ETV Bharat / state

"BJP-র বিরুদ্ধে যে আঘাত হয়েছিল, সে জন্য আমি ক্ষমাপ্রার্থী" - loksabha

BJP-তে যোগ দিয়ে বাড়ি ফিরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করলেন অর্জুন সিং।

অর্জুন সিং
author img

By

Published : Mar 17, 2019, 10:44 PM IST

ব্যারাকপুর, ১৭ মার্চ : ১৪ মার্চ দিল্লি গিয়ে BJP-তে যোগ দেন অর্জুন সিং। তারপর গতকাল ভাটপাড়ার মেঘনা মোড় এলাকায় নিজের বাড়িতে ফিরলেন তিনি। আর আজ সকাল থেকেই জনসংযোগ ও সাংগঠনিক কাজে নেমে পড়েছেন।

BJP-তে যোগ দেওয়ার পর এই প্রথম অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলার BJP নেতৃত্ব ও সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় সম্বর্ধনার জোয়ারে ভেসে যান তিনি। যেহেতু তিনি এই এলাকার দীর্ঘদিনের লড়াকু নেতা হিসেবে পরিচিত তাই তাঁকে দলে পেয়ে BJP আগের থেকে অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে থাকাকালীন অর্জুন সিং নানাভাবে BJP কর্মী-সমর্থকদের রাজনৈতিক আঘাত করেছেন। সে কারণে আজ সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন। দেখা করে বললেন, "প্রথমেই আমি বলি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। একটাই কারণে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিরুদ্ধে আমাকে দিয়ে আঘাত করানো হয়েছিল। আমি তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আপনাদের পরিবারে এসেছি। আমি আশা করব আপনারা আমাকে গ্রহণ করবেন।"

নৈহাটি গরিফা এলাকায় BJP-র এক দলীয় সভায় মমতা ব্যানার্জির সমালোচনা করে বলেন, "পুলওয়ামা ঘটনার পরে যা বক্তব্য এসেছিল আমাদের তৃণমূল-কংগ্রেসের পক্ষ থেকে তা নিয়ে আমি বলেছিলাম সর্বোচ্চ নেত্রীকে। বলেছিলাম, এই ধরনের কথায় মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। দয়া করে আপনি এই কথা বলবেন না। আমাদের পশ্চিমবঙ্গের অনেক পরিবারের ছেলেমেয়েরা সেনাবাহিনীতে কাজ করে, তারা কিন্তু এটা সহ্য করবে না। তখন উনি আমাকে সরাসরি বলেন, তুমি কি মুকুলের সঙ্গে কথা বলছ? তুমি কি BJP-তে যাবে? ৩০ বছর থাকার পরও উনি এরকম প্রশ্ন করায় আমি ওই দলের সাথ ছেড়ে দিই।"

গতকাল এলাকায় ফেরার পর আজ সকালেই ঘাসফুলের দুর্গ হিসেবে পরিচিত ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এখন গেরুয়া রং। চারিদিকে এখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও অর্জুন সিং-এর ব্যানার ও ফ্লেক্সে ছেয়ে গেছে পুরো এলাকা। এছাড়াও বেশ কয়েকটি তৃণমূলের দলীয় কার্যালয় বর্তমানে BJP কার্যালয়ে পরিণত হয়েছে।

ব্যারাকপুর, ১৭ মার্চ : ১৪ মার্চ দিল্লি গিয়ে BJP-তে যোগ দেন অর্জুন সিং। তারপর গতকাল ভাটপাড়ার মেঘনা মোড় এলাকায় নিজের বাড়িতে ফিরলেন তিনি। আর আজ সকাল থেকেই জনসংযোগ ও সাংগঠনিক কাজে নেমে পড়েছেন।

BJP-তে যোগ দেওয়ার পর এই প্রথম অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলার BJP নেতৃত্ব ও সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় সম্বর্ধনার জোয়ারে ভেসে যান তিনি। যেহেতু তিনি এই এলাকার দীর্ঘদিনের লড়াকু নেতা হিসেবে পরিচিত তাই তাঁকে দলে পেয়ে BJP আগের থেকে অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে থাকাকালীন অর্জুন সিং নানাভাবে BJP কর্মী-সমর্থকদের রাজনৈতিক আঘাত করেছেন। সে কারণে আজ সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন। দেখা করে বললেন, "প্রথমেই আমি বলি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। একটাই কারণে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিরুদ্ধে আমাকে দিয়ে আঘাত করানো হয়েছিল। আমি তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আপনাদের পরিবারে এসেছি। আমি আশা করব আপনারা আমাকে গ্রহণ করবেন।"

নৈহাটি গরিফা এলাকায় BJP-র এক দলীয় সভায় মমতা ব্যানার্জির সমালোচনা করে বলেন, "পুলওয়ামা ঘটনার পরে যা বক্তব্য এসেছিল আমাদের তৃণমূল-কংগ্রেসের পক্ষ থেকে তা নিয়ে আমি বলেছিলাম সর্বোচ্চ নেত্রীকে। বলেছিলাম, এই ধরনের কথায় মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। দয়া করে আপনি এই কথা বলবেন না। আমাদের পশ্চিমবঙ্গের অনেক পরিবারের ছেলেমেয়েরা সেনাবাহিনীতে কাজ করে, তারা কিন্তু এটা সহ্য করবে না। তখন উনি আমাকে সরাসরি বলেন, তুমি কি মুকুলের সঙ্গে কথা বলছ? তুমি কি BJP-তে যাবে? ৩০ বছর থাকার পরও উনি এরকম প্রশ্ন করায় আমি ওই দলের সাথ ছেড়ে দিই।"

গতকাল এলাকায় ফেরার পর আজ সকালেই ঘাসফুলের দুর্গ হিসেবে পরিচিত ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এখন গেরুয়া রং। চারিদিকে এখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও অর্জুন সিং-এর ব্যানার ও ফ্লেক্সে ছেয়ে গেছে পুরো এলাকা। এছাড়াও বেশ কয়েকটি তৃণমূলের দলীয় কার্যালয় বর্তমানে BJP কার্যালয়ে পরিণত হয়েছে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.