ETV Bharat / state

বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ, পরে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির - স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

মৃত গৃহবধূ জেহমিনা বিবি। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন স্বামী কামারুজ্জামান।

Husband attempt suicide after killing wife
বাদুড়িয়া
author img

By

Published : Apr 11, 2020, 9:43 PM IST

Updated : Apr 11, 2020, 10:04 PM IST

বাদুড়িয়া, 11 এপ্রিল: বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ, পরে আত্মহত্যার চেষ্টা শওহরের। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পান্তাপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম জেহমিনা বিবি (26)। শওহর কামারুজ্জামান মোল্লা আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

কামারুজ্জামান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। 11 বছর আগে জেহমিনার সঙ্গে তাঁর বিয়ে হয়। জেহমিনার বাপের বাড়ি হাবড়ায়। এই দম্পতির দু'টি মেয়ে আছে। স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই বিবি জেহমিনার সঙ্গে কামারুজ্জামানের বনিবনা হত না। তবে, পরিবারের লোকের হস্তক্ষেপে গোলমাল মিটেও যেত। শনিবার সকালে কামারুজ্জামান ও জেহমিনার অশান্তি চরমে ওঠে। অভিযোগ, ঝগড়া চলার সময় উত্তেজিত কামারুজ্জামান বিবিকে ধারালো কুড়ুল দিয়ে কোপাতে থাকে। জেহমিনার চিৎকারে পড়শিরা ছুটে আসেন। তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় জেহমিনা মেঝেতে লুটিয়ে রয়েছেন। এদিকে স্ত্রীকে খুন করার পর কামারুজ্জামান নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত জেহমিনার দিদি জয়নুল বিবি বলেন, 'ভগ্নিপতি প্রায়ই বোনের সঙ্গে অশান্তি করত। অনেকবার মিটিয়ে দেওয়া হয়েছে। আজ বোনকে মেরেই ফেলল। আমরা কামারুজ্জামানের শাস্তি চাই।'

বাদুড়িয়া, 11 এপ্রিল: বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ, পরে আত্মহত্যার চেষ্টা শওহরের। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পান্তাপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম জেহমিনা বিবি (26)। শওহর কামারুজ্জামান মোল্লা আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

কামারুজ্জামান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। 11 বছর আগে জেহমিনার সঙ্গে তাঁর বিয়ে হয়। জেহমিনার বাপের বাড়ি হাবড়ায়। এই দম্পতির দু'টি মেয়ে আছে। স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই বিবি জেহমিনার সঙ্গে কামারুজ্জামানের বনিবনা হত না। তবে, পরিবারের লোকের হস্তক্ষেপে গোলমাল মিটেও যেত। শনিবার সকালে কামারুজ্জামান ও জেহমিনার অশান্তি চরমে ওঠে। অভিযোগ, ঝগড়া চলার সময় উত্তেজিত কামারুজ্জামান বিবিকে ধারালো কুড়ুল দিয়ে কোপাতে থাকে। জেহমিনার চিৎকারে পড়শিরা ছুটে আসেন। তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় জেহমিনা মেঝেতে লুটিয়ে রয়েছেন। এদিকে স্ত্রীকে খুন করার পর কামারুজ্জামান নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত জেহমিনার দিদি জয়নুল বিবি বলেন, 'ভগ্নিপতি প্রায়ই বোনের সঙ্গে অশান্তি করত। অনেকবার মিটিয়ে দেওয়া হয়েছে। আজ বোনকে মেরেই ফেলল। আমরা কামারুজ্জামানের শাস্তি চাই।'

Last Updated : Apr 11, 2020, 10:04 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.