ETV Bharat / state

দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক সোনা পাচার চক্রের 2

দক্ষিণেশ্বর স্টেশন থেকে সোনা পাচার চক্রে জড়িত দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের নাম শুভম আধিক্রব ও সাহেব রাও ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 16, 2020, 1:37 PM IST

দক্ষিণেশ্বর, 16 মার্চ : আগে থেকেই খবর ছিল, সোনা পাচার করার পর দক্ষিণেশ্বর থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ধরে মোটা টাকা নিয়ে পালাচ্ছে কয়েকজন । সেই সূত্র ধরেই দক্ষিণেশ্বর স্টেশনে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের একজনের নাম শুভম আধিক্রব । বাড়ি মধ্যপ্রদেশে । অন্যজন সাহেব রাও । বাড়ি মহারাষ্ট্রে । তাদের কাছ থেকে 65 লাখ 26 হাজার টাকা উদ্ধার হয়েছে ।

খবর পেয়ে বেলুড় GRP-র OC বিকাশ চন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে রেল পুলিশের একটি দল গতকাল হানা দেয় দক্ষিণেশ্বর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে । সেখান থেকেই দুই ভিন রাজ্যের যুবককে আটক করা হয় । তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে 65 লাখ 26 হাজার টাকা উদ্ধার করা হয়েছে ।

ভিডিয়োয় শুনুন পুলিশ আধিকারিকের বক্তব্য

আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এই টাকা কলকাতা থেকে ত্রিপুরায় নিয়ে যাচ্ছিল তারা । দক্ষিণেশ্বর স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে অসম হয়ে ত্রিপুরায় যাচ্ছিল । ওই টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং এই পাচার চক্রে আরও কারা যুক্ত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে । হাওড়ার ডেপুটি রেলপুলিশ সুপার শিশির কুমার মিত্র বলেন, "এই চক্র বাংলাদেশ হয়ে ত্রিপুরায় ঢুকত । আজ অসম হয়ে বাংলায় ঢুকেছিল । জিজ্ঞাসাবাদ চলছে ।"

কয়েকদিন আগে হাওড়া স্টেশনেই কোটি টাকার চরস পাচার করতে গিয়ে ধরা পড়েছিল একটি চক্রের দু'জন । অন্য একটি ঘটনায় প্রায় কুড়ি কিলোর বেশি গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল এক যুবক ।

দক্ষিণেশ্বর, 16 মার্চ : আগে থেকেই খবর ছিল, সোনা পাচার করার পর দক্ষিণেশ্বর থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ধরে মোটা টাকা নিয়ে পালাচ্ছে কয়েকজন । সেই সূত্র ধরেই দক্ষিণেশ্বর স্টেশনে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের একজনের নাম শুভম আধিক্রব । বাড়ি মধ্যপ্রদেশে । অন্যজন সাহেব রাও । বাড়ি মহারাষ্ট্রে । তাদের কাছ থেকে 65 লাখ 26 হাজার টাকা উদ্ধার হয়েছে ।

খবর পেয়ে বেলুড় GRP-র OC বিকাশ চন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে রেল পুলিশের একটি দল গতকাল হানা দেয় দক্ষিণেশ্বর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে । সেখান থেকেই দুই ভিন রাজ্যের যুবককে আটক করা হয় । তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে 65 লাখ 26 হাজার টাকা উদ্ধার করা হয়েছে ।

ভিডিয়োয় শুনুন পুলিশ আধিকারিকের বক্তব্য

আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এই টাকা কলকাতা থেকে ত্রিপুরায় নিয়ে যাচ্ছিল তারা । দক্ষিণেশ্বর স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে অসম হয়ে ত্রিপুরায় যাচ্ছিল । ওই টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং এই পাচার চক্রে আরও কারা যুক্ত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে । হাওড়ার ডেপুটি রেলপুলিশ সুপার শিশির কুমার মিত্র বলেন, "এই চক্র বাংলাদেশ হয়ে ত্রিপুরায় ঢুকত । আজ অসম হয়ে বাংলায় ঢুকেছিল । জিজ্ঞাসাবাদ চলছে ।"

কয়েকদিন আগে হাওড়া স্টেশনেই কোটি টাকার চরস পাচার করতে গিয়ে ধরা পড়েছিল একটি চক্রের দু'জন । অন্য একটি ঘটনায় প্রায় কুড়ি কিলোর বেশি গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল এক যুবক ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.