ETV Bharat / state

Anubrata Mondal : নাচব নাকি! অভিষেককে ইডি তলব নিয়ে প্রতিক্রিয়া অনুব্রতর

2010 সালে মঙ্গলকোটের একটি ঘটনায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ বৃহস্পতিবার তাঁকে বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে হাজির করানো হয় এই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতাকে ৷ সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডির তলব নিয়ে ৷ উত্তরে তিনি বলেন, নাচব নাকি !

Anubrata Mondal Reaction to Abhishek Banerjee ED Summon Issue
Anubrata Mondal নাচব নাকি! অভিষেককে ইডি তলব নিয়ে প্রতিক্রিয়া অনুব্রতর
author img

By

Published : Sep 1, 2022, 1:52 PM IST

Updated : Sep 1, 2022, 2:37 PM IST

বিধাননগর, 1 সেপ্টেম্বর : অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে (Abhishek Banerjee) কয়লা পাচার কাণ্ডের (Coal Smuggling Case) তদন্তের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেকট (Enforcement Directorate) ৷ আর এই নিয়ে প্রশ্ন শুনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ সাংবাদিকদের প্রশ্ন শুনে তাঁর প্রতিক্রিয়া, ‘‘নাচব নাকি !’’

গত 11 অগস্ট গরু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে সিবিআই (CBI) গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে ৷ 14 দিন সিবিআই হেফাজতে থাকার পর এখন তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ তাঁর ঠিকানা এখন আসানসোল সংশোধনাগার ৷ বৃহস্পতিবার সেখান থেকেই তাঁকে নিয়ে আসা হয় বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে (Saltlake MP MLA Court) ৷ অন্য একটি মামলার শুনানির জন্য তাঁকে সেখানে নিয়ে আসা হয়েছিল ৷

আদালতের সামনে গাড়ি থেকে নামতেই তাঁর উদ্দেশ্যে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন ৷ সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় ৷ তখন তিনি উত্তরে বেশ খানিকটা ক্ষোভ নিয়ে বলেন, ‘‘নাচব নাকি !’’

নাচব নাকি! অভিষেককে ইডি তলব নিয়ে প্রতিক্রিয়া অনুব্রতর

সিবিআই বা ইডির (ED) তদন্ত নিয়ে বারবার প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ রাজনৈতিক লড়াইয়ে না পেরে উঠে বিজেপি (BJP) তৃণমূল নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের ৷ কিন্তু দলের সেই অবস্থান থেকে কেন সরে এলেন অনুব্রত ? কেন প্রতিহিংসার তত্ত্ব তাঁর মুখে শোনা গেল না ? আপাতত এই প্রশ্নগুলিই ঘুরছে বাংলার রাজনৈতিক মহলে ৷

অন্যদিকে এদিন যে মামলায় অনুব্রতকে বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে পেশ করা হয়, সেই ঘটনাটি ঘটেছিল 2010 সালে তৎকালীন অবিভক্ত বর্ধমানের মঙ্গলকোটে ৷ সেই মামলায় 15 জন অভিযুক্ত ৷ তাঁদের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ৷

আইনজীবীরা জানিয়েছেন, এই মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ আগেই হয়েছে ৷ গত 25 অগস্ট আদালত অভিযুক্তদের আদালতে পেশ করার নির্দেশ দেয় ৷ সেই নির্দেশ মতো এদিন অনুব্রত-সহ অন্য অভিযুক্তদের আদালতে পেশ করা হয় ৷ সেখানে সাক্ষীদের বয়ান পড়ে শোনানো হয় ৷ তার পর অভিযুক্তদের থেকে তার প্রেক্ষিতে বক্তব্য জানতে চাওয়া হয় ৷ অনুব্রত মণ্ডল কাঠগড়ায় দাঁড়িয়ে এই মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ৷

আইনজীবীরা আরও জানান, আগামিকাল শুক্রবার থেকে এই মামলার সওয়াল জবাব শুরু হবে ৷ যেদিন আদালত রায় ঘোষণা করবে, সেদিন আবার অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে ৷

আরও পড়ুন : জানা নেই আর মনে পড়ছে না, সিবিআইয়ের প্রশ্নে একই উত্তর অনুব্রতর মুখে

বিধাননগর, 1 সেপ্টেম্বর : অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে (Abhishek Banerjee) কয়লা পাচার কাণ্ডের (Coal Smuggling Case) তদন্তের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেকট (Enforcement Directorate) ৷ আর এই নিয়ে প্রশ্ন শুনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ সাংবাদিকদের প্রশ্ন শুনে তাঁর প্রতিক্রিয়া, ‘‘নাচব নাকি !’’

গত 11 অগস্ট গরু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে সিবিআই (CBI) গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে ৷ 14 দিন সিবিআই হেফাজতে থাকার পর এখন তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ তাঁর ঠিকানা এখন আসানসোল সংশোধনাগার ৷ বৃহস্পতিবার সেখান থেকেই তাঁকে নিয়ে আসা হয় বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে (Saltlake MP MLA Court) ৷ অন্য একটি মামলার শুনানির জন্য তাঁকে সেখানে নিয়ে আসা হয়েছিল ৷

আদালতের সামনে গাড়ি থেকে নামতেই তাঁর উদ্দেশ্যে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন ৷ সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় ৷ তখন তিনি উত্তরে বেশ খানিকটা ক্ষোভ নিয়ে বলেন, ‘‘নাচব নাকি !’’

নাচব নাকি! অভিষেককে ইডি তলব নিয়ে প্রতিক্রিয়া অনুব্রতর

সিবিআই বা ইডির (ED) তদন্ত নিয়ে বারবার প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ রাজনৈতিক লড়াইয়ে না পেরে উঠে বিজেপি (BJP) তৃণমূল নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের ৷ কিন্তু দলের সেই অবস্থান থেকে কেন সরে এলেন অনুব্রত ? কেন প্রতিহিংসার তত্ত্ব তাঁর মুখে শোনা গেল না ? আপাতত এই প্রশ্নগুলিই ঘুরছে বাংলার রাজনৈতিক মহলে ৷

অন্যদিকে এদিন যে মামলায় অনুব্রতকে বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে পেশ করা হয়, সেই ঘটনাটি ঘটেছিল 2010 সালে তৎকালীন অবিভক্ত বর্ধমানের মঙ্গলকোটে ৷ সেই মামলায় 15 জন অভিযুক্ত ৷ তাঁদের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ৷

আইনজীবীরা জানিয়েছেন, এই মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ আগেই হয়েছে ৷ গত 25 অগস্ট আদালত অভিযুক্তদের আদালতে পেশ করার নির্দেশ দেয় ৷ সেই নির্দেশ মতো এদিন অনুব্রত-সহ অন্য অভিযুক্তদের আদালতে পেশ করা হয় ৷ সেখানে সাক্ষীদের বয়ান পড়ে শোনানো হয় ৷ তার পর অভিযুক্তদের থেকে তার প্রেক্ষিতে বক্তব্য জানতে চাওয়া হয় ৷ অনুব্রত মণ্ডল কাঠগড়ায় দাঁড়িয়ে এই মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ৷

আইনজীবীরা আরও জানান, আগামিকাল শুক্রবার থেকে এই মামলার সওয়াল জবাব শুরু হবে ৷ যেদিন আদালত রায় ঘোষণা করবে, সেদিন আবার অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে ৷

আরও পড়ুন : জানা নেই আর মনে পড়ছে না, সিবিআইয়ের প্রশ্নে একই উত্তর অনুব্রতর মুখে

Last Updated : Sep 1, 2022, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.