বসিরহাট,11 জুলাই : কোরোনা আক্রান্ত হয়ে বসিরহাট জেলা হাসপাতালে এক প্রৌঢ়ার মৃত্যু হল। সরকারি হিসেবে বসিরহাট জেলা হাসপাতালে এটাই প্রথম কোরোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত 7 জুলাই বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছা গ্রামের বাসিন্দা দুর্গা মণ্ডল (65) কোরোনার উপসর্গ নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি হয়েছিলেন। তাঁর লালারস পরীক্ষা করে কোরোনা পজিটিভ রিপোর্টও আসে। শনিবার সকালে ওই বৃদ্ধার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ঘটনা জানাজানি হতেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ ওই বৃদ্ধার গ্রামে বাদুড়িয়ার BDO ত্রিভুবন নাথ পরিদর্শনে যান। গোটা এলাকা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। স্যানিটাইজ করা হয়েছে মৃত বৃদ্ধার বাড়ির চারপাশ। তাঁর স্বামী মধুসূদন মণ্ডল-সহ পরিবারের সবার লালরস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাতে পরিবারের আরও একজনের কোরোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বাকিদের এখনও রিপোর্ট আসেনি। আপাতত পরিবারের সকলকে কোয়ারানটিনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভরতি রেখে চিকিৎসা চলছে।
উত্তর 24 পরগনায় কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে ৷ কোরোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে স্বাস্থ্য়বিধি মেনে চলতে বারবার সচেতনতার প্রচার চালাচ্ছে প্রশাসন ৷ তবুও একাংশ মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে ৷ এদিকে আজ বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছা গ্রামের বাসিন্দা এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৷ ওই বৃদ্ধার পরিবারের আরও এক সদস্যেরও কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ তাদের সংস্পর্শে আর কারা কারা এসেছে তা খোঁজ নিচ্ছে প্রশাসন ৷