষেবা সচল রাখতে সাংসদ নিজেই ঝাঁটা-বেলচা নিয়ে পথে নামেন । ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের রাস্তায় পড়ে থাকা আবর্জনা সাফ করেন তিনি ।

দেখুন ভিডিয়ো

অর্জুনের জঞ্জাল সাফাই অভিযান নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল । দলের নেতা সোমনাথ শ্যাম বলেন, "এটা শুধুমাত্র লোক দেখানো ও ফেসবুকে প্রচার পাওয়ার জন্য । লোককে দেখাল আমি পরিষ্কার করছি । দুটো গলি পরিষ্কার করে তো আর ভাটপাড়ার পুরো জঞ্জাল সাফ হবে না । এটা স্বচ্ছ ভারত অভিযান । লোক দেখানো ।" ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বেতন না পাওয়া নিয়ে তাঁরাও আদালতে যাচ্ছেন বলে জানান সোমনাথবাবু । এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের সাথে আলোচনা করা হবে জানিয়েছেন তিনি ।

Intro:অর্জুন সিং এর জঞ্জাল সাফাই নিয়ে তৃণমূল নেতা সোমনাথ শ্যাম এর প্রতিক্রিয়া Body:ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর জঞ্জাল সাফাই নিয়ে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল আহ্বায়ক সোমনাথ শ্যাম জানান এটা শুধুমাত্র লোক দেখানো ও ফেসবুক প্রচার পাওয়ার জন্য। এদিকে ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বেতন না পাওয়া নিয়ে তারাও আদালতে যাচ্ছে বলে জানান সোমনাথ বাবু। এবিষয়ে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে আলোচনা করা হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.