ETV Bharat / state

গোবরডাঙায় অপহরণ, বাদুড়িয়ায় উদ্ধার যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ - dead body recovered

গোবরডাঙা থেকে অপহরণের দু'ঘণ্টা পর বাদুড়িয়ার উমাতিপুর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ ৷ পুলিশের অনুমান, নিহত যুবক ও অপহরণকারী সকলেই সোনা পাচারকারী ৷ সোনা পাচারের কাঁচা টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গোলমালের জেরে ওই যুবককে খুন করা হয়েছে ৷

গোবরডাঙা থেকে অপহরণ, বাদুড়িয়ায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার যুবকের
author img

By

Published : Oct 14, 2019, 2:02 PM IST

গোবরডাঙা, 14 অক্টোবর : সাত সকালে গোবরডাঙা থেকে অপহরণ করা হল এক যুবককে ৷ ঘটনার মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যেই বাদুড়িয়ায় উদ্ধার ওই যুবকের মৃতদেহ ৷ এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে গাইঘাটার সুটিয়ার দিক থেকে তিনটি বাইক গোবরডাঙার দিকে আসছিল ৷ বাইকগুলিতে দু'জন করে আরোহী ছিল ৷ বাদে খাঁটুরা এলাকার বাইকগুলি পৌঁছালে সামনের ও পিছনের বাইকের আরোহীরা মাঝের বাইকটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয় ৷ এরপর মাঝের বাইকের চালক বাইক ও আরোহীকে ফেলে রেখে পালিয়ে যায় ৷ বাইক আরোহী ওই ব্যক্তিকে ধরে ফেলে বাকি দুই বাইকের আরোহীরা ৷ তাঁকে বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনার দু'ঘণ্টা পর বাদুড়ায়ার উমাতিপুরের একটি জঙ্গল থেকে অপহৃপ যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷

মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি ৷ তাঁর পরনে ছিল প্যান্ট ও সাদা গেঞ্জি ৷ যুবকের ডান দিকের পাঁজরে গুলির ক্ষতচিহ্ন রয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিহত যুবক ও অপহরণকারীরা সকলেই সোনা পাচারকারী ৷ সোনা পাচারের কাঁচা টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গোলমালের জেরে ওই যুবককে খুন করা হয়েছে ৷ গোবরডাঙার বাদে খাটুরা এলাকা থেকে একটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ ৷

গোবরডাঙা, 14 অক্টোবর : সাত সকালে গোবরডাঙা থেকে অপহরণ করা হল এক যুবককে ৷ ঘটনার মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যেই বাদুড়িয়ায় উদ্ধার ওই যুবকের মৃতদেহ ৷ এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে গাইঘাটার সুটিয়ার দিক থেকে তিনটি বাইক গোবরডাঙার দিকে আসছিল ৷ বাইকগুলিতে দু'জন করে আরোহী ছিল ৷ বাদে খাঁটুরা এলাকার বাইকগুলি পৌঁছালে সামনের ও পিছনের বাইকের আরোহীরা মাঝের বাইকটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয় ৷ এরপর মাঝের বাইকের চালক বাইক ও আরোহীকে ফেলে রেখে পালিয়ে যায় ৷ বাইক আরোহী ওই ব্যক্তিকে ধরে ফেলে বাকি দুই বাইকের আরোহীরা ৷ তাঁকে বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনার দু'ঘণ্টা পর বাদুড়ায়ার উমাতিপুরের একটি জঙ্গল থেকে অপহৃপ যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷

মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি ৷ তাঁর পরনে ছিল প্যান্ট ও সাদা গেঞ্জি ৷ যুবকের ডান দিকের পাঁজরে গুলির ক্ষতচিহ্ন রয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিহত যুবক ও অপহরণকারীরা সকলেই সোনা পাচারকারী ৷ সোনা পাচারের কাঁচা টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গোলমালের জেরে ওই যুবককে খুন করা হয়েছে ৷ গোবরডাঙার বাদে খাটুরা এলাকা থেকে একটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ ৷

Intro:গোবরডাঙায় ফাঁকা রাস্তায় গুলি চালিয়ে যুবকে অপহরণ, দেহ উদ্ধার বাদুড়িয়ায়


গোবরডাঙাঃ সাত সকালে গুলি চালিয়ে গোবরডাঙায় যুবককে অপহরণ। দু'ঘণ্টা পরে তাঁর দেহ উদ্ধার বাদুড়িয়ায়। আর প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ছড়াল আতঙ্ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গাইঘাটা থানার সুটিয়ার দিক থেকে তিনটি বাইকে দু'জন করে ছ'জন গোবরডাঙার দিকে আসছিল। পথে গোবরডাঙার বাদে খাঁটুরা এলাকায় রাস্তার উপর প্রথম ও শেষ বাইক থেকে মাঝখানের বাইকটি লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মাঝখানের বাইকের চালক গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়। আরোহীকে ধরে ফেলে অন্য দুই বাইকের বাকিরা। তারা তাকে তাদের বাইকে তুলে নিয়ে চলে যায়। দু'ঘণ্টা পরে অপহৃত সেই যুবকের দেহ উদ্ধার হয় বাদুড়িয়ার উমাপতিপুরে। সেখানে খালের পাশে একটি জঙ্গলের মধ্যে অপহৃত যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। তাঁর পরনে ছিল প্যান্ট ও সাদা গেঞ্জ। ডান নিকের পাঁজরে গুলির ক্ষতচিহ্ন। তবে নিহত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপহরণকারী ও নিহত যুবক সকলেই সোনা পাচারকারী। পাচারের কাঁচা টাকার বখরা নিয়ে গোলমাল। আর তা থেকেই খুনের ঘটনাটি ঘটেছে। গোবরডাঙার বাদে খাঁটুরা এলাকা থেকে একটি মোটরবাইক উদ্ধার হয়েছে। ওই বাইকেই ছিলেন নিহত যুবক।
Body:গোবরডাঙায় ফাঁকা রাস্তায় গুলি চালিয়ে যুবকে অপহরণ, দেহ উদ্ধার বাদুড়িয়ায়


গোবরডাঙাঃ সাত সকালে গুলি চালিয়ে গোবরডাঙায় যুবককে অপহরণ। দু'ঘণ্টা পরে তাঁর দেহ উদ্ধার বাদুড়িয়ায়। আর প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ছড়াল আতঙ্ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গাইঘাটা থানার সুটিয়ার দিক থেকে তিনটি বাইকে দু'জন করে ছ'জন গোবরডাঙার দিকে আসছিল। পথে গোবরডাঙার বাদে খাঁটুরা এলাকায় রাস্তার উপর প্রথম ও শেষ বাইক থেকে মাঝখানের বাইকটি লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মাঝখানের বাইকের চালক গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়। আরোহীকে ধরে ফেলে অন্য দুই বাইকের বাকিরা। তারা তাকে তাদের বাইকে তুলে নিয়ে চলে যায়। দু'ঘণ্টা পরে অপহৃত সেই যুবকের দেহ উদ্ধার হয় বাদুড়িয়ার উমাপতিপুরে। সেখানে খালের পাশে একটি জঙ্গলের মধ্যে অপহৃত যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। তাঁর পরনে ছিল প্যান্ট ও সাদা গেঞ্জ। ডান নিকের পাঁজরে গুলির ক্ষতচিহ্ন। তবে নিহত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপহরণকারী ও নিহত যুবক সকলেই সোনা পাচারকারী। পাচারের কাঁচা টাকার বখরা নিয়ে গোলমাল। আর তা থেকেই খুনের ঘটনাটি ঘটেছে। গোবরডাঙার বাদে খাঁটুরা এলাকা থেকে একটি মোটরবাইক উদ্ধার হয়েছে। ওই বাইকেই ছিলেন নিহত যুবক।
Conclusion:গোবরডাঙায় ফাঁকা রাস্তায় গুলি চালিয়ে যুবকে অপহরণ, দেহ উদ্ধার বাদুড়িয়ায়


গোবরডাঙাঃ সাত সকালে গুলি চালিয়ে গোবরডাঙায় যুবককে অপহরণ। দু'ঘণ্টা পরে তাঁর দেহ উদ্ধার বাদুড়িয়ায়। আর প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ছড়াল আতঙ্ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গাইঘাটা থানার সুটিয়ার দিক থেকে তিনটি বাইকে দু'জন করে ছ'জন গোবরডাঙার দিকে আসছিল। পথে গোবরডাঙার বাদে খাঁটুরা এলাকায় রাস্তার উপর প্রথম ও শেষ বাইক থেকে মাঝখানের বাইকটি লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মাঝখানের বাইকের চালক গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়। আরোহীকে ধরে ফেলে অন্য দুই বাইকের বাকিরা। তারা তাকে তাদের বাইকে তুলে নিয়ে চলে যায়। দু'ঘণ্টা পরে অপহৃত সেই যুবকের দেহ উদ্ধার হয় বাদুড়িয়ার উমাপতিপুরে। সেখানে খালের পাশে একটি জঙ্গলের মধ্যে অপহৃত যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। তাঁর পরনে ছিল প্যান্ট ও সাদা গেঞ্জ। ডান নিকের পাঁজরে গুলির ক্ষতচিহ্ন। তবে নিহত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপহরণকারী ও নিহত যুবক সকলেই সোনা পাচারকারী। পাচারের কাঁচা টাকার বখরা নিয়ে গোলমাল। আর তা থেকেই খুনের ঘটনাটি ঘটেছে। গোবরডাঙার বাদে খাঁটুরা এলাকা থেকে একটি মোটরবাইক উদ্ধার হয়েছে। ওই বাইকেই ছিলেন নিহত যুবক।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.