ETV Bharat / state

দেগঙ্গায় রাজ্যের বিদ্যুৎ পরিষেবা বিভাগে কর্মবিরতি ঠিকাকর্মী সংগঠনের - উত্তর 24 পরগনার খবর

সমকাজে সমবেতন, 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে গত 22 জানুয়ারি বিদ্যুৎ ভবনে বিক্ষোভে সামিল হয়েছিলেন ঠিকা কর্মীরা। অভিযোগ, সেদিন শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। সেই ঘটনার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে 2-3 ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চ।

দেগঙ্গায় রাজ্যের বিদ্যুৎ পরিষেবা দপ্তরে কর্মবিরতি ঠিকাকর্মী সংগঠনের
ছবি
author img

By

Published : Feb 2, 2021, 10:59 PM IST

দেগঙ্গা, 2 ফেব্রুয়ারি : কাজের স্বীকৃতি, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দু’দিনের কর্মবিরতিতে সামিল হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের চুক্তি ভিত্তিক ও ঠিকাকর্মীদের ঐক্য মঞ্চের সদস্যরা । সেই মতো মঙ্গলবার দেগঙ্গা ব্লকের বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীরা কর্মবিরতি পালন করেন । সেই সঙ্গে বেঁড়াচাপা সাব স্টেশনের সামনে বিক্ষোভও দেখানো হয় ।

রাজ্যে 44 হাজারেরও বেশি চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী কাজ করেন বিদ্যুৎ দপ্তরে। এঁরা মূলত ঠিকাদারদের অধীনে কাজ করে থাকেন । সমকাজে সমবেতন, 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে গত 22 জানুয়ারি বিদ্যুৎ ভবনে বিক্ষোভে সামিল হয়েছিলেন ঠিকা কর্মীরা । অভিযোগ, সেদিন শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে । সেই ঘটনার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে 2-3 ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চ । আজ দেগঙ্গা ব্লকেও চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন দেগঙ্গা-বেঁড়াচাপা সাব স্টেশনের সামনে ।

agitation at deganga
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের চুক্তি ভিত্তিক ও ঠিকাকর্মীদের কর্মবিরতি

আরও পড়ুন : পানাগড়ে বেতনবৃদ্ধি ও প্লে-সি্লপের দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ

এই বিষয়ে আন্দোলনকারী ঠিকাকর্মী শোভন মণ্ডল বলেন, ‘‘আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ, এমনকি করোনার মহামারির সময়ও সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়েছি আমরা। কিন্তু তারপরও প্রাপ্য স্বীকৃতি মেলেনি। একে বেতন কম। তার ওপর কাজের অনিশ্চয়তা। এই দু’য়ের জেরে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিচ্ছে ঠিকা কর্মীদের। এই অবস্থায় কাজের স্বীকৃতির পাশাপাশি সমকাজে সমবেতন ও 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তার দাবিতে পথে নামতে বাধ্য হয়েছি আমরা।’’ অবিলম্বে দাবিদাওয়া না মেটানো হলে বড়সড় আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন ঠিকা শ্রমিকরা।

দেগঙ্গা, 2 ফেব্রুয়ারি : কাজের স্বীকৃতি, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দু’দিনের কর্মবিরতিতে সামিল হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের চুক্তি ভিত্তিক ও ঠিকাকর্মীদের ঐক্য মঞ্চের সদস্যরা । সেই মতো মঙ্গলবার দেগঙ্গা ব্লকের বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীরা কর্মবিরতি পালন করেন । সেই সঙ্গে বেঁড়াচাপা সাব স্টেশনের সামনে বিক্ষোভও দেখানো হয় ।

রাজ্যে 44 হাজারেরও বেশি চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী কাজ করেন বিদ্যুৎ দপ্তরে। এঁরা মূলত ঠিকাদারদের অধীনে কাজ করে থাকেন । সমকাজে সমবেতন, 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে গত 22 জানুয়ারি বিদ্যুৎ ভবনে বিক্ষোভে সামিল হয়েছিলেন ঠিকা কর্মীরা । অভিযোগ, সেদিন শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে । সেই ঘটনার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে 2-3 ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চ । আজ দেগঙ্গা ব্লকেও চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন দেগঙ্গা-বেঁড়াচাপা সাব স্টেশনের সামনে ।

agitation at deganga
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের চুক্তি ভিত্তিক ও ঠিকাকর্মীদের কর্মবিরতি

আরও পড়ুন : পানাগড়ে বেতনবৃদ্ধি ও প্লে-সি্লপের দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ

এই বিষয়ে আন্দোলনকারী ঠিকাকর্মী শোভন মণ্ডল বলেন, ‘‘আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ, এমনকি করোনার মহামারির সময়ও সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়েছি আমরা। কিন্তু তারপরও প্রাপ্য স্বীকৃতি মেলেনি। একে বেতন কম। তার ওপর কাজের অনিশ্চয়তা। এই দু’য়ের জেরে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিচ্ছে ঠিকা কর্মীদের। এই অবস্থায় কাজের স্বীকৃতির পাশাপাশি সমকাজে সমবেতন ও 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তার দাবিতে পথে নামতে বাধ্য হয়েছি আমরা।’’ অবিলম্বে দাবিদাওয়া না মেটানো হলে বড়সড় আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন ঠিকা শ্রমিকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.