ভাটপাড়া, 20 জুন : "জুটমিল বন্ধ করে দেবেন বলেছিলেন মমতা । আজ ওখানেই বোমাবাজি হয়েছে ।" আজ ভাটপাড়া প্রসঙ্গে একথা বলেন অর্জুন সিং । পাশাপাশি তিনি জানান, আগামীকাল ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করবে BJP ।
আজ ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধন করার কথা ছিল । উদ্বোধনের সময় কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । গুলি লেগে জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে দু'জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজ্যের DG পি বীরেন্দ্র । তাঁদের নাম রামবাবু সাউ, সন্তোষ সাউ । যদিও অসমর্থিত সূত্রে খবর ধরমবীর সাউ নামে আর একজনের মৃত্যু হয়েছে । পাশাপাশি ঘটনায় পুলিশসহ 6 জন আহত হয়েছে বলে জানান DG ।
এবিষয়ে আজ অর্জুন সিংকে ফোনে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "ভাটপাড়ায় জুটমিল গেটের সামনে আজ 10:30 টার সময় বোমা ছোড়ে । এই জুটমিলের সামনেই জয়শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে গিয়েছিলেন দিদি । সেদিনই উনি বলেছিলেন, এই মিলটা বন্ধ করিয়ে দেব । কাল থেকেই ওখানে লোক জমায়েত করছিল । আজ ওখানেই বোমাবাজি হয়েছে । "
তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "বোমাবাজি যেখানে হয়েছে সেখান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে একটি বাজারে ঢুকে পুলিশ গুলি চালিয়েছে । লোকজন তখন বলেছে বোমা ওইদিকে পড়েছে । আপনারা এইদিকে কেন আসছেন । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পুলিশ গুলি করে 17 বছরের ছেলের মাথায় গুলি করে দিয়েছে অজয় ঠাকুরের নেতৃত্বে । আর একটা ছেলের পেটে গুলি লেগেছে । একটা ছেলের পায়ে গুলি লেগেছে । প্রায় 7 টা ছেলের গুলি লেগেছে । তারা হাসপাতালে ভরতি । এরা সবাই BJP কর্মী ও সমর্থক । আগামীকাল আমরা ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করব । "
আজ ভাটপাড়া প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, BJP-র গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে ভাটপাড়া । এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিক একটা পাগল লোক । এই করে করে গোটা জেলাটাকে তৃণমূল শেষ করেছে । ওর প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্য ওকে আমি মনে করি না ।"