দেগঙ্গা, 8জুন: আমফানের ক্ষতিপূরণ নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সোমবার দেগঙ্গা BDO অফিসে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত কয়েকটি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।
এদিন দুপুরে দেগঙ্গার কলসুর পঞ্চায়েত হাদিপুর ঝিকরা 1 নম্বর পঞ্চায়েত ও আমুলিয়া পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত কয়েকশো বাসিন্দা বিক্ষোভ দেখান BDO অফিসের সামনে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে BDO অফিস চত্ত্বর। বিক্ষোভকারীদের অভিযোগ, "প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। অথচ আমফানে যাদের বাড়ির কোনও ক্ষতিই হয়নি,এমন অনেককেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি চলছে"। পরে প্রশাসন ও তৃণমূলের জন প্রতিনিধিদের আশ্বাসে ঘন্টা দেড়েক পর বিক্ষোভ উঠে যায়।
আমফানের ধ্বংসলীলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন দেগঙ্গার বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কারোর ঘরের চাল উড়ে গেছে, তো কারোর ঘর সম্পূর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু তার মধ্যেই ক্ষতিপূরন নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। কোথাও ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ।আবার কোথাও বৈষম্যের অভিযোগ। দেগঙ্গার কলসুর হাদিপুর-ঝিকরা ও আমুলিয়া পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা আমফানের ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ।ক্ষতিপূরণের টাকার আবেদন পত্র নিয়ে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে ঘুরলেও তাঁদের আবেদনপত্র জমা নেওয়া হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতি পূরণের টাকা না পেলেও আমফানের ঝড়ে যাদের কোনও ক্ষতিই হয়নি তাঁরা ক্ষতিপূরণের টাকা পেয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর এর পিছনেই দুর্নীতি রয়েছে বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত ওই তিন পঞ্চায়েতের বাসিন্দারা।তাই দুর্নীতির অভিযোগ তুলে এদিন তাঁরা বিক্ষোভ দেখান দেগঙ্গা BDO অফিসে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ। ঘটনাস্থানে পৌঁছান হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ।
দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, "যে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন তাঁদের ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত কমিটিই খতিয়ে দেখে ক্ষতিপূরণের বিষয়টি দেখবেন।দুর্নীতির যে অভিযোগ তোলা হচ্ছে তা তদন্ত করে দেখা হবে"। প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে,বিষয়টি নিয়ে দেগঙ্গার BDO সুব্রত মল্লিক বলেন,"যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাঁদের আবেদনপত্র এদিন জমা নেওয়া হয়েছে।তাঁদের ক্ষতিপূরনের বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরনের ব্যবস্থা করা হবে"।