ETV Bharat / state

অতিরিক্ত পণের দাবিতে যুবতিকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার 2

যুবতিকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও শাশুড়ি । শওহর ও ননদাই পলাতক ।

Allegation of murder a young lady due to excessive dowry at deganga
Allegation of murder a young lady due to excessive dowry at deganga
author img

By

Published : Jul 30, 2020, 10:33 PM IST

দেগঙ্গা, 30 জুলাই : অতিরিক্ত পণের দাবিতে যুবতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে । মৃতার নাম সাবিনা পারভিন(21) । উত্তর 24 পরগনার দেগঙ্গার বাওড়াটি গ্রামের ঘটনা । ঘটনায় গ্রেপ্তার হয়েছে শ্বশুর নজরুল মণ্ডল ও শাশুড়ি মাসুদা বিবি । শওহর সাহাবুদ্দিন মণ্ডল ও ননদাই খোকা মণ্ডল পলাতক । দেগঙ্গা থানার পুলিশ তল্লাশি শুরু করেছে ।

বছর তিনেক আগে সাবিনা পারভিনের সঙ্গে সাহাবুদ্দিন মণ্ডলের নিকাহ হয় । সাবিনা সোহাই খাপুর এলাকার বাসিন্দা । আব্বার নাম আমিনুল হক । সাবিনা ও সাহাবুদ্দিনের বছর দেড়েকের একটি কন্যা সন্তান রয়েছে ।

মৃতার আব্বা আমিনুল বলেন, “নিকাহের সময় যৌতুক হিসাবে নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়েছিল । কিন্তু তারপরও অতিরিক্ত টাকার দাবি করত জামাই,মেয়ের শ্বশুর ও শাশুড়ি । মাঝে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য সাবিনার উপর চাপ সৃষ্টি করত তারা । রাজি না হলে মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত । মেয়ের সংসারের কথা ভেবে কয়েক বার টাকাও দেওয়া হয়েছিল জামাইয়ের হাতে । কিন্তু এতেও চাহিদা মেটেনি মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের ।”

অভিযোগ, এনিয়ে নিয়মিত অশান্তি লেগে থাকত দম্পতির মধ্যে । বুধবার রাতে অশান্তি চরমে ওঠে । সাবিনাকে ঘরের মধ্যে থাকা লাঠি দিয়ে শওহর বেধড়ক পেটায় । এই কাজে সাহাবুদ্দিনকে তার আব্বা,আম্মা ও জামাইবাবু সহযোগিতা করে । সাবিনার নিথর দেহ মেঝেতে ফেলে রেখে সকলে চম্পট দেয় । পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আমরা যাই । দেহ উদ্ধার করে বিশ্বনাথপুর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

বৃহস্পতিবার সকালে শওহর, শ্বশুর, শাশুড়ি ও ননদাইয়ের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকজন । অভিযোগের ভিত্তিতে শ্বশুর ও শাশুড়ি গ্রেপ্তার হয়েছে । পুলিশ জানিয়েছে, "বাকি দু'জনের খোঁজ পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতের ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠান হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে এটি খুন না আত্মহত্যা । আজ দুপুরে ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক 10 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

দেগঙ্গা, 30 জুলাই : অতিরিক্ত পণের দাবিতে যুবতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে । মৃতার নাম সাবিনা পারভিন(21) । উত্তর 24 পরগনার দেগঙ্গার বাওড়াটি গ্রামের ঘটনা । ঘটনায় গ্রেপ্তার হয়েছে শ্বশুর নজরুল মণ্ডল ও শাশুড়ি মাসুদা বিবি । শওহর সাহাবুদ্দিন মণ্ডল ও ননদাই খোকা মণ্ডল পলাতক । দেগঙ্গা থানার পুলিশ তল্লাশি শুরু করেছে ।

বছর তিনেক আগে সাবিনা পারভিনের সঙ্গে সাহাবুদ্দিন মণ্ডলের নিকাহ হয় । সাবিনা সোহাই খাপুর এলাকার বাসিন্দা । আব্বার নাম আমিনুল হক । সাবিনা ও সাহাবুদ্দিনের বছর দেড়েকের একটি কন্যা সন্তান রয়েছে ।

মৃতার আব্বা আমিনুল বলেন, “নিকাহের সময় যৌতুক হিসাবে নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়েছিল । কিন্তু তারপরও অতিরিক্ত টাকার দাবি করত জামাই,মেয়ের শ্বশুর ও শাশুড়ি । মাঝে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য সাবিনার উপর চাপ সৃষ্টি করত তারা । রাজি না হলে মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত । মেয়ের সংসারের কথা ভেবে কয়েক বার টাকাও দেওয়া হয়েছিল জামাইয়ের হাতে । কিন্তু এতেও চাহিদা মেটেনি মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের ।”

অভিযোগ, এনিয়ে নিয়মিত অশান্তি লেগে থাকত দম্পতির মধ্যে । বুধবার রাতে অশান্তি চরমে ওঠে । সাবিনাকে ঘরের মধ্যে থাকা লাঠি দিয়ে শওহর বেধড়ক পেটায় । এই কাজে সাহাবুদ্দিনকে তার আব্বা,আম্মা ও জামাইবাবু সহযোগিতা করে । সাবিনার নিথর দেহ মেঝেতে ফেলে রেখে সকলে চম্পট দেয় । পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আমরা যাই । দেহ উদ্ধার করে বিশ্বনাথপুর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

বৃহস্পতিবার সকালে শওহর, শ্বশুর, শাশুড়ি ও ননদাইয়ের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকজন । অভিযোগের ভিত্তিতে শ্বশুর ও শাশুড়ি গ্রেপ্তার হয়েছে । পুলিশ জানিয়েছে, "বাকি দু'জনের খোঁজ পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতের ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠান হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে এটি খুন না আত্মহত্যা । আজ দুপুরে ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক 10 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.