গোবরডাঙা, 14 অক্টোবর : সাত সকালে গোবরডাঙা থেকে অপহরণ করা হল এক যুবককে ৷ ঘটনার মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যেই বাদুড়িয়ায় উদ্ধার ওই যুবকের মৃতদেহ ৷ এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে গাইঘাটার সুটিয়ার দিক থেকে তিনটি বাইক গোবরডাঙার দিকে আসছিল ৷ বাইকগুলিতে দু'জন করে আরোহী ছিল ৷ বাদে খাঁটুরা এলাকার বাইকগুলি পৌঁছালে সামনের ও পিছনের বাইকের আরোহীরা মাঝের বাইকটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয় ৷ এরপর মাঝের বাইকের চালক বাইক ও আরোহীকে ফেলে রেখে পালিয়ে যায় ৷ বাইক আরোহী ওই ব্যক্তিকে ধরে ফেলে বাকি দুই বাইকের আরোহীরা ৷ তাঁকে বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনার দু'ঘণ্টা পর বাদুড়ায়ার উমাতিপুরের একটি জঙ্গল থেকে অপহৃপ যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷
মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি ৷ তাঁর পরনে ছিল প্যান্ট ও সাদা গেঞ্জি ৷ যুবকের ডান দিকের পাঁজরে গুলির ক্ষতচিহ্ন রয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিহত যুবক ও অপহরণকারীরা সকলেই সোনা পাচারকারী ৷ সোনা পাচারের কাঁচা টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গোলমালের জেরে ওই যুবককে খুন করা হয়েছে ৷ গোবরডাঙার বাদে খাটুরা এলাকা থেকে একটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ ৷